|
|
|
|
রোনাল্ডোকে রেখে দিতে আসরে রিয়াল প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদন |
হোসে মোরিনহোর পড়ে কি তবে রোনাল্ডো রিয়াল ছাড়বেন? এল ক্লাসিকোয় মেসি বনাম রোনাল্ডোর লড়াইয়ের কি এ মরসুমেই ইতি? গত কয়েক মাস এই প্রশ্নেই মুখর ছিল অসংখ্য রিয়াল মাদ্রিদ সমর্থক-সহ গোটা ফুটবল দুনিয়া। স্প্যানিশ প্রচারমাধ্যমে খবর বেরোয় যে, মোরিনহোর পরে এ বার রিয়াল ত্যাগ করার পালা রোনাল্ডোর।
কিন্তু মঙ্গলবার সম্ভবত সেই জল্পনার অবসান ঘটে গেল। পরের মরসুমেও রিয়াল মাদ্রিদ জার্সিতে হয়তো দেখা যাবে সিআর সেভেন-কে। পর্তুগিজ মহাতারকাকে রিয়ালে রেখে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিলেন স্বয়ং ক্লাব প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ। “রোনাল্ডোকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার বানাতে চাই আমরা। পরের মরসুমেও রিয়ালের তরফ থেকে রোনাল্ডোকে পুরোপুরি খুশি রাখার সব রকম চেষ্টা করা হবে।” রিয়ালে তিনি ‘খুশি নন’, স্বয়ং রোনাল্ডো স্বীকার করার পর থেকেই তাঁর ক্লাব ছাড়াও জল্পনা তীব্রতর হয়। রোনাল্ডোকে পাওয়ার দৌড়ে চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এমনকী প্যারিস সাঁ জাঁ-র নামও উঠে আসে ইউরোপীয় ফুটবল দুনিয়ায়।
কিন্তু রিয়াল প্রেসিডেন্ট পেরেজের দাবি, আগামী কয়েক বছরও রোনাল্ডো এই ক্লাবেই থাকবেন। গত চার বছরের মতো ভবিষ্যতেও রিয়ালের অপরিহার্য অঙ্গ হবেন রোনাল্ডো। “রিয়ালের ভবিষ্যৎ রোনাল্ডোকে ঘিরেই তৈরি করব আমরা,” বলেছেন রিয়ালের শীর্ষ কর্তা। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর ছিল যে, রোনাল্ডোকে সই করাতে চেলসি ৮০ মিলিয়ন পাউন্ড দিতে রাজি আছে। চেলসির মুখ টেরি ল্যাম্পার্ড আগাম স্বাগত জানিয়ে রেখেছিলেন রোনাল্ডোকে। কিন্তু রোনাল্ডোকে এখনই লন্ডন-মুখো হতে দেওয়ার পরিকল্পনা নেই পেরেজের। “আমার তো জানাই নেই রোনাল্ডোর অন্য ক্লাবের থেকে অফার আছে কি না,” দাবি তাঁর। তার পর বলে দিচ্ছেন, “বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারকে এখনই ছাড়ব না আমরা।”
উল্টে এ দিন প্রিমিয়ার লিগ দল টটেনহ্যামের তারকা ফুটবলার গ্যারেথ বেল-কে রিয়ালে সই করানোর সম্ভাবনা নিয়ে পেরেজ বলেছেন, “আমাদের দল এমনিতেই খুব ভাল। এটুকুই বলতে পারি যে, পরের মরসুমে আমরা দলকে আরও ভাল করব কোনও সেরা ফুটবলারকে সই করিয়ে। এ ব্যাপারে আমি পরামর্শ নেব আমাদের স্পোটির্ং ডিরেক্টর জিনেদিন জিদানের কাছ থেকে।” ফরাসি কিংবদন্তি জিদান অবশ্য ইতিমধ্যেই পিএফএ নির্বাচিত এ বারের সেরা ইপিএল ফুটবলার বেলের পক্ষে ওকালতি করেছেন।
সব ঠিকঠাক এগোলে বার্সেলোনায় মেসির পাশে যেমন নেইমারকে পরের মরসুমে দেখা যাবে, তেমনই বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর পাশে দেখা যাবে গ্যারেথ বেল-কে।
|
|
|
|
|
|