টুকরো খবর
কাটোয়ায় সিপিএমের জেলা পরিষদ সদস্য ধৃত
তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালানোর অভিযোগে কাটোয়া বাসস্ট্যান্ড থেকে সিপিএমের জেলা পরিষদ সদস্য বিপদতারণ মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি কাটোয়ার সরগ্রামে। রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২ অগস্ট কাটোয়ার সরগ্রাম পঞ্চায়েতের পুঁইনি গ্রামে তৃণমূল ও সিপিএমের মধ্যে গণ্ডগোল হয়। চলে বোমাবাজি ও বাড়ি ভাঙচুর। পুঁইনি গ্রামের তৃণমূল নেতা সব্যসাচী কোঁয়ার কাটোয়া থানায় অভিযোগ করেন, বিপদতারণ মণ্ডলের নেতৃত্বে সিপিএম কর্মীরা পুঁইনি গ্রামে হামলা চালিয়েছে। ভাঙচুর করা হয়েছে পুঁইনি গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য তপতী দত্তের বাড়িতে। এর আগেই পুলিশ গণ্ডগোলে জড়িত সন্দেহে ২ মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করে। ধৃতেরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। অভিযোগ অস্বীকার করে সিপিএমের পাল্টা দাবি, ২ অগস্ট বিপদবাবু গম ভাঙানোর জন্য সরগ্রাম থেকে সাইকেলে করে পুঁইনি গ্রামে গিয়েছিলেন। তখন তৃণমূল সমর্থকেরাই তাঁকে মারধর করে। সিপিএমের কাটোয়া জোনাল কমিটির সম্পাদক অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “পুলিশ মিথ্যা অভিযোগে আমাদের জেলা পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে।” তাঁর অভিযোগ, “আমরা আক্রান্ত হলাম। অথচ পুলিশ আমাদের নেতা-কর্মীদেরই গ্রেফতার করল।”

পুরনো খবর:
বর্ধমানে কংগ্রেস কার্যালয়ে আগুন
—নিজস্ব চিত্র।
শহরের একটি কংগ্রেস কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার বর্ধমান শহর আইএনটিইউসির সম্পাদক শেখ নাজির হোসেন বিষয়টি নিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাজির হোসেন জানান, শনিবার রাতে তাঁদের বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডের কমল সাগরের অফিসে আগুন লাগানো হয়। কাঠের দরজা ও কিছু দলীয় পতাকা পুড়েছে বলেও তাঁর দাবি। তাঁর অভিযোগ, পুরভোটে ওই ওয়ার্ড থেকে তাঁর প্রার্থী হওয়ার খবর পেয়ে এলাকায় সন্ত্রাস ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। তবে জেলা তৃণমূল নেতা মেহবুব রহমান বলেন, “পুরভোটে প্রতিটি ওয়ার্ডে আমরা জিতব। আমাদের কোনও ওয়ার্ডেই সন্ত্রাস করতে হবে না। ওই আগুন আপনাআপনিই লেগেছে। স্থানীয় পাহারাদার জল ঢেলে আগুন নিভিয়ে ফেলেছেন বলেও শুনেছি। এতে আমাদের কোনও হাত নেই।”

কালনায় দোকানে ডাকাতির চেষ্টা
একটি অলঙ্কার তৈরির দোকানে ডাকাতির চেষ্টা চালাল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালনা ২ ব্লকের জিউধারা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা ম্যাটাডরে চেপে ওই এলাকায় আসে। বিশ্বজিৎ কর্মকারের দোকানে ঢোকার চেষ্টা করে তারা। ভেঙে ফেলে দোকানের শাটার। এর পর কোলাপসিবল গেটের তালা ভাঙতেই স্থানীয় এক বাসিন্দা জেগে যান। তিনি হইচই শুরু করলে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। ওই সময় কালনা থানার একটি গাড়ি এলাকায় টহল দিচ্ছিল। তারা ওই ম্যাটাডরটিকে তাড়া করলে, সেটি ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীদল। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, ম্যাটাডরটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পড়ুয়াদের সাহায্য
নিজের উদ্যোগেই দীর্ঘ ১৮ বছর ধরে এলাকার কৃতী ও দুঃস্থ পড়ুয়াদের উৎসাহিত করছেন কেতুগ্রামের কান্দরা ব্যবসায়ী অমরচাঁদ কুণ্ডু। ব্যতিক্রম নেই এ বছরও। রবিবার কান্দরার রাধাকান্ত কুন্ডু মহাবিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্মাতক স্তরের ৮৭ জন কৃতীকে। ছিলেন ৬টি কলেজের অধ্যক্ষ, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানেওয়াজ, কেতুগ্রাম ১ ব্লকের বিডিও বিনয়কৃষ্ণ বিশ্বাস, কেতুগ্রামের আইসি আবদুল গফফর। অমরবাবু জানান, ১২ জনকে সাহায্য করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.