বরাক
ব্রডগেজ প্রকল্প নিয়ে বিক্ষোভ
ব্রডগেজ প্রকল্পের কাজ থমকে থাকায় বরাক উপত্যকার মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ আন্দোলনের কর্মসূচি নিয়েছে ‘শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম সমিতি’।
হাইলাকান্দিতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী গৌতম রায়, শিলচরে আবগারি, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অজিত সিংহের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। আজ একই ধরনের কর্মসূচি হয়েছে করিমগঞ্জে সমবায় ও সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী সিদ্দেক আহমেদের বাড়িতেও।
ঘোষিত কর্মসূচি হওয়ায় বিক্ষোভ শুরুর আগেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন মন্ত্রীরা। শুক্রবার গৌতমবাবুর বাড়ির সামনে থেকে ১৫৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। ত্রুীড়ামন্ত্রীর বাড়ির প্রবেশপথে প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন রাখলেও বিক্ষোভে বাধা দেয়নি কাছাড় পুলিশ। সমিতির সদস্যরা মিছিল করে সেখানে পৌঁছন। তাঁদের দাবি নিয়ে স্লোগান দেন। বক্তাদের ভাষণের পর ঘণ্টাখানেকেই কর্মসূচির শেষ হয়।
‘শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম সমিতি’র আহ্বায়ক অজয় রায় বলেন, “রেল মন্ত্রক নিত্যনতুন অজুহাত তৈরি করছে। এ নিয়ে বরাক উপত্যকা থেকে নির্বাচিত মন্ত্রী-সাংসদ-বিধায়করা কোনও কথাই বলছেন না। তা-ই তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে।” মন্ত্রী গৌতম রায় ও অজিত সিংহ অবশ্য তাঁদের বিরুদ্ধে এ সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, গত মাসেও এ নিয়ে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে বৈঠক হয়েছে। উপত্যকার ১৫ জন বিধায়কের মধ্যে ১৪ জনই কংগ্রেসের। ওই দিন তাঁরা গগৈয়ের কাছে গিয়েছিলেন। বন বিভাগের ছাড়পত্র, জমি অধিগ্রহণ নিয়ে রেলমন্ত্রক রাজ্য সরকারকেই দোষারোপ করছেএ বিষয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। অজিতবাবুর দাবি, প্রধানমন্ত্রী মনমোহন সিংহও ওই প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছেন।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.