অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার খুনের মামলায় তদন্তকারী পুলিশ অফিসারের দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ হল শনিবার। বোলপুর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক মানস বসুর এজলাসে সাক্ষ্য নেওয়া হয়। সরকার পক্ষের আইনজীবী তপনকুমার দে জানান, তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষ খুনের পরে রেণুদেবীর চুরি যাওয়া মোবাইল ফোন সম্পর্কে আদালতে বিশদে জানান। ৯ জুলাই ফের তাঁর সাক্ষ্য নেওয়া হবে। ২০১২ সালের ১৩ জানুয়ারি শান্তিনিকেতনের বাগানপাড়ার বাড়িতে রেণুদেবী (৭৮) খুন হন। ওই খুনের ঘটনায় পুলিশ বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদার-সহ এলাকার পরিচিত দুষ্কৃতী মঙ্গল সাহানি ও পিন্টু দাসকে আগেই গ্রেফতার করেছে। |
ইট-পাটকেল ছুড়ে পুলিশ কর্মীদের জখম করে দুই জুয়াড়িকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসী। শনিবার জয়পুরের পালনঝা গ্রামের ঘটনা। জখম হন থানার আইসি অরুণ বাগদি-সহ তিন পুলিশকর্মী।
|
পাইপগান-সহ শুক্রবার এক যুবক গ্রেফতার হল কোটশিলা থানার ডুড়গুতে। ধৃত মদন মুড়ার বাড়ি ঝালদার মেরেন্ট গ্রামে। শনিবার আদালত তাকে জেলহাজতে পাঠায়। |