বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানো যুগলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়াল নারায়ণগড়ের কুচলিতে। গ্রামবাসীরাই যুগলের দেহ গাছতলায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে। পুলিশের অনুমান, গৌরাঙ্গ দাস (৩৬) এবং অঞ্জলি মিশ্র (৩২) আত্মঘাতীই হয়েছেন। স্থানীয় সূত্রের খবর, দু’জনেই বিবাহিত। তার পরেও নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তুলেছিলেন। গৌরাঙ্গ আবার সিপিএমের গ্রাম পঞ্চায়েত সদস্য। অঞ্জলি ওই এলাকারই একশো দিনের কাজের সুপারভাইজার। কাজের সূত্রেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তবে ঠিক কী কারণে যুগলে আত্মঘাতী হলেন, তা বুঝতে পারছেন না গ্রামবাসীরা।
|
‘ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক মিট, ২০১১’-য় যোগ দিতে আমেরিকা গিয়েছেন খড়্গপুরের রেলকর্মী ইতি বর্মন। ক্যালিফোর্নিয়ায় ৫-১৭ জুলাই আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। ইতিদেবী শটপুট ও ডিসকাস থ্রো’য় যোগ দেবেন। গত বছর মালয়েশিয়ায় ‘এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ’-এ দু’টি স্বর্ণপদক জিতেছিলেন ইতিদেবী। ক্যালিফোর্নিয়ার প্রতিযোগিতাতেও তিনি সফল হবেন বলে আশাবাদী খড়্গপুর সেরসা-র স্পোর্টস অফিসার রজনিশ সিংহ। |