আজ ফাইনালে সামনে অস্ট্রেলিয়া ‘এ’
‘মাঠের বাইরে কী হচ্ছে, তা নিয়ে মাথা ঘামাতে চাই না’
তাঁকে নিয়ে দক্ষিণ আফ্রিকার মিডিয়াতেও ব্যাপক হইচই। তবু প্রচারের আলো লাগতে দিচ্ছেন না গায়ে। বরং ক্রিকেটেই ডুবে থাকতে চান শিখর ধবন। মঙ্গলবার প্রিটোরিয়া থেকে যখন ফোনে বলছিলেন, “আমি ক্রিকেট নিয়েই পড়ে থাকতে চাই। বাইরের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে চাই না”, তখন বেশ শান্ত তিনি। ২৪৮ রানের স্মরণীয় ইনিংসের উত্তেজনা যেন আগের দিন মাঠেই ফেলে রেখে এসেছেন।
তিনি নিজে নিরুত্তাপ হলে কী হবে, শিখরকে নিয়ে হইচইয়ের কমতি নেই। তাঁর অসাধারণ ইনিংস নিয়ে দেশে যেমন শোরগোল পড়ে গিয়েছে, বিদেশেও তাই। দক্ষিণ আফ্রিকা মিডিয়ায় অনেকটা জায়গা দখল করে নিয়েছেন শিখর। সে দেশে ফোন করে জানা গেল, সেখানকার কাগজেও শিখর বন্দনার শেষ নেই। প্রিটোরিয়ার একটা স্থানীয় কাগজে তো খেলার পাতার অর্ধেক জুড়ে শিখরের ছবিও রয়েছে। তবে এ সবে খুব একটা আগ্রহ নেই তাঁর। বললেন, “শুনেছি, তবে দেখিনি। কাগজ-টাগজ দেখি না বড় একটা। ও সব তো চলতেই থাকবে। আবার খারাপ খেললে আপনারাই আমার নামে খারাপ লিখবেন।”
লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড বইয়ে সচিন, সহবাগদের ওপরে তাঁর চলে যাওয়ার প্রসঙ্গ উঠতে যেন একটু লজ্জাই পেয়ে গেলেন। লজ্জা পেয়েই বললেন, “ধুস, সচিনপাজি, বীরুপাজির ইনিংসগুলো তো আন্তর্জাতিক ক্রিকেটে। ওগুলো অনেক বড় ব্যাপার। আমার এই ইনিংসের সঙ্গে তার কোনও তুলনাই হয় না। তবে এই ইনিংসটা স্পেশাল, কারণ, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওদের বিরুদ্ধে এমন একটা ইনিংস খেলা সহজ ব্যাপার ছিল না। সে জন্যই। ওসব নিয়ে আর ভাবছি না। এখন শুধু কালকের ফাইনাল নিয়ে ভাবছি। অস্ট্রেলিয়া বেশ ভাল দল। ওদের হারানো সোজা নয়।”
“শিখর, তোমার জন্য গর্বিত। ব্রিলিয়ান্ট নক। আমাদের সবার জন্য মানটাকে আরও উঁচুতে তোলার জন্য ধন্যবাদ।”
“শিখরের আসল পরীক্ষা স্টেইনের বিরুদ্ধে। ওর ব্যাটের হ্যান্ডলের ওপরের দিকে গ্রিপটা থাকে। অনেকটা অ্যালান ল্যাম্ব, মার্ক ওয়দের মতো। এই স্টান্সের জন্যই ওর ব্যাটিং দেখতে ভাল লাগে।”
বুধবার অস্ট্রেলিয়ার ‘এ’ দলের বিরুদ্ধে ফাইনাল। ভারতীয় ‘এ’ দলের ম্যানেজার, সিএবি-র যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় ফোনে বলছিলেন, “এখানকার ভারতীয়দের মধ্যে আমাদের ফাইনাল ম্যাচটা নিয়ে প্রচুর আগ্রহ দেখতে পাচ্ছি।”
ফাইনালের আগের দিন শিখরের সতীর্থরা অনেকে স্থানীয় মেনলিন মল-এ গেলেন শপিংয়ে। কয়েকজন গিয়েছিলেন ৪০ কিলোমিটার দূরে জোহানেসবার্গে, ফাইনালে খেলার জন্য জুতো আনতে। তখন ভারতীয় ক্রিকেটের নতুন ‘দিল্লি ড্যাশার’ কাটালেন জিমে।
সারা দিন ব্যস্ত থাকলেন আরও একটা যুদ্ধের জন্য নিজেকে তৈরি রাখতে।

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.