টুকরো খবর
পেনদের অনুশীলন ম্যাচ দেখতে ভিড় যুবভারতীতে
টোলগে-পেন যুগলবন্দির খেলায় পুরানো ঝলক। মহমেডানও ছন্দে। পেনদের অনুশীলন ম্যাচেই উপচে পড়া ভিড় যুবভারতীতে! সোমবার দুপুরে আজিজের মহমেডানের প্রতিপক্ষ ছিল টিএফএ। প্রদর্শনী ম্যাচ হলেও খেলা নিয়ে উত্তাপ তৈরি হয়েছিল। মুখে সাদা-কালো রং মেখে, হাতে মহমেডানের পতাকা নিয়ে হাজির হয়েছিলেন প্রায় আড়াই হাজার সমর্থক। দেখে মনে হচ্ছিল যেন মহমেডান লিগের কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে! টোলগের জোড়া গোল আর জোসিমারের গোলে ৩-০ টাটার বিরুদ্ধে জয়ের পর বাজি-পটকা ফাটিয়ে উৎসব শুরু হয়ে গেল। বেশি উচ্ছ্বাস ছিল জোড়া গোলদাতা টোলগেকে ঘিরে। উচ্ছ্বসিত টোলগে বলে দিলেন, “সমর্থকদের জন্যই তো অনুপ্রেরণা পাই। গোল করে তাই ভাল লাগছে।” সাদা-কালো কোচ আবদুল আজিজ অবশ্য দলের পারফরম্যান্সে পুরোপুরি খুশি নন। বললেন, “৩ গোল নয়, ১৩ গোলে জেতা উচিত ছিল। তবে অনুশীলন ম্যাচ। বোঝাপড়া বাড়ানোটাই প্রধান উদ্দেশ্য। আরও সংঘবদ্ধ ফুটবল খেলতে হবে।” খেলা দেখতে এসেছিলেন আই এম জি আর লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ রহিম নবি। তাঁকে সাদা-কালো সমর্থকরা ঘিরে ধরেন। অনুরোধ করেন, মহমেডান জার্সি পড়ে খেলার জন্য। নবি বলে যান, “ক্লাবের সঙ্গে ঝামেলা মিটুক। তার পর তো সই।”

পুরনো খবর:

বসিরহাটে খেলবে মহমেডান
কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাব ম্যাচ খেলবে বসিরহাটে। আগামী ১৪ অগস্ট বসিরহাট স্টেডিয়ামে কলকাতার টিমের মুখোমুখি হবে বসিরহাট নিউ বাণী সঙ্ঘ। রবিবার এক সাংবাদিক বৈঠকে এই খবর জানান, ফুটবলার ও নিউ বাণী সঙ্ঘের কর্মকর্তা দীপেন্দু বিশ্বাস। তিনি জানান, ওই দিন ম্যাচে খেলবেন টোলগে, পেন, জসিমার, লুসিয়ানো, জেরি। অসীম-সহ বেশ কিছু সিনিয়র ফুটবলার। ফুটবলপ্রেমীদের উৎসাহিত করতেই এই ধরনের ম্যাচের আয়োজন বলে উদ্যোক্তাদের বক্তব্য।

ইতির জোড়া পদক
২৭ তম মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জোড়া পদক পেলেন মেদিনীপুরের ইতি বর্মন। গত ২ থেকে ৯ অগস্ট কলম্বোয় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩৫ বছর বয়সের বিভাগে শট পাট এবং ডিসকাস থ্রো ইভেন্টে যোগ দেন ইতি। দুই ক্ষেত্রেই রুপো পান তিনি। মাস্টার্স স্পোটর্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক স্বদেশরঞ্জন পান বলেন, “মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতি জোড়া পদক পাওয়ায় আমরা সকলেই খুশি। আশা করি, উনি আগামী দিনে আরও পদক পাবেন।”



উডস আবার ব্যর্থ মেজরে

স্ত্রী আমান্ডার সঙ্গে পিজিএ চ্যাম্পিয়ন জেসন। সোমবার। ছবি:এপি
লাল শার্ট আর তাঁর খেলা দেখতে দর্শকদের হামলে পড়ার দৃশ্য একই ছিল। তবে পিজিএ ট্যুরে আবার যোগ হল ব্যর্থতার সেই চেনা ছবিটা। টাইগার উডস আবার ব্যর্থ মেজরে। ২০০৮ থেকে কোনও মেজরে সাফল্য পাননি। বিশ্বের এক নম্বর গল্ফার এ মরসুমে বেশ কয়েকটি টুর্নামেন্টে সাফল্য পেলেও মেজর অধরাই থেকে গেল। পিজিএ চ্যাম্পিয়নশিপ শেষ করলেন ৪০ নম্বরে। পিজিএ চ্যাম্পিয়নশিপ জিতলেন উডসের সতীর্থ জেসন ডাফনার। কেরিয়ারে এটাই ডাফনারের প্রথম মেজর খেতাব।

মাস্টার্সে নাদালের রজত জয়ন্তী
পেশাদার ট্যুরে হাজার পয়েন্টের মাস্টার্স খেতাব জয়ে নিজের বিশ্বরেকর্ড উন্নত করে রাফায়েল নাদাল ২৫ নম্বর মাস্টার্স জিতলেন। রবিবার রাতে মন্ট্রিয়লে রজার্স কাপ ফাইনালে কানাডার মিলোস রাওনিককে ৬-২, ৬-২ হারান নাদাল। এই জয়ের ফলে নাদাল বিশ্বর্যাঙ্কিংয়ে চার থেকে তিনে উঠলেন। তাঁর আগে জকোভিচ ও অ্যান্ডি মারে। চারে ফেরার। ফেডেরার পাঁচে। চোটের পর হার্ডকোর্ট মাস্টার্স জেতার আনন্দে নাদাল বলেছেন, “এখানে জিততে সর্বোচ্চ মানের টেনিস খেলতে হয়েছে। সেটা সফল ভাবে করে বুঝতে পারছি, ভবিষ্যতেও হার্ডকোর্টে এ রকমই ভাল খেলতে পারব।”

পুরনো খবর:

রুনির ‘চার্মিং’ হুমকি
ম্যাঞ্চেস্টার ইউনাউটেড ছেড়ে চেলসি যাওয়া পাকা ওয়েন রুনির। এই জল্পনা ছড়িয়ে পড়তেই টুইটারে প্রাণ নাশের হুমকি পেলেন ম্যান ইউ স্ট্রাইকার। ক্রুদ্ধ সমর্থকরা রুনিকে বিশ্বাসঘাতক বলতেও ছাড়েনি। মেসেজ যায় রুনির স্ত্রী কোলিন-এর কাছেও। অবশ্য হুমকির ব্যাপারটা দারুণ ভাবে সামলে নিয়েছেন কোলিন। তিনি পাল্টা জবাব দেন এবং তাতে জুড়ে দেন হুমকিটা খুব ‘চার্মিং’। এ দিকে, ম্যান ইউ কোচ ডেভিড মোয়েস বলেছেন, রুনিকে বিক্রি করা হবে না। বুধবার ওয়েম্বলি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্যও রুনিকে ছাড়ছেন তিনি।

পুরনো খবর:
ডোপ পরীক্ষায় ব্যর্থ ২৭৯
গত দু’বছরে দেশের ২৭৯ অ্যাথলিট নাডা-র ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। লোকসভায় এক প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহ এমনটাই জানিয়েছেন। ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, গত তিন বছরে জাতীয় ডোপ বিরোধী সংস্থা মোট ৯৮৯৮ পরীক্ষা করেছে। পাশাপাশি নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের কুফল নিয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা ও স্কুল স্তরেও প্রচার চালাচ্ছে নাডা।

শেলির সোনা পুনরুদ্ধার
উসেইন বোল্টের ১০০ মিটারে সোনা জয়ের ২৪ ঘণ্টা পরই মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকা-কে দ্বিতীয় সোনা এনে দিলেন শেলি অ্যান ফ্রেসার প্রাইজ। মেয়েদের ১০০ মিটারে ১০.৭১ সেকেন্ডে শেষ করে। দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন শেলি ২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেও ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষ করেছিলেন চতুর্থ স্থানে। আইভরি কোস্টের মোরিয়েলি আহোরে জেতেন রুপো (১০.৯৩) আর ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের কার্মেলিটা জেটার (১০.৯৪)।

শীর্ষে কার্তিকেয়নই
জাতীয় সাব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে শীর্ষে তামিলনাড়ুর মুরলী কার্তিকেয়নই। নবম রাউন্ডে বি রুমারনের সঙ্গে ড্র করে মুরলীর পয়েন্ট দাঁড়ায় ৭.৫। দীপ্তায়ন এই রাউন্ডে সিদ্ধান্ত মহামাত্রর সঙ্গে ড্র করে। কুমারন, সিদ্ধান্ত, অরবিন্দ চিতাম্বরম আর হর্ষ ভারাথাকোটির সঙ্গে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শীর্ষ বাছাই দীপ্তায়নও। মেয়েদের বিভাগে শীর্ষে ভি ভারনিশি (৭.৫)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.