টুকরো খবর |
নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পঞ্চায়েত নির্বাচনে পরাজিত এক নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে। বুধবার সকালে লক্ষ্মী বাউড়ি নামে ওই প্রার্থী কেন্দা ফাঁড়িতে এ নিয়ে অভিযোগ দায়ের করেন। পরে দোষীদের গ্রেফতারের দাবিতে ধর্ণায় বসেন। লক্ষ্মীদেবীর অভিযোগ, মঙ্গলবার রাতে তৃণমূল নেতা কল্যাণ ঘোষের নেতৃত্বে একদল তৃণমূল সমর্থক তাঁর বাড়িতে হামলা চালায়। তার তিন বছরের মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ও তাঁর স্বামী নির্মল বাউড়িকে মারধর করে বলেও অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, তৃণমূলেরই আরেক গোষ্ঠী লক্ষ্মীদেবীকে পরাশিয়া গ্রাম পঞ্চায়েতে নির্দল হিসেবে দাঁড় করিয়েছিল। তবে কল্যাণবাবুর দাবি, ওই রাতে মনসা প্রতিমা বিসর্জন নিয়ে ব্যস্ত ছিলেন তাঁরা। কোনও মারধরের ঘটনায় তাঁরা যুক্ত নন। তিনি বলেন, “বোর্ড গঠনের দিন প্রধানের দাবিদার হিসেবে দু’জনের নাম ওঠে। ভোটাভুটিতে ফল ২-২ হয়ে যায়। আমি যাতে ওদের কোনও রকম মদত দিতে না পারি তাই দলেরই উদীপ সিংহ এবং রামেশ্বর ভকতরা তাঁদের দাঁড় করানো হেরে যাওয়া নির্দল প্রার্থীকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে।” কিন্তু তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সদস্য উদীপ সিংহ বলেন, “কল্যাণবাবু তিনজন নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন। তাঁরা সবাই হেরে গিয়েছেন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখুক। আক্রান্ত কেউ এলে তাঁর পাশে আমরা দাঁড়াব।” পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
ট্রেনে ছিনতাই আসানসোলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চলন্ত ট্রেনে এক যাত্রীর কাছ থেকে কয়েক হাজার টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব রেলের বেড়ো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। বার্নপুর জিআরপিতে অভিযোগও দায়ের করা হয়েছে। রানিগঞ্জের এক বেসরকারি সংস্থার কর্মী লাল্টু সিংহ পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার তিনি সংস্থার কয়েক হাজার টাকা পুরুলিয়া থেকে সংগ্রহ করে বর্ধমান-পুরুলিয়া প্যাসেঞ্জার ট্রেনে চেপে রানিগঞ্জে ফিরছিলেন। ওই কামরাতেই আগে থেকে কয়েকজন দুষ্কৃতী যাত্রী সেজে চেপে বসেছিল। বেড়ো স্টেশনের বেশ কিছুটা আগে তারা আচমকা লাল্টুবাবুর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা রিভলভারে বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এরপরে ট্রেনের গতি ধীর হতেই নেমে পালায় দুষ্কৃতীরা।
|
মলয়ের বাড়িতে মহকুমাশাসক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অবশেষে ভারতীয় নৌবাহিনীর ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরক্ষকে দুর্ঘটনার শিকার মলয় হালদারের বাড়িতে গেলেন কোনও প্রশাসনিক আধিকারিক। বুধবার দুর্গাপুরের মহকুমাশাসক কস্তুরি সেনগুপ্ত মলয়বাবুর বাড়িতে যান। গিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ সাইদুল হকও। মঙ্গলবার নৌবাহিনীর আধিকারিকেরা ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে এলে মলয়ের বাবা মৃণালবাবু ক্ষোভ প্রকাশ করেন, ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও রাজ্য সরকারের তরফে কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। এ দিন মহকুমাশাসক তাঁদের প্রয়োজনীয় প্রশাসনিক সাহায্যের আশ্বাস দেন। সাইদুল হক জানান, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, “সাধ্য মতো যা করার করব।”
পুরনো খবর: পাশে দাঁড়ায়নি সরকার, ক্ষুব্ধ মলয়ের পরিবার
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুর্গাপুরের গোঁসাইনগর এলাকায় দেহটি মেলে। মৃতের নাম বিজয় মণ্ডল (২৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বেনাচিতির একটি চালের দোকানে চুরি হয়। মঙ্গলবার দোকান খুলে মালিক নরেশ অগ্রবাল দেখেন ক্যাশবাক্সের তালা ভাঙা। উধাও দোকানের কর্মী বিজয়। তখনই নরেশবাবুর সন্দেহ হয়। পুলিশকেও সে কথা জানান তিনি। এরপরেই বুধবার সকালে বিজয়ের দেহ মেলে। পুলিশের প্রাথমিক সন্দেহ, মানসিক অবসাদ থেকে বিজয় আত্মঘাতী হয়েছেন। দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
ছাত্র অপহরণে ধৃত
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
সাত মাস আগের অপহরণের ঘটনায় ৬ অভিযুক্তকে বুধবার রাতে গ্রেফতার করল পুলিশ। ফেব্রুয়ারিতে দুর্গাপুর থেকে উখড়া যাওয়ার সময় অন্ডাল মোড় সংলগ্ন এলাকা থেকে মধুজোড়ের বাসিন্দা এক সপ্তম শ্রেণির ছাত্রকে অপহরণের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।
|
রাখী উৎসব
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বাসযাত্রী থেকে পথ চলতি মানুষ সকলকে রাখী পরানো হল তৃণমূল অঞ্চল কমিটির তরফে। বুধবার রানিগঞ্জের রানিসায়ের মোড়ে এবং চিঁচুড়িয়া মোড়ে এভাবেই রাখী উৎসব পালন করে তারা। ইস্কোর বার্নপুর হাসপাতালেও এ দিন রোগীদের রাখী পরিয়েছেন বিজেপির হিরাপুর ব্লকের কর্মীরা। হিরাপুর থানার পুলিশ কর্মীদেরও রাখী পরিয়েছেন তাঁরা।
|
উদ্বোধন |
|
ছবি: শৈলেন সরকার। |
বুধবার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আপাতত অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের একটি অব্যবহৃত তিনতলা ভবনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। শ্রেণিকক্ষ রয়েছে আটটি। বাংলা, ইংরেজি, ইতিহাস ও গণিত বিভাগে মোট ১২০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। উদ্বোধনে উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মলয় ঘটক।
পুরনো খবর: ‘বিশ্ববিদ্যালয় শুরু হলে বদলাবে এলাকার আর্থ-সামাজিক চেহারা’
|
মিড-ডে মিলে টাকা চায় রাজ্য |
স্কুলে রান্নার জন্য যে টাকা দেওয়া হয়, তাতে মিড-ডে মিল চালানো যায় না বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার আসানসোলে সদ্যগঠিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষাবর্ষের উদ্বোধনে গিয়ে তিনি জানান, বর্তমানে রাজ্য সরকার ভর্তুকি দিয়ে মিড-ডে মিল চালাচ্ছে। তা ভবিষ্যতেও জারি থাকবে। কিন্তু এ ব্যাপারে রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, নতুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের জন্য সরকার ১৮ কোটি টাকা মঞ্জুর করেছে। দেড় বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। |
|