টুকরো খবর
সিরিজ জিতল ইংল্যান্ড
অ্যাসেজের আগে অক্সিজেন পেয়ে গেলেন অ্যালেস্টার কুক-রা। মঙ্গলবার নিউজিল্যান্ডকে দ্বিতীয় টেস্টে ২৪৭ রানে হারানোর পাশাপাশি ২-০ সিরিজ জিতল ইংল্যান্ড। অ্যাসেজ ‘মিশন’-এ এই জয় আত্মবিশ্বাস তো দেবেই সঙ্গে গ্রেম সোয়ানের আগুনে ফর্মও কুকদের আলাদা প্রাপ্তি। দু’ইনিংস মিলিয়ে সোয়ান ১০ উইকেট তুলে নেন ১৩২ রান দিয়ে। টেস্টে এটাই সোয়ানের সেরা পারফরম্যান্স। প্রথম টেস্টে লর্ডসে ১৭০ রানে জিতেছিল ইংল্যান্ড। এ দিন, বৃষ্টির জন্য প্রথম সেশনে ৪৮ মিনিটের বেশি খেলা সম্ভব হয়নি। নিউজিল্যান্ড ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাকালাম আর টিম সাউদি তখন সপ্তম উইকেটে ম্যাচ বাঁচাতে লড়ছেন। আবার ম্যাচ শুরু হওয়ার পর ম্যাকালাম ১ রানে ফিরলেও অষ্টম উইকেটে সাউদি আর ব্রেসওয়েল মরিয়া লড়াই চালান। দুই পেসারের ৫৬ রানের পার্টনারশিপে কিউয়িরা যখন হার বাঁচানোর স্বপ্ন দেখছে, তখনই আবার আসরে নামেন সোয়ান। প্রথমে সাউদিকে ৪৮ রানে পরে ব্রেসওয়েলকে ১৯ রানে ফেরান তিনি। কিউয়িদের স্বপ্নের ওখানেই ইতি। ম্যাচের সেরা সোয়ানই।

মিসবার চ্যালেঞ্জ
বিশ্রাম নেওয়ার সময় নেই পাকিস্তানের অধিনায়ক মিসবা উল হকের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন চ্যালেঞ্জের মুখে অংশ নেওয়া আটটি দলও বিশ্রাম নেওয়ার সময় পাবে না বলে মনে করছেন তিনি। বার্মিংহামে সাংবাদিক বৈঠকে মিসবা বলে দেন, “সেরা আট দলের এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচই কঠিন হবে। কোন দল কাকে হারাবে কেউ জানে না। সব সময় ১০০ শতাংশ দিতে প্রস্তুত থাকতে হবে। এ রকম টুর্নামেন্টে বিশ্রাম নেওয়ার সময় থাকে না।” গ্রুপ ‘বি’-তে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ লড়াই করবে। ১৫ জুন ভারত ও পাকিস্তানের মহাযুদ্ধ। মিসবা আলাদা কোনও গুরুত্ব দিচ্ছেন না এই ম্যাচকে। বলছেন, “সব ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম দুটো ম্যাচ। ভারতের বিরুদ্ধে ম্যাচও গুরুত্বপূর্ণ। ভারত আর পাকিস্তানের পাশাপাশি গোটা বিশ্বের প্রচুর মানুষের এই ম্যাচ নিয়ে উৎসাহ থাকে।” বোলিং সহায়ক উইকেটে পাকিস্তানের প্রথম চ্যালেঞ্জ অবশ্য পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। পাক অধিনায়ক বলেন, “বল ছাড়ার পর হাওয়ায় মুভ করছে। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

মেসির সঙ্গে দেখা
‘বাগদাদের মেসির’ সঙ্গে দেখা করলেন লিওলেন মেসি। ‘বাগদাদ-মেসি’ ছবিতে অভিনয় করা দশ বছরের আলি আল জাইদাই-এর সঙ্গে দোহায় এক অনুষ্ঠানে দেখা হয় আসল মেসির। ‘বাগদাদ-মেসি’ ১৯ মিনিটের তথ্যচিত্র। সেখানে পরিচালক মহম্মদ আল দারাজি দেখিয়েছেন ইরাকে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেও ছোটদের ফুটবলপ্রেম আগের মতোই অটুট। জাইদাই যার মুখ্য চরিত্র। বোমাবাজিতে একটা পা হারিয়েছে। কিন্তু বন্ধুদের সঙ্গে ফুটবল মাঠে আজও তাকে প্রবলভাবেই দেখা যাচ্ছে। “মেসি বলেছেন, আমার মতো যেন তাঁর একটা ছেলে হয়,” বলেছে আপ্লুত জাইদাই।

আসরে বুবকা
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমে পড়লেন কিংবদন্তি পোলভল্টার সের্গেই বুবকা। “অনেক ভেবেচিন্তেই প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়নপত্র জমা দিতে চাই,” আইওসিকে লিখেছেন প্রাক্তন অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন বুবকা। যদিও নতুন প্রেসিডেন্টের দৌড়ে এখনও এগিয়ে প্রাক্তন অলিম্পিক ফেন্সার বাক।

বিদায় কোলাসো
২০০০ সালে ডেম্পোর কোচ হন আর্মান্দো কোলাসো। পাঁচটি আই লিগ খেতাব জিতে ভারতীয় ফুটবল ইতিহাসে গড়েছেন অনন্য নজির। এ মরসুমের পর পাকাপাকি কোচের দায়িত্ব ছাড়লেন। পানাজিতে সোমবার তাঁকে বিদায় সংবর্ধনা জানাল ক্লাব। আবেগতাড়িত কোচের প্রতিক্রিয়া, “তেরো বছরে অনেক অবিস্মরণীয় মুর্হূতের সাক্ষী থেকেছি। সারাজীবন ডেম্পোর সমর্থক হয় থাকব।”

বিদেশে ছাত্ররা
চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপের বিরুদ্ধে ভাইচুং ভুটিয়ার ছাত্রেরা। নেদারল্যান্ডসে আন্তর্জাতিক যুব টুর্নামেন্টে তাঁর ফুটবল স্কুল (বিবিএফএস) খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের যুবদলের বিরুদ্ধে। টুর্নামেন্টে খেলছে ফুলহ্যাম, ফেয়ানুর্ড পিএসভি আইন্দহোভেনের জুনিয়র দলও। টুর্নামেন্টের শেষে ফেয়ানুর্ডের জুনিয়র দলের সঙ্গে এক সপ্তাহ অনুশীলন করবে ভাইচুংয়ের ছাত্রেরা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.