আই লিগের ডার্বির দিন বদল চায় মোহনবাগান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের প্রথম ডার্বি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান।
আই লিগের খসড়া সূচি অনুযায়ী ২৬ অক্টোবর মুখোমুখি হওয়ার কথা ইস্টবেঙ্গল-মোহনবাগানের। কিন্তু মোহনবাগান কর্তারা পুজোর মাসে ডার্বি খেলতে রাজি নন। তাই তাঁরা ফেডারেশনের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন দেওয়ালির পর যেন ডার্বি ম্যাচ দেওয়া হয়। মোহন-সচিব অঞ্জন মিত্র বললেন, “উৎসবের মরসুমে খেলা পড়েছে। ওই সময় ম্যাচটা জমবে না। সবাই ব্যস্ত থাকবে পুজোর কাজে। সে জন্যই ফেডারেশনের কাছে ডার্বির তারিখ বদলের অনুরোধ করেছি।”
ফেডারেশন অবশ্য বাগানের যুক্তি মানছেন না। আই লিগ কমিটির সিইও সুনন্দ ধর বললেন, “২৬ অক্টোবর লক্ষ্মীপুজো হয়ে যাবে। সে সময় কালীপুজোও থাকবে না। মাঠ পেতেও সমস্যা হবে না। তা হলে খেলতে সমস্যা কোথায়?”
পাশাপাশি, আগামী ৬ অক্টোবর যুবভারতীতে পুণে এফসি-র বিরুদ্ধে ফেডারেশন কাপের প্রথম ম্যাচ নৈশালোকে খেলার জন্য এ দিনই ফেডারেশনকে সম্মতি জানিয়ে চিঠি পাঠাল মোহনবাগান।
|
সবুজ-মেরুন নৌকো
ছুটির মেজাজে। কোচ করিমের সঙ্গে ওডাফারা। সোমবার দুর্গাপুরে। ছবি: বিকাশ মশান |
এ দিকে, দুর্গাপুরে মোহনবাগানের আবাসিক শিবির চললেও চতুর্থ বিদেশির দেখা নেই। শোনা যাচ্ছে ক্যামেরুনের পল বিয়েগার ভিসা সমস্যা মিটে গিয়েছে। দিন চারেকের মধ্যেই তিনি এসে যাবেন।
এ দিন সকালে ‘রিকভারি সেশন’ হওয়ার পর বিকেলে ওডাফাদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন করিম। আবাসিক শিবিরের শেষ দিন বর্ধমানে জেলা একাদশের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে পারে মোহনবাগান। সচিব অঞ্জন মিত্র জানিয়েছেন, মঙ্গলবার সেই মাঠের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য বর্ধমান যাওয়ার কথা সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সবুজসঙ্কেত পেলে ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাগান। ৩১ অগস্ট হাওড়া স্টেডিয়ামে আরও একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা করিমের দলের। স্থানীয় দলের সঙ্গে। ওই দিনই সম্ভবত হাওড়া স্টেডিয়ামের নাম প্রয়াত শৈলেন মান্নার নামে উৎসর্গ করা হবে।
|
সভা পিছিয়ে দেওয়ার অনুরোধ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির সভা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানালেন ইউনাইটেড স্পোর্টসের দুই কর্তা নবাব ভট্টাচার্য ও অলোকেশ কুণ্ডু। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার। বুধবার শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় দুই কর্তাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। নবাববাবু বললেন, “আমরা এখনও দল করতে পারিনি। এই সব নিয়ে ব্যস্ত রয়েছি। তাই আইএফএ-কে অনুরোধ জানিয়েছি ৩১ অগস্টের পর শৃঙ্খলারক্ষা কমিটির সভা ডাকতে।”
|
পুরনো খবর: ক্লাব জোটের চাপ, আই লিগ আগের নিয়মেই |
|