টুকরো খবর
গায়ে অ্যাসিড পড়ে জখম পাঁচ ছাত্রী
বল কুড়োতে গিয়ে স্কুলের ছাদে থাকা শৌচাগার পরিষ্কার করার জন্য ব্যবহৃত অ্যাসিড বোতল নীচে ফেলে দেয় এক ছাত্র। তাতেই অল্পবিস্তর জখম হল ৫ ছাত্রী। বুধবার মাড়গ্রাম থানার কড়কড়িয়া জয়তারা বিদ্যাপীঠের ঘটনা। অ্যাসিডের ছিঁটেয় জখম ছাত্রীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার জন্য অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন। স্কুলের কাজে এ দিন প্রধান শিক্ষক বাইরে ছিলেন। সহকারী শিক্ষক মল্লনাথ মুখোপাধ্যায় বলেন, “ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র কাউকে জখম করার উদ্দেশ্যে এই কাজ করেনি। খেলার ছলে পড়ে থাকা বোতলটি ফেলে দিয়েছিল বলে, সে জানিয়েছে।” এ ব্যাপারে অভিযোগ হয়নি। জখম এক ছাত্রীর বাবার কথায়, ছোট ছেলের ব্যাপার তাই অভিযোগ করছি না। কিন্তু ছাদে শৌচাগার পরিষ্কার করার অ্যাসিড বোতল এল কী করে? মল্লনাথবাবু বলেন, “পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী স্কুলে ছিল। তাদের ফেলে রাখা অ্যাসিডের বোতল পড়ে ছিল।” বাহিনী চলে গিয়েছে। তার পরেও নজরে পড়েনি কেন? প্রধান শিক্ষক সুনীলবরণ রায় বলেন, “যে ছাদে বল কুড়োতে গিয়েছিল ছাত্রটি, ওখানে ওঠার জন্য সিঁড়ি নেই। ছাদে কেউ যায়ও না। তাই নজরে আসেনি।” তবে স্কুল পরিচালন কমিটির সম্পাদক নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, “যাই ঘটুক। দায় এড়ানো যায় না। ভবিষ্যতে আমরা আরও বেশি সতর্ক হব।”

শিক্ষিকাদের কাজিয়ায় বন্ধ পঠনপাঠন, তালা
শিক্ষিকাদের কাজিয়ায় পঠনপাঠন থেকে মিড-ডে মিল বিলি শিকেয় উঠল রামপুরহাট থানার দখলবাটি প্রাথমিক বিদ্যালয়ে। ক্ষোভে অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন। বুধবারের ঘটনা। স্কুল সূত্রে খবর, পড়ুয়ার সংখ্যা ২০১। তিন শিক্ষিকার মধ্যে ঝামেলা দীর্ঘদিনের। মাঝে মধ্যে অভিভাবকেরা সেই ঝামেলা মেটালেও এ দিন তা চরমে পৌঁছয়। গ্রামবাসী রবিউল হক, রিপণ শেখরা বলেন, “শিক্ষিকারা যদি নিজেদের মধ্যে ঝামেলা করে, তা হলে ছেলেমেয়েরা কী শিক্ষা পাবে। তাই প্রশাসনের কাছে নিজেদের ঝামেলা মিটিয়ে স্কুল করাটাই ভাল। সে কারণে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয়েছি।” অবর বিদ্যালয় (রামপুরহাট পূর্ব চক্র) পরিদর্শক কিশোক মণ্ডল বলেন, “ভোটের আগে দু’বার ঝামেলা মিটিয়েছি। প্রধান শিক্ষিকা-সহ অন্য শিক্ষিকাদের, তাঁদের সমস্যার কথা চেয়ারম্যানকে লিখিত ভাবে জানাতে বলেছি। এ দিনের ঘটনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।” কিশোরবাবুর যুক্তি, “এক জন শিক্ষক ওই স্কুলে দরকার। সাত দিনের মধ্যে নিয়োগ করার ব্যবস্থা করছি।”

লাইনচ্যুত বগি
বুধবার সকালে চাতরা ও মুরারই স্টেশনের মাঝে সাহেবগঞ্জ-বর্ধমান লুপ লাইনে মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় দু’ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হল। ডাউন লাইনে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।

রেণু খুন মামলা
তদন্তকারী অফিসার অসুস্থ। তাই রেণু সরকার খুনের মামলায় তাঁর তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণ হবে আগামী ৫ অগস্ট। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় অতিরিক্ত জেলা জজ মানস বসুর এজলাসে বুধবার হাজির হতে পারেননি তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষ। এ দিনই খুনের মামলায় অন্যতম অভিযুক্ত পিন্টু দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।”

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.