সুদীপ্ত সেনের ফের জেল হাজতের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে চেয়েও তিন দিনের মাথায় সোমবার আরামবাগ আদালতে তুলল পুলিশ। এ দিনের শুনানির পরে বিচারক সৌরভ দে সুদীপ্ত সেনকে সাত দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেন। সুদীপ্তের আইনজীবী জয়ন্ত চট্টোপাধ্যায় জানান, আরামবাগ থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ সুদীপ্ত সেনকে জেরা করেও কোন তথ্যপ্রমাণ পায়নি। খালি হাতের লেখা প্রমাণের জন্য আবেদন করেছে। আরামবাগ থানায় একটি মামলায় গত শুক্রবার সুদীপ্ত সেন-সহ সারদা গোষ্ঠীর দেবযানী মুখোপাধ্যয়, অরবিন্দ চৌহান, মনোজকুমার নাগেল এবং অরবিন্দ দাসকে আরামবাগ আদালতে তোলা হয়। বিচারক সৌমিত্র গঙ্গোপাধ্যায় সুদীপ্ত সেনকে ১০ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকিদের ১০ দিন জেল-হাজত হয়।
পুরনো খবর: বিধ্বস্ত চেহারা, একগাল দাড়ি নিয়ে আদালতে সুদীপ্ত
|
লটারিতে জয়ী পঞ্চায়েতের নির্দল প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
লটারিতে মলয়পুর-২ পঞ্চায়েতের একটি আসনে জিতলেন নির্দল প্রার্থী। ৯ নম্বর বুথের ওই আসনে তৃণমূল প্রার্থী দিলীপ মালিক এবং নির্দল প্রার্থী শ্যামসুন্দর মালিক দু’জনেরই প্রাপ্ত ভোট ২৮২। পর্যবেক্ষক নবকুমার বসাকের উপস্থিতিতে টানটান উত্তেজনার মধ্যে হল লটারি। ছ’টি কাগজের টুকরোর মধ্যে চারটিতে ছিল ক্রশ চিহ্ন। বাকি দু’টিতে দুই প্রার্থীর নাম। কাগজ তুলতে বলা হয়েছিল ব্লক প্রশাসনের কর্মী দেবাংশু সাহাকে। প্রথম বারেই তিনি শ্যামসুন্দর মালিকের নাম লেখা কাগজের টুকরো তোলেন। হেরে যাওয়া দিলীপ মালিকের আক্ষেপ, “এ তো ছেলেবেলার চোর-পুলিশ খেলার মতো হয়ে গেল।”
|
আরামবাগ গার্লস কলেজের গণনাকেন্দ্রে হঠাৎ জ্ঞান হারালেন মায়াপুর-১ পঞ্চায়েতের এক নির্দল প্রার্থীর প্রতিনিধি জয়দেব ধাড়া। রক্তচাপ কমে গিয়েছিল। |