টুকরো খবর |
ব্যাঙ্কে ভাঙচুর স্কুল পড়ুয়াদের
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
স্কলারশিপের জন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়েছিল হাইলাকান্দির কয়েকটি স্কুলের পড়ুয়ারা। অভিযোগ, মাস দু’য়েক ধরে বারবারই ব্যস্ততার কথা বলে তাদের সাহায্য করছিলেন না ব্যাঙ্কের ম্যানেজার। সোমবার আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের আলগাপুর শাখায় ভাঙচুর করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলায়। অভিযোগ, লাঠিচার্জে পাঁচজন ছাত্র জখম হয়েছে। এ ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন। পড়ুয়াদের অভিযোগ, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ছাড়া ‘মাইনরিটি স্কলারশিপ’-এর জন্য আবেদন করা যাচ্ছিল না। এ কথা ব্যাঙ্কের ম্যানেজারকে জানালেও লাভ হয়নি। শনিবার দল বেঁধে ব্যাঙ্কে যায় বড়নগদ গার্লস হাইস্কুল এবং পণ্ডিত নারায়ণ নাথ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীরা। তারা ব্যাঙ্ক ম্যানেজার কবির আহমেদকে ঘেরাও করে। ম্যানেজার সোমবার অ্যাকাউন্ট খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘেরাও মুক্ত হন। পুলিশ সূত্রের খবর, আজ ফের ব্যাঙ্ক যায় ওই ছাত্রীরা। তাদের সঙ্গে ছিল বড়নগদ বয়েজ স্কুলের পড়ুয়ারাও। ম্যানেজার ব্যস্ততার কথা বলে তাদের ফিরে যেতে বলতেই ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ব্যাঙ্কের চেয়ার-টেবিল-কম্পিউটার ভেঙে দেয়। ম্যানেজার কবীর আহমেদ বলেন, ‘‘ছাত্রদের দাবি ন্যায্য। কিন্তু কাজের চাপ থাকায় একসঙ্গে দেড়-দু’শো অ্যাকাউন্ট খোলা সম্ভব হচ্ছিল না। কয়েকদিনের মধ্যেই পর্যায়ক্রমে ওই কাজ করে দিতাম। কিন্তু এই ঘটনা ঘটল।’’ হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক দেবাশিস চক্রবর্তী জানান, লাঠিচার্জ-সহ পুরো ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|
তিস্তা চুক্তি জরুরি, মত বিদায়ী বিদেশসচিবের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তিস্তা এবং স্থলসীমান্ত চুক্তি নিয়ে সমস্যা এখনই মেটা প্রয়োজন বলে মনে করেন বিদায়ী বিদেশসচিব রঞ্জন মাথাই। ওই বিষয় নিয়ে দেশে ঐকমত্য তৈরি করতে গত এক বছর ধরে চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি। আর আটচল্লিশ ঘণ্টা পরেই বিদেশসচিব হিসেবে তাঁর ইনিংস শেষ করছেন মাথাই। তিনি জানিয়েছেন, ২০১২ সাল থেকে বিদেশ মন্ত্রক সব বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে। স্থলসীমান্ত চুক্তি কেন প্রয়োজন তা প্রেজেন্টেশন দিয়ে বোঝানো হয়েছে। তিস্তা চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সম্প্রতি ভারত সফরের সময়ে স্থলসীমান্ত চুক্তি নিয়ে বিজেপি নেতা অরুণ জেটলির সঙ্গে কথা বলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণিও। গাঁধীনগরে ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিতে গুজরাত গিয়েছিলেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম। তখন নরেন্দ্র মোদীর সঙ্গেও স্থলসীমান্ত চুক্তি নিয়ে কথা বলেন তিনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই গুজরাত সফরের বিষয়টি সাউথ ব্লককে আগে থেকেই জানানো হয়েছিল। তবে স্থলসীমান্ত চুক্তি সমর্থন করা নিয়ে বিজেপি কোনও পাকা কথা দেয়নি। ২৫ তারিখ শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। স্থলসীমান্ত চুক্তিটি পাশের জন্য এখন ওই অধিবেশনের দিকেই তাকিয়ে রয়েছে কেন্দ্র ও বাংলাদেশ সরকার।
পুরনো খবর: রাজ্যের স্বার্থ রক্ষা করেই চুক্তি, তিস্তার জলবণ্টনে সায় মমতার
|
কোর্ট অ্যাম্বুল্যান্সে
নিজস্ব সংবাদদাতা • আমদাবাদ |
ইশরাত জহান মামলায় অভিযুক্ত গুজরাতের এডিজিপি পিপি পাণ্ড্য সোমবার কোর্টে এলেন অ্যাম্বুল্যান্সে করে। এ দিন সকালেই বুকে ব্যথা হওয়ায় তাঁকে চন্দ্রমণি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের করা এফআইআর খারিজ করার আবেদন জানান পাণ্ড্য। তারই শুনানি ছিল। সুপ্রিম কোর্টও তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। তাই এ দিন হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে কোর্টে আসেন পাণ্ড্য।
পুরনো খবর: ইশরাত মামলায় সিবিআই-আইবি সংঘাত তুঙ্গে
|
পুকুরে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। সোমবার ঘটনাটি ঘটে নগাঁও জেলার ননৈ গ্রামে। পুলিশ জানায়, মৃতদের নাম রূপম এবং রিদীপ দাস। তাদের পরিজনরা পুলিশকে জানান, দু’জনই সাঁতার জানত না। কাউকে না-বলেই পুকুরে যায় তারা। হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়।
|
ধর্ষিতার ছবি প্রকাশ, বিতর্ক
সংবাদসংস্থা • আমদাবাদ |
ধর্ষিতা নাবালিকার ছবি প্রকাশ করে বিতর্কে জড়াল গুজরাত সরকার। শুক্রবার জামনগরে ধর্ষণের শিকার হয় সাত বছরের বালিকা। সোমবার ছবি প্রকাশ করে তার পরিচয় ফাঁস করে দেয় তথ্য দফতর। এই কারণে তথ্য দফতরের কাছে জবাবদিহি চেয়েছে গুজরাত সরকার। মেয়েটিকে অটোরিকশার মধ্যে তারই দূর সম্পর্কের আত্মীয় রাম কানা চৌহান ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। মেয়েটির বাবা-মার কাছ থেকে অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক মহিলা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃতদেহ। সোমবার সকালে লাকদি-কা-পুল এলাকার একটি লজ থেকে। মৃত মহিলার নাম কে পল্লবী (২৬)। লজ মালিক জানিয়েছেন, রবিবার সকালে বেঙ্গালুরু থেকে এখানে এসেছিলেন পল্লবী। তার পর সারা দিন তিনি ঘর থেকে বের হননি। সোমবার সকালেও কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, হতাশা থেকেই আত্মহত্যা করেছেন তিনি।
|
মেয়েকে মেরে বিষ খেল বাবা
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
দেড় বছরের মেয়েকে কুয়োয় ফেলে খুন করল এক ব্যক্তি। বিশালগড়ের নেহালচন্দ্রনগরের ঘটনা। অনুমান, আর্থিক অনটনে ছিল পরিবারটি। মেয়েকে খুন করার পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে তপন ভুঁইয়া।
|
উষ্ণতম কাশ্মীর
সংবাদসংস্থা • শ্রীনগর |
প্রচণ্ড গরমে হাঁসফাঁস কাশ্মীর। সোমবার ছিল শ্রীনগরের উষ্ণতম দিন। পারদ ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। গরমের সঙ্গে চলছে বিদ্যুৎ বিপর্যয়ও। |
|