টুকরো খবর |
ঝাড়খণ্ডে গণধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাজ্যের দুই জেলায় দু’টি গণধর্ষণের অভিযোগ উঠেছে। একটি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হলেও, অন্যটিতে আজ রাত পর্যন্ত কাউকে ধরা যায়নি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গুমলার চৈনপুরে একটি গাড়িতে যাচ্ছিলেন এক তরুণী। মাঝরাস্তায় ওই গাড়িতে ওঠে দুই যুবক। বেন্ধোরার কাছে গাড়ি থামিয়ে দেয় চালক। অভিযোগ, এরপর তিন জন মিলে ওই তরুণীকে গণধর্ষণ করে। অন্য ঘটনাটি ঘটে হাজারিবাগের ইচাকে। পুলিশ জানিয়েছে, ওই রাতে তিন ছাত্রীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে তিন যুবক গণধর্ষণ করে। শুক্রবার সকালে ছাত্রীদের উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানান, অভিযুক্তদের মধ্যে এক যুবকের সঙ্গে এক ছাত্রীর মেলামেশা ছিল। সেই যুবকই ওই তিনজনকে ওই ঘরে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
|
সুস্থ আছেন অপহৃতরা, দাবি পুলিশের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মণিপুরে অপহৃত কলকাতার দুই ইঞ্জিনিয়ার-সহ সাতজন সুস্থ রয়েছেন বলে দাবি করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পূর্ব ইম্ফলের ডোলাইথাবি থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, সেচ দফতর অপহরণকারীদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তল্লাশি অভিযান শুরু করতে রাজ্য সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে নিরাপত্তাবাহিনী। তদন্তকারীরা জেনেছেন, কুকি অধ্যুষিত সেনাপতি জেলার সাপারমেইনা এলাকায় রয়েছেন অপহৃতরা। বৃহস্পতিবার নির্মাণস্থল পরিদর্শন করে গাড়িতে ফিরছিলেন কলকাতার একটি সংস্থার ইঞ্জিনিয়ার অভিজিত্ সিংহ, দেবজিত্ সিংহ। ফুখাও এলাকার তেরাপুর রোডে গাড়ি আটকে তাঁদের অপহরণ করা হয়। ঘটনার দায় স্বীকার করেছে পিইউএলএফ।
|
বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার
সংবাদসংস্থা • মুম্বই |
গুজরাত মহারাষ্ট্রের চেয়ে এগিয়ে গিয়েছে বলে মনে করলে গুজরাতিরা সেখানেই গিয়ে থাকতে পারেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা নীতেশ রানে। মুম্বইয়ের কিছু আবাসনে গুজরাতিরা কেবল নিরামিষাশীদের থাকতে দেন বলে দাবি প্রাক্তন মন্ত্রী নারায়ণ রানের ছেলে নীতেশের। পুরো মুম্বইকে নিরামিষাশী করে তোলার বদলে গুজরাতিরা নিজেদের রাজ্যে ফিরে যেতে পারেন বলে টুইটারে মন্তব্য করেছেন তিনি। তা নিয়ে শনিবার প্রশ্ন করা হলে নীতেশ জানিয়েছেন, তিনি সব গুজরাতিকে মহারাষ্ট্র ছাড়তে বলেননি। যাঁদের নরেন্দ্র মোদীর রাজত্ব ভাল লাগে তাঁরা চলে গেলেই পারেন।
|
ডাইনি অপবাদে অত্যাচার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ডাইনি অপবাদে কুকুরের বিষ্ঠা খাওয়ানো হল এক ব্যক্তিকে। মেঘালয়ের পূর্ব খাসি হিল জেলার ঘটনা। পুলিশ জানায়, শিলং-এর মাওটিং সোহরিংখাম গ্রামের বাসিন্দা ৪৬ বছর বয়সী হালোরসিংকে ঘরে বন্ধ করে অত্যাচার করা হয়। গত কাল তাঁর পরিজনরা অভিযোগ জানান। পূর্ব খাসি হিলের এসপি এম খারক্রাং জানান, এক মহিলা-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের কয়েক জন অভিযোগকারীর আত্মীয়। দিন দশেক আগে ওই জেলাতেই নোপিং খোংসিট নামে এক ব্যক্তিকে ডাইনি অপবাদে একইভাবে অত্যাচার করা হয়।
|
গণপিটুনিতে মৃত্যু
সংবাদসংস্থা • গুয়াহাটি |
তোলাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত হল দু’জন। ঘটনাটি ঘটেছে পূর্ব গারো পাহাড়ের মাংসাং এলাকায়। পুলিশ জানায়, আকিল ডি সাংমা এবং লাকিস্টোন সি মোমিন নামে দুই যুবক গারো জঙ্গি সংগঠনের সদস্য সেজে টাকা আদায় করছিল। তখনই গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলেন। শুরু হয় গণপিটুনি। পুলিশ তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
|
কাশ্মীরে সংঘর্ষে হত জওয়ান
সংবাদসংস্থা • শ্রীনগর |
জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে এক জওয়ান নিহত হয়েছেন। নিহত হয়েছে দুই জঙ্গিও। সেনা সূত্রে খবর, শুক্রবার রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু-কাশ্মীরে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। তখনই সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয় এক জঙ্গি। শনিবার নিহত হয়েছে তার সঙ্গী।
|
কাশ্মীরে ভূকম্প
সংবাদসংস্থা • শ্রীনগর |
শনিবার কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের ডোডা ও কিস্তওয়ার। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৫.২। ভূকম্পে ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন দু’জন। |
|