জার্মানির ৪ গোল |
প্রতিবেশীর সঙ্গে ড্র করেও খুশি ইংল্যান্ড
নিজস্ব প্রতিবেদন |
১৮ বছরে এই প্রথম দুই প্রতিবেশী দেশ ফুটবল মাঠে মুখোমুখি। তাও আবার ওয়েম্বলিতে। কিন্তু সেই লড়াই ১-১ ড্র রেখে ইংল্যান্ডের জন্য প্রচুর প্রশ্ন রেখে গেল আয়ার্ল্যান্ড। ফ্লোরিডায় আর একটি ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে লুকাস পোডোলস্কি ও লার্স বেন্ডারের গোলে জার্মানি ইকুয়েডরকে হারাল ৪-২। |
|
ইংল্যান্ডের জার্সিতে ‘সেঞ্চুরি’ ম্যাচে অ্যাশলে কোল। ছবি: রয়টার্স |
ওয়েম্বলিতে আয়ার্ল্যান্ডের শেন লং-এর গোল হজম করার পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ইংল্যান্ডের মান বাঁচান। দ্বিতীয়ার্ধে হজসনের দল শাসন করলেও ব্যবধান তৈরি করতে পারেননি। আগামী রবিবার ২০১৪-র বিশ্বকাপ আয়োজক ব্রাজিলের সঙ্গে ফ্রেন্ডলি ইংল্যান্ডের। তার আগে এই ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি ইংল্যান্ড ম্যানেজার। “দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্সে আমি খুব খুশি। যথেষ্ট আধিপত্য রেখেছিল ছেলেরা। কিন্তু গোল পেল না। এর কৃতিত্ব আয়ার্ল্যান্ড গোলকিপারকে দিতে হবে,” বলেছেন হজসন। যিনি এই ম্যাচ অ্যাশলে কোলের জাতীয় দলের হয়ে শততম ম্যাচ হওয়ায় ইংল্যান্ড অধিনায়ক তাঁকেই করেন।
১৯৯৫-এ শেষ বার এই দুই দেশ ফুটবল মাঠে মুখোমুখি হয়েছিল ডাবলিনে। সে বার দু’দেশের সমর্থকদের মধ্যে দাঙ্গায় ম্যাচ ২৭ মিনিটেই ভেস্তে যায়। সে জন্য গত রাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা সর্বত্র। শেষ পর্যন্ত অবশ্য কিছু হয়নি।
এ দিকে, জার্মানির সিনিয়র দলের হয়ে প্রথম নেমেই চমক দেখালেন লার্স বেন্ডার। তাঁর গোলেই জার্মানির খাতা খোলা শুরু। তার পর আরও একটি গোল দেন বেন্ডার। পোডোলস্কিও জোড়া গোল করেন। লুই ভ্যালেন্সিয়া ও ওয়াল্টার আয়োভি ইকুয়েডরের ব্যবধান কমান। |
|