তৃণমূলের এক পরাজিত পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে তাঁর স্ত্রী-র শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় সিমলাপাল থানার ধাদকিডাঙা গ্রামের ঘটনা। হামলায় গুরুতর জখম তৃণমূল প্রার্থীর বাবা ও ভাই। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ স্থানীয় দুই সিপিএম কর্মী রঞ্জিত দুলে ও গোরাচাঁদ ঘোষকে গ্রেফতার করে। বুধবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
জেলা তৃণমূলের অন্যতম সম্পাদক দিলীপ পণ্ডার অভিযোগ, “মণ্ডলগ্রাম পঞ্চায়েতের ধাদকিডাঙা বুথে দীপক সেবাইত আমাদের দলের প্রার্থী হওয়ার পর থেকে সিপিএম হুমকি দিচ্ছিল। ওই বুথে সিপিএম জিতেছে। এর পরই সিপিএমের একদল কর্মী দীপকের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। বাধা দিতে গেলে দীপকের বাবা ও ভাইকে কাটারির কোপ মারে।” তিনি জানান, খবর পেয়ে স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। রাতে পতিতপাবনকে বাঁকুড়ায় পাঠানো হয়। দীপকবাবুর অভিযোগ, “ভোটে হেরে যাওয়ার পর থেকে সিপিএমের লোকেরা আমাকে নানা ভাবে হেনস্থা করার চেষ্টা করছিল। বাবা ও ভাইকে মারধর করে ওরা আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টাও করেছে।” রাতেই তিনি স্থানীয় কয়েকজন সিপিএম কর্মীর বিরুদ্ধে সিমলাপাল থানায় অভিযোগ দায়ের করেন। তবে সিপিএমের সিমলাপাল জোনাল সম্পাদক বিদ্যুৎ বিশ্বাসের দাবি, “ও রকম কোনও ঘটনাই ঘটেনি। মিথ্যা অভিযোগে আমাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে।” |