ন্যু কাম্পে প্রথম নেমেই মাতিয়ে দিলেন নেইমার। সদ্য প্রাক্তন ক্লাব সান্তোস-এর বিরুদ্ধে প্রীতি ম্যাচে বার্সেলোনার ঘরের মাঠে ‘ওয়ান্ডার কিড’ গোল না পেলেও দুটো গোল করালেন। যার প্রথমটা, দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে ‘আইডল’ মেসির সঙ্গে পাস খেলে ফাব্রেগাসকে বল সাজিয়ে দেওয়া। এই প্রথম মেসির পাশে একই সঙ্গে মাঠে দেখা গেল নেইমারকে। দেখা গেল ১৫ মিনিটের যুগলবন্দি। ৬৩ মিনিটে মেসি মাঠ ছাড়েন। তার আগেই একটি গোল করে ফেলেছেন বার্সার রাজপুত্র। তিন মিনিট পরই সান্তোসের বক্সের কোনাকুনি নেইমার পাস থেকে ফাব্রেগাসের দ্বিতীয় গোল। ৮৯ মিনিটে জোরালো শট বারপোস্টে না লাগলে স্কোরার লিস্টে ‘বার্সেলোনার বোমা’-র নামও নিশ্চিত ভাবে থাকত। তাতেও অবশ্য বার্সার ৮-০ সান্তোস বধ আটকাল না। |
শরীরের ওজন বাড়ানোর জন্য এখন বিশেষ প্রশিক্ষণে রয়েছেন সাওপাওলোর সুপারস্টার। যাতে আক্রমণে ওঠার সময় ডিফেন্ডারদের কড়া ট্যাকল নিয়ে বেশি মাথা না ঘামাতে হয়। অবশ্য ব্যাপারটাকে সে রকম গুরুত্ব দিচ্ছেন না তিনি। “ব্রাজিলে এই ব্যাপারটা আরও ভয়ানক। এখানে অতটা কড়া ট্যাকলের মুখে পড়তে হয়নি,” বলেন নেইমার। পাশাপাশি পোল্যান্ডের পর ন্যু কাম্পেও গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন তিনি। বলে দেন, “এ রকম সব প্লেয়ারের পাশে খেলার সুযোগ পাওয়াটাই বিরাট ব্যাপার। সেস, জাভি, আমার আইডল মেসি তো জিনিয়াস। হ্যাঁ এটা ঠিক এই ম্যাচেও গোল করতে পারিনি। তবে সেটা নিয়ে খুব বেশি ভাবছি না। গোল আসবে।” |
নেইমার
আমার আইডল মেসি। ও তো জিনিয়াস। সবাই জানে বিশ্বের সেরা
ফুটবলারও। ওর সঙ্গে সবসময় কথা বলি, শেখার চেষ্টা করি। |
|
ম্যাচে নামার আগেও মেসি-মুগ্ধতা গোপন করার চেষ্টা করেননি নেইমার। “মেসির সঙ্গে আমার দারুণ সম্পর্ক। প্রত্যেক দিনই কথা হয়। মেসি বিশ্বের সেরা ফুটবলার। প্রচণ্ড সম্মান করি মেসিকে,” বলেন নেইমার। সান্তোসের কোচ ক্লদিনেই অলিভেইরা আবার মুগ্ধ নেইমারে। অবশ্য ব্রাজিলে প্রতিদ্বন্দ্বী ক্লাব কোরিন্থিয়ান্সের জার্সি পরা এক সমর্থকের হঠাৎ মাঠে ঢুকে পড়া আর নেইমারের দিকে তেড়ে যাওয়ার প্রসঙ্গ তিনি এড়িয়ে যান। বলেন, “নেইমার গ্রেট একটা ম্যাচ খেলল। এখনও নতুন ক্লাবের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। তবে ভাল খেলেছে।” আর দলের নতুন আর্জেন্তিনীয় কোচ মার্টিনো কী বলছেন? “শারীরিক সক্ষমতার দিক থেকে নিজের সেরা জায়গায় যেতে হলে এখনও নেইমারের কয়েকটা ট্রেনিং সেশন প্রয়োজন। তবে ম্যাচটায় খুব ভাল খেলেছে।”
|