টুকরো খবর
রাজধানীতে দরবার উত্তরপূর্বের প্রতিনিধিদের
কার্বি আংলং-এ কার্ফু, ডিমা হাসাওয়ে বন্ধ, নামনি অসমে ১৫০০ ঘণ্টা বন্ধ—পৃথক রাজ্যের দাবিতে অসমের বিভিন্ন প্রান্তের ছবিটা আজ ছিল এমনই। এই পরিস্থিতিতেই আলাদা রাজ্যের দাবি নিয়ে দিল্লি পৌঁছলেন ‘কার্বি স্বায়ত্ত্বশাসিত পরিষদ’-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়রাম এংলেং এবং ‘ডিমা হাসাও স্বায়ত্ত্বশাসিত পরিষদ’-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা কংগ্রেস নেতা দেবজিৎ থাওসেন। তাঁদের সঙ্গে রয়েছেন পরিষদীয় সদস্যরাও। দু’টি জেলার সমস্ত সাংসদ এবং বিধায়কও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। তাঁরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে পৃথক কার্বি আংলং ও ডিমা হাসাও রাজ্যর দাবি জানানো হবে। একই দাবিতে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন। ডিমা হাসাও জেলায় কাল সন্ধ্যায় শেষ হয়েছিল ৩৬ ঘণ্টার বন্ধ। আজ ভোরে ফের ১০০ ঘণ্টার বন্ধ শুরু হয় সেখানে। ডিমাসাদের জন্য পৃথক রাজ্যের দাবিতে শুক্রবার সকাল পর্যন্ত দোকান-হাট, অফিস-আদালত বন্ধ রাখার আর্জি জানিয়েছে হিল স্টেট ডেমোক্র্যাটিক পার্টি (এইচএসডিপি)। এইচএসডিপি-র উপসভাপতি রথীন্দ্র থাওসেনের দাবি, প্রথম দিনেই বন্ধ সফল। আগামী কাল থেকে রেল লাইন অবরোধ করা হবে। আজ কার্বি আংলং-এ ফের একটি বাগানে আগুন লাগানো হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ডিফুতে কার্ফু শিথিল করা হয়। গোষ্ঠীদ্বন্দ্বে জখম কার্বি জঙ্গি সংগঠন কেপিএলটি-র সাধারণ সম্পাদকের মৃত্যুর জেরে বন্ধ ডেকেছে কেপিএলটি। ঈদের জন্য ৬০ ঘণ্টার বন্ধের সময়সীমা কমিয়ে ৪৮ ঘণ্টা করেছে আবসু। ইউডিপিএফ দেড় হাজার ঘণ্টার অসম বন্ধ ডেকেছে। ওই বন্ধ সমর্থন করেছে আলোচনাপন্থী এনডিএফবি ও ৫৫টি বড়ো সংগঠনের যৌথ মঞ্চ।

পুরনো খবর:

মণিপুরে অপহৃতদের মুক্তি দিল জঙ্গিরা
কলকাতার দুই ইঞ্জিনিয়ার-সহ অপহৃতদের সবাইকেই মুক্তি দিল মণিপুরের জঙ্গিরা। বৃহস্পতিবার ইরিল নদীর বাঁধের নির্মাণস্থল পরিদর্শন করে ফেরার রাস্তায় তাঁদের অপহরণ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, গতকাল কলকাতার একটি নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়ার অভিজিৎ সিংহ ও দেবজিৎ সিংহকে ছেড়ে দেয় জঙ্গিরা। আজ মুক্তি পান বাকিরা। জঙ্গিদের ডেরা থেকে ফিরে অভিজিৎবাবুরা জানান, মুক্তির আগে জঙ্গিরা বলে শত্রুতা তাঁদের সঙ্গে নয়, সেচ বিভাগের সঙ্গে। অপহৃতদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করেছিল অপহরণকারীরা। জঙ্গলের ঘাঁটি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তাঁদের। এরপর গাড়িতে তোলা হয়। ইম্ফলের কাছাকাছি একটি জায়গায় দু’জনকে নামিয়ে দেওয়া হয়েছিল। আজ দু’জনই কলকাতায় রওনা দেন। তবে তাঁরা জানিয়েছেন, ফের ইম্ফলে এসে তাঁরা ওই বাঁধের কাজ শেষ করবেন।বৃহস্পতিবার পূর্ব ইম্ফলের ডোলাইথাবিতে ইরিল নদীর বাঁধের নির্মাণস্থল তদারক করে ফেরার সময় ফুখাও এলাকার তেরাপুর রোডে সাতজনকে অপহরণ করেছিল জঙ্গিরা। অভিজিৎবাবুদের সঙ্গে ছিলেন সেচ দফতরের ইঞ্জিনিয়ার এন কর্ণাচার্য এবং এন সুরচন্দ্র। ছিলেন স্থানীয় ঠিকাদার সানাইয়ামা শর্মা, দুটি সরকারি গাড়ির চালক। আজ ওই পাঁচজনকে মুক্তি দেয় জঙ্গিরা। পুলিশ সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ তাঁরা ইম্ফল পৌঁছান। অপহরণকারীরা নিজেদের ‘পিইউএলএফ’ জঙ্গি বলে দাবি করেছিল। কিন্তু, মুক্তি পাওয়া লোকেদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা মনে করছেন, সংঘর্ষবিরতিকে থাকা ‘কুকি রেভেলিউসনারি আমির্’ই এই ঘটনা ঘটিয়েছে। এ জন্য কোনও মুক্তিপণ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনিক কর্তারা কিছু বলতে চাননি।

পুরনো খবর:

আজও বনধ কোকরাঝাড়ে
পৃথক কামতাপুর রাজ্যের দাবি এবং কোচ রাজবংশীদের তফসিলি জাতিতে অর্ন্তভুক্ত করার দাবিতে সারা অসম কোচরাজবংশী ছাত্র সংস্থা আক্রাসু-র হিতেশ রায় গোষ্ঠীর ডাকা, ৩৬ ঘন্টা কামতাপুর বন্ধে ধুবুরি জেলার জনজীবন বিপর্যস্ত হয়েছে। সোমবার সকাল ৫টা থেকে আজ, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। এদিন বন্ধের জেরে জেলার অধিকাংশ এলাকায় যানবাহন, দোকানপাট, স্কুল কলেজ বন্ধ ছিল। ধুবুরি শহরে বন্ধের প্রভাব পড়েনি। বনধ চলাকালীন ধুবুরির চাপর এবং গোলকগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর গাড়ির চাকা জ্বালিয়ে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা। ধুবুরির বগরিবাড়ি এবং গোলকগঞ্জের ৩১ নম্বর অবরোধ করা হয়। জেলার চাপর এলাকায় বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙা হয়। বরোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক বিটিএডি-র কোকরাঝাড় জেলা পৃথক রাজ্যে গঠনের দাবিতে ‘নিখিল বড়ো ছাত্র সংস্থা’ (আবসু)-র ৪৮ ঘন্টা অসম বন্ধের কোকরাঝাড় জেলার জনজীবন বিপর্যস্ত হয়েছে। সকাল ৫টা থেকে বুধবার সকাল ৫টা পর্যন্ত বন্ধের ডাক দেওয়া হয়েছে।

ফের জেএনইউ-এ আক্রান্ত ছাত্রী
আতঙ্কের রেশ কাটতে না কাটতেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের আক্রান্ত ছাত্রী। একটা সপ্তাহও যায়নি, জেএনইউ-এর ক্লাসরুমে সহপাঠিনীকে ছুরি দিয়ে কুপিয়ে ছিলেন এক ছাত্র। তার পর আত্মঘাতী হয়েছিলেন সকলের সামনেই। এ বার অবশ্য শেষটা তেমন হয়নি। স্প্যানিশ ভাষা নিয়ে পড়েন বছর কুড়ির মেয়েটি। থাকেন বিশ্ববিদ্যালয় চত্বরেই ছাত্রাবাসে। রবিবার সন্ধে নাগাদ হস্টেলের বাইরে তাঁকে দেখা করার জন্য ডেকে পাঠান পুরনো বন্ধু অভিনেন্দ্র জৈন। আগে মেয়েটির সঙ্গে পড়ত বিহারের বাসিন্দা অভিনেন্দ্র। জেএনইউ-এরই প্রাক্তন ছাত্র সে। তরুণীর দেখা মিলতেই তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করা শুরু করে অভিনেন্দ্র। শ্লীলতাহানি করে তাঁর। বেপরোয়া ভাবে চড় মারতে থাকে তরুণীকে। এই সবটাই কিন্তু ঘটছিল বন্ধুদের সামনেই। পরে তাঁরাই পুলিশকে ঘটনার বর্ণনা দেন। বন্ধুরা এ-ও জানান, মেয়েটিকে শ্বাসরোধ করে মারার চেষ্টাও করেছিল অভিনেন্দ্র। তার মুখে তখন অকথ্য গালাগালি, হুমকি। আক্রান্ত তরুণী পুলিশকে পরে জানান, অভিনেন্দ্রের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। অন্য কোনও পুরুষের সঙ্গে মেয়েটিকে কথা বলতে বারণ করে দিয়েছিল অভিনেন্দ্র। কিন্তু সে কথা মানেননি মেয়েটি। পুলিশের সন্দেহ, সেই রাগেই মেয়েটির শ্লীলতাহানি করে অভিনেন্দ্র।

পুরনো খবর:

মোদীকে কুখ্যাত বলে বিকল্প জোট গড়ার ডাক
প্রধানমন্ত্রী পদে বিজেপির মুখ নরেন্দ্র মোদীকে কুখ্যাত ব্যক্তি বলে মনে করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগামী লোকসভা নির্বাচনে মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে দেশ মেনে নেবে না, বিজেপি এবং কংগ্রেস দু’দলকেই প্রত্যাখ্যান করবে বলে মনে করেন বুদ্ধবাবু। তিনি জানান, এই পরিস্থিতিতে বিকল্প কর্মসূচির ভিত্তিতে বিভিন্ন দলকে একজোট করে সরকার গঠনের চেষ্টা করবে সিপিএম। কংগ্রেসের শাসনে দেশে গরিব আরও গরিব হচ্ছে এই অভিযোগ করে সোমবার মহাজাতি সদনে দলীয় এক অনুষ্ঠানে বুদ্ধবাবু বলেন, “অন্যদিকে কুখ্যাত ব্যক্তিকে সামনে আনা হয়েছে। নরেন্দ্র মোদী। তাঁকে আমি কুখ্যাত ব্যক্তিই বলব।” কিছু সংবাদমাধ্যম মোদীকে দেশের নেতা হিসাবে তুলে ধরতে চাইছে, তা জানিয়ে বুদ্ধবাবু বলেন, “দেশের মানুষ এই কুখ্যাত ব্যক্তিকে কখনওই প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না।” প্রয়াত জ্যোতি বসু বিজেপিকে ‘বর্বর পার্টি’ বলতেন। তা নিয়ে বিতর্ক হয়েছিল। এ বার মোদীকে কুখ্যাত বলে নতুন করে বিতর্ক সৃষ্টি করলেন বুদ্ধবাবু। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই কুখ্যাত ব্যক্তি বলে পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেন, “উনি তো নিজেই কুখ্যাত। নন্দীগ্রামে গুলি চালিয়ে মানুষ খুন করার পরে সারা বাংলার মানুষ ওঁকে ধিক্কার দিয়েছিল। ওঁর কথার কোনও গুরুত্ব নেই।”

বন্ধ কোচি বিমানবন্দর, ধসে মৃত ১১
প্রবল বৃষ্টিপাত ও তার জেরে ধস নামায় প্রায় চোদ্দো জনের মৃত্যু হল কেরলে। এর মধ্যে দুই মহিলা ও দুই শিশু-সহ ন’জনেরই মৃত্যু হয়েছে সোমবার। নিখোঁজ বহু। কেরল প্রশাসন সূত্রে খবর, সোমবারের এই ঘটনায় মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে ইদুক্কি ও সংলগ্ন কয়েকটি জেলা। পরিস্থিতি সামলাতে তিরুঅনন্তপুরমে মুখ্যমন্ত্রী উমেন চান্ডি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। একই সঙ্গে আপাতত ইদুক্কির পাহাড়ি এলাকায় না যাওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। রবিবার থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে কেরলের কিছু এলাকায়। ফলে পেরিয়ার নদীর জলস্তর বাড়ছিলই। এ দিন জলের তোড় সামলাতে খুলে দেওয়া হয়েছিল এড়ামালায়ালার বাঁধ। ফলে জল ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়। কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে জলমগ্ন হয়ে পড়ায় দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ রাখা হয় সেটি। অবতরণের জায়গা না থাকায় ঘুরিয়ে দেওয়া হয় দুটি উড়ানের অভিমুখও। এর মাঝেই ইদুক্কির বিপর্যয়। উদ্ধার কাজে ইতিমধ্যেই সেনা ও নৌবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

বন্ধ গাড়িতে আটকে শিশু
চড়া রোদে রাস্তার ধার ঘেঁষে ঠায় দাঁড়িয়ে একটা গাড়ি। দরজা তো বন্ধই, এমনকী কাচ তোলা সবক’টা জানলারও। কিছু ক্ষণ পর ওই গাড়ির ভিতর থেকেই ভেসে এল আর্তনাদ। আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, বন্ধ গাড়ির মধ্যে চিৎকার করে কাঁদছে বছর তিনেকের এক শিশু। সোমবার পশ্চিম অম্বরনাথের স্টেশন রোডের ঘটনা। শেষমেশ তাঁদের মধ্যে থেকেই এক জন ফোন করেন পুলিশে। খবর যায় দমকলের কাছেও। শেষ পর্যন্ত কাচ ভেঙে শিশুটিকে বাইরে নিয়ে আসেন দমকল কর্মীরা। বন্ধ গাড়িতে অক্সিজেনের অভাবে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল আগেই। তার উপর কান্নাকাটির ধকল যোগ হওয়ায় উদ্ধারের সময় নিস্তেজ হয়ে পড়েছিল শিশুটি। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে আসে বাচ্চাটির বাবা-মা। শিশুটির মায়ের দাবি, ছেলে ঘুমোচ্ছে দেখে চালকের কাছে তাকে রেখে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। গাড়ির চালক আবার জানিয়েছেন, বাচ্চাটিকে গাড়িতে রেখে খেতে গিয়েছিলেন তিনি। আর তার মধ্যেই এত কাণ্ড। ঘটনা জানার পরে শিশুটিকে বাবা-মা’র হাতে তুলে দেয় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনায় চালকের শাস্তি হওয়া উচিত ছিল। তা না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ।

নির্যাতিতাদের নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের
প্রতি দিনই দেশের কোনও না কোনও প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। এই পরিস্থিতিতে নির্যাতিতা মহিলাদের জন্য ক্ষতিপূরণ হিসেবে টাকার বদলে কেন্দ্র বিশেষ কোনও প্রকল্পের কথা চিন্তাভাবনা করছে না কেন এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। গত বছর ফেব্রুয়ারিতে ইনদওরে দুই স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ১৬ দুষ্কৃতীর একটি দল। মোবাইলে এই ঘটনার ভিডিও করে রাখে দুষ্কৃতীরা। অভিযোগ, সেই ভিডিও পরে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। মধ্যপ্রদেশ হাইকোর্ট এই ঘটনায় ওই দুই নির্যাতিতার প্রত্যেককে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টে মামলা উঠলে সোমবার বিচারপতি আর এম লোধী এবং বিচারপতি মদন বি লকুরের বেঞ্চ হাইকোর্টের রায় খারিজ করে ওই দুই নির্যাতিতার প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য মধ্যপ্রদেশ সরকারকে নির্দেশ দেয়।

সরকারি কর্তার বাড়িতে গ্রেনেড হানা
কৃষি দফতরের এক অফিসারের বাড়িতে জঙ্গিদের ছোঁড়া গ্রেনেড বিস্ফোরণে তাঁর স্ত্রী এবং মেয়ে জখম হয়েছেন। গত রাতে ঘটনাটি ঘটে ইম্ফলের কোয়াইথেল মোইরাং পুরেল এলাকায়। পুলিশ জানিয়েছে, পেইবাম শরত নামে ওই সরকারি কর্তার বাড়িতে গ্রেনেড হামলা করা হয়। বিস্ফোরণে তাঁর স্ত্রী সরোধনী এবং মেয়ে ক্যাথরিন গুরুতর আহত হন। তাঁদের দেহে একাধিক স্প্লিন্টারের আঘাত লেগেছে।

প্রসূনের শপথ
সংসদে তিনিই প্রথম ফুটবলার। সোমবার শপথ নিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন ফুটবলার প্রসূন জানালেন, “আজ গোটা দেশের ফুটবল সমাজ খুব খুশি। অনেকে অভিনন্দন জানিয়ে ফোন করেছেন।” তাঁদের মধ্যে রয়েছেন জেভিয়ার পায়াস, গৌতম সরকার, সমরেশ চৌধুরী, আই এম বিজয়ন।

পুরনো খবর:

মারধরে হত যুবতী
প্রেমিকের বেধড়ক মারধরে মৃত্যু হল এক যুবতীর। আজ ঘটনাটি ঘটে উদালগুড়ির নাওবান্ধা এলাকায়। গণপিটুনিতে আহত অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পুলিশ জানায়, নিহতের নাম সুখমণি বরাইক। অভিযোগ, বাহান মাঝি নামে এক যুবক আচমকা লাঠি দিয়ে তাঁকে মারধর করে। স্থানীয় সূত্রের খবর, তাঁরা একে অপরের পরিচিত ছিল। কী কারণে সুখমণির উপর হামলা করা হল তা স্পষ্ট নয়।

বাড়ি ফিরল ছাত্র
বাড়িতে ফিরল হাইলাকান্দির অপহৃত স্কুলছাত্র। বুধবার সন্ধ্যায় রামনাথপুরের চরাইবাঁক থেকে দশম শ্রেণির পড়ুয়া রিয়াজুল হক চৌধুরীকে তুলে নিয়ে যায় সশস্ত্র দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, বছর ষোলোর ওই ছাত্রের বাবা, ব্যবসায়ী আনোয়ার হুসেনের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পুলিশ জানায়, পুলিশ-সিআরপি বাহিনীর যৌথ অভিযানের জেরে অপহৃতকে ছেড়ে পালায় দুষ্কৃতীরা।

মেঘালয়ে যৌন নিগ্রহ
মেঘালয়ের দুই জেলায় আজ দু’টি যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, পশ্চিম গারো হিলের ডালুতে এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বছর চোদ্দোর এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ গারো হিলের আরেংগ্রে গ্রামে মূক-বধির এক যুবতীকে যৌন নিগ্রহের অভিযোগে এক ব্যক্তিকে ধরেছে পুলিশ।

নদীতে নিখোঁজ ৩
বুড়িদিহিং নদীতে তলিয়ে গেলেন তিন যুবক। গতকাল ঘটনাটি ঘটে তিনসুকিয়া জেলায়। পুলিশ জানায়, শিবের পুজো দিতে যাচ্ছিলেন তিনজন। নদীতে স্নান করতে নেমে তাঁরা তলিয়ে যান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.