নানান মাঠে সচিন |
খেলা নিয়ে ইতিবাচক প্রচার চান সচিন
নিজস্ব প্রতিবেদন |
যে খেলা তাঁর প্রাণ, সেই ক্রিকেট নিয়ে এত বিতর্ক, এত কেলেঙ্কারি। তা সত্ত্বেও এ সব নিয়ে তাঁর নিজের মনোভাব আমজনতাকে সচিন তেন্ডুলকর ঘুণাক্ষরেও বুঝতে দেননি। আজই প্রথম সচিনের মনোভাবের যেন আঁচ পাওয়া গেল। সরাসরি স্পট ফিক্সিং নিয়ে মন্তব্য না করুন, ক্রিকেচ খেলাটার অন্ধকার দিক নিয়ে লেখালেখি, প্রচারের যে ঘোর বিরোধী সেটা অন্তত বুঝিয়ে দিলেন সচিন।
|
আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের জন্য দেওয়া সোমবার রাতের পার্টিতে।
|
আইপিএল চ্যাম্পিয়ন হয়ে নিজের শহর মুম্বইয়ে ফিরে মঙ্গলবার এক বই প্রকাশ অনুষ্ঠানে সচিন সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, “এক জন খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি থেকে আমি দেখতে চাই, মিডিয়ায় খেলার ইতিবাচক দিকই বেশি থাকুক। কিন্তু বেশির ভাগ সময়ই তা পাই না।” ফিক্সিং কেলেঙ্কারির উদাহরণ না টেনে আরও বললেন, “মাঝে মাঝেই দেখি সিনিয়ররা নাকি জুনিয়রদের উন্নতি করতে দিচ্ছে না। কিন্তু আসলে তো তা নয়। এই মিথ্যে প্রচারগুলো লোকের কাছে পৌঁছে যায় বলেই খারাপ লাগে। এই তো আজই বাচ্চাদের একটা জাতীয় ফুটবলের ফাইনালে গিয়ে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে কথা বলছিলাম। দারুণ লাগল।” ক্রিকেটের পাশাপাশি এ বার কি ফুটবলেও মন দিচ্ছেন সচিন? বোধহয় স্বাদ বদলের কথা ভাবছেন! |
সুনীল ছেত্রী আর মেঘালয় ফুটবল টিমের সঙ্গে, জাতীয় সাব জুনিয়র ফুটবল ফাইনালের পর।
|
জীবন এখন শুধু টেস্ট ক্রিকেটের গণ্ডি দিয়েই ঘেরা। তাই অনেকটাই অবসর-সময় তাঁর জীবনে। আজ নবি মুম্বইয়ে জাতীয় অনূর্ধ্ব পনেরো ফুটবল টুর্নামেন্টের পুরস্কার দিতে সচিনকে হাজির থাকতে দেখা গেল। ওড়িশাকে এক গোলে হারানো মেঘালয়ের খুদে ফুটবলাররা ক্রিকেটের ঈশ্বরের হাত থেকে চ্যাম্পিয়নের কোকা কোলা কাপ নিয়ে রীতিমতো রোমাঞ্চিত। তাঁরা আরও উত্তেজিত সচিনের শোনানো আশার কথা শুনে। “আমি জানি, ২০২২-এ ভারতীয় ফুটবলে বিরাট একটা কিছু ঘটবে। আশা করি ভারত সে বছর কাতার বিশ্বকাপে খেলবে”, বলেন সচিন।
অনূর্ধ্ব-১৫-র ভারতসেরা দুই দলের ফুটবলারদের উদ্দেশে সচিন আরও বলেন, “তোমরা বরং এটাকেই টার্গেট করে এগিয়ে চলো। তোমাদের দাদারাই তোমাদের পথ দেখাবে।” ন’বছর পরে যে এদেরই বয়স হবে ২৩-২৪ এবং ভারত বিশ্বকাপে দল পাঠালে যে এদের অনেকেরই সে দলে থাকা উচিত, সেই হিসেব করে নিয়েই সচিন বলেছেন এই কথা। |
এক বইপ্রকাশ অনুষ্ঠানে, পাশে অভিনব বিন্দ্রা।
|
খুদে ফুটবলারদের সচিনের পরামর্শ, “খেলাটাকে পাগলের মতো ভালবাসো। ফুটবলকেই নেশা বানিয়ে ফেলো। তাতেই আরও পরিশ্রম করার শক্তি পাবে। বড় কিছুর স্বপ্ন দেখো। সেই স্বপ্নগুলো যাতে সত্যি হয়, সেই চেষ্টা করো। প্রাণপণ পরিশ্রম করো। দেখবে, স্বপ্ন এক দিন না এক দিন সত্যি হবেই। আমিও এ ভাবেই এগিয়েছি। এখনও ক্রিকেটকে পাগলের মতো ভালবাসি।”
রোনাল্ড কায়ডন লিংডোর গোলে চ্যাম্পিয়ন হয় মোঘালয়। এই টুর্নামেন্ট থেকে ৪০ জনকে বেছে নিয়ে অনূর্ধ্ব-১৬ ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে পাঠানো হবে।
|
ছবি: পিটিআই |
|