বেসরকারি বাস-মিনিবাসের পরে এ বার ধর্মঘট উঠল স্কুলবাসেরও। পরিবহণমন্ত্রীর কাছ থেকে বেআইনি স্কুলগাড়ি ধরপাকড়ের আশ্বাস পাওয়ার পরে ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করেন ওয়েস্ট বেঙ্গল কন্ট্র্যাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশনের নেতা হিমাদ্রী গঙ্গোপাধ্যায়। আজ, সোমবার থেকে বেআইনি পুলকার বন্ধে অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বেআইনি স্কুলগাড়ি ধরার দাবিতে আগামী ২০ অগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল স্কুলবাসের ওই সংগঠন। রবিবার ওই সংগঠনটির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুপুর দুটোয় বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। বৈঠকের পরে তিনি বলেন, “গত ৮ মার্চ সরকার বেআইনি স্কুলগাড়িগুলিকে ১০ এপ্রিলের মধ্যে পারমিট নেওয়ার নির্দেশ দিয়েছিল। সেইমতো আঞ্চলিক পরিবহণ অফিস এবং জেলাশাসকদের নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু বেশির ভাগ স্কুলগাড়িই পারমিট নেয়নি। আমরা এত দিন অপেক্ষা করেছি। এ বার সরকার বেআইনি স্কুলগাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” |
মদনবাবু জানান, আজ, সোমবার থেকেই বেআইনি পুলকার বন্ধে অভিযান শুরু করবে পরিবহণ দফতর। মন্ত্রী বলেন, “৭ সেপ্টেম্বর অবধি রাস্তায় বেআইনি স্কুলগাড়ি ধরা পড়লে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা নেওয়া হবে এবং চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে। ৭ সেপ্টেম্বরের মধ্যে আমি সব বেআইনি স্কুলগাড়িকে পারমিট নিতে অনুরোধ করছি। তার পরে আমরা কিন্তু গাড়ি আটক করব।”
মন্ত্রীর কাছে এই আশ্বাস পাওয়ার পরেই এ দিন স্কুলবাস ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করেন হিমাদ্রীবাবু। তিনি বলেন, “আমরা বারবার পরিবহণমন্ত্রীকে বেআইনি স্কুলগাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়ে আসছিলাম। ওই দাবিতেই আমরা ধর্মঘট ডেকেছিলাম। পরিবহণমন্ত্রীর আজকের ঘোষণাকে সম্মান জানিয়ে আমরা মঙ্গলবার থেকে ডাকা ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
মন্ত্রীর ঘোষণায় অবশ্য সন্তুষ্ট নন স্কুলগাড়ি মালিকেরা। স্কুলগাড়ির মালিকদের সংগঠন পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আবির রায়ের দাবি, “শুধু বেআইনি স্কুলগাড়ি নয়, মন্ত্রী বেআইনি স্কুলবাসও আটক করুন। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু আমরা বহু দিন ধরেই বলছি, আমাদের পারমিট দেওয়া হোক। আলিপুর ছাড়া কোনও আঞ্চলিক পরিবহণের অফিস থেকেই তো পারমিট পাওয়া যাচ্ছে না। আমরা কী করব! অনেকের তো পারমিট ফি-ও জমা দেওয়া আছে। বেআইনি ভাবে আমাদের গাড়ি ধরলে আমরাও কিন্তু আন্দোলনে নামব।” |