পুরুলিয়া-বাঁকুড়া |
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ও কলকাতা: ২৯ তারিখে বদলির নির্দেশ। ৩০-শে নতুন কাজে যোগ। আর ৩১-শে অবসর। এই তিনটে দিন কেমন যেন ঘোরের মতো কেটে গেল বনশ্রী দাশগুপ্তের। নতুন স্কুলে মাত্র দু’দিন প্রধান শিক্ষিকা হিসাবে থেকেই কর্মজীবনে অবসর নিলেন বনশ্রীদেবী। অথচ সল্টলেকের বেগম রোকেয়া মেমোরিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা বনশ্রীদেবী সোমবার (২৯ জুলাই) শিক্ষা দফতরের নির্দেশ পেয়েছিলেন যে, মঙ্গলবারই তাঁকে পুরুলিয়ার রাষ্ট্রীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব নিতে হবে। |
অবসরের মুখে বদলি শিক্ষিকা,
নতুন স্কুলে কাটল স্রেফ দু’দিন |
|
পরিবর্তনে যদি
কিছু হয়, আশায় ভোট |
রাজদীপ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: প্রায় চার দশকের সাজানো বাগান শুকিয়ে গিয়েছে এক ধাক্কায়। আড়াই বছর আগের বিধানসভা নির্বাচনেই তার ইঙ্গিত মিলেছিল। এ বার পঞ্চায়েত ভোটে বাঁকুড়ার গ্রামাঞ্চলও মুখ ফিরিয়ে নিয়েছে। আর এমন ভাবে ফিরিয়েছে যে, রাতারাতি তাঁদের ঘুরে দাঁড়ানোটা অসম্ভবআড়ালে মানছেন জেলা সিপিএম তথা বাম নেতৃত্ব। |
|
পুরুলিয়ায় বিরোধীও
হতে ব্যর্থ বামেরা |
বাঘমুণ্ডিতে
নেপাল-জাদু |
|
তৃণমূল প্রার্থীর বাড়িতে ‘হামলা’, ধৃত দুই সিপিএম কর্মী |
|
বীরভূম |
ভোট মিটতেই তৃণমূলে যোগ চার সিপিএম প্রার্থীর
নিজস্ব সংবাদদাতা, খয়রাশোল: সিপিএম ৪, তৃণমূল ৪। পঞ্চায়েত নির্বাচনের পর খয়রাশোল পঞ্চায়েতের ফলাফল
ছিল সমান সমান। ফলে কোন দল পঞ্চায়েতের ক্ষমতা দখল করবে সেটা নিয়ে সংশয় ছিল।
বুধবার সিপিএমের প্রতীকে
জেতা চার জন নির্বাচিত সদস্য তাঁদের দলে যোগ দেওয়ায় সমীকরণ সহজ হল বলে দাবি করেছেন খয়রাশোল ব্লকের
প্রভাবশালী তৃণমূল নেতা আশোক ঘোষ। তাঁর দাবি, “ওই পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা এ বারও সিপিএমের
প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য ভূপেন ঘোষের নেতৃত্বে দলবদল করেছেন সিপিএমের ওই নির্বাচিত সদস্যরা। |
|
ফের নগরীর ক্ষমতা দখল করল সিপিএম |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|