ভাড়াটে গুন্ডা দিয়ে বিস্ফোরণ হতাশ আলফার, মত গগৈয়ের
তাশাগ্রস্ত হয়ে অসমের উন্নয়ন রুখতে চাইছে পরেশ বরুয়া — পল্টনবাজারে গ্রেনেড বিস্ফোরণের প্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।
আজ তিনি বলেন, “বাইরের শত্রুর মদত এবং চাপে অসমে আঘাত হানছে আলফা। আসলে তারা ক্ষয়িষ্ণু শক্তি। নাম জিইয়ে রাখতেই ভাড়াটে গুণ্ডা দিয়ে চিনা গ্রেনেড ফাটিয়ে নিরীহ মানুষকে হত্যার চেষ্টা করছে পরেশ বরুয়ার দল। তারা অসমের উন্নয়ন রুখতে চায়। তারা চায়, এ রাজ্যে যাতে কর্মসংস্থান কমে। ভাবমূর্তি নষ্ট হয়। তবে ওই উদ্দেশ্য সফল হবে না।”
প্রশাসনিক সূত্রের খবর, গতকালের গ্রেনেড বিস্ফোরণে জখম ১৪ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুয়াহাটি শহরে জারি হয়েছে ১৪৪ ধারা। পুলিশও জানিয়েছে, পল্টনবাজারে বিস্ফোরণ ঘটিয়েছে ভাড়াটে গুন্ডারাই। চিনা গ্রেনেড ব্যবহার করা হয়।
গত বছর সেপ্টেম্বর মাসে পল্টনবাজারে ওই একই জায়গায় পুলিশ-চৌকি ‘টার্গেট’ করে বিস্ফোরণ ঘটিয়েছিল আলফা। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নাশকতা রুখতে শহরের ৯১টি জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কিন্তু, গতকালের বিস্ফোরণের পর জানা গিয়েছে, সংবেদনশীল জায়গা বলে চিহ্নিত পল্টনবাজারেই কোনও ক্যামেরা ছিল না।
জখম তিন বাস্কেটবল খেলোয়াড়। ছবি: উজ্জ্বল দেব।
হাসিমারা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে অসমে বাস্কেটবল খেলতে আসা দলের জখম তিন ছাত্রী এবং অন্যদের বিমানে বাগডোগরা পাঠানোর ব্যবস্থা করে রাজ্য প্রশাসন। তাদের সঙ্গে ছিলেন এক চিকিৎসকও। গ্রেনেড বিস্ফোরণে জখম জয়িতা ঝা, পিয়া রাই জানায়, গতকালই রাত ১০টার অবধ-অসম এক্সপ্রেসে গুয়াহাটি থেকে বাড়িতে রওনা দিত তারা। পল্টনবাজারে নৈশাহার করার সময়ই বিস্ফোরণ ঘটে। এক ছাত্রী বলে, “হঠাৎ একটা কিছু আমাদের দিকে ছুঁড়ে দেওয়া হল। তারপরই প্রচণ্ড আওয়াজ। অনেকের গায়ে কিছু ধাতব জিনিস ঢুকে যায়। গলগলিয়ে রক্ত বের হচ্ছিল।”
২৩, ২৪ জুলাই লখিমপুর এবং কার্বি আংলং-এ তিনটি বিস্ফোরণের পরপরই গতকাল পল্টনবাজারে জঙ্গিহানা নিয়ে বৈঠক করে ‘ইউনিফায়েড কম্যান্ড’ (উত্তর-পূর্বে সন্ত্রাস রুখতে সেনা, আধাসেনা, পুলিশ, প্রশাসনের মিলিত বিশেষ মঞ্চ)। গোয়েন্দা সতর্কবার্তার পর উচ্চ সতর্কতা জারি হলেও কী ভাবে এ সব ঘটনা ঘটল তা নিয়ে সেখানে আলোচনা করা হয়। আজ সন্ধ্যায় পুলিশ প্রধানের সঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রীও।
ডিজি জয়ন্তনারায়ণ চৌধুরির দাবি, পরেশ বরুয়ার ঘনিষ্ঠ আলফা নেতা দৃষ্টি রাজখোয়ার পরিকল্পনামাফিক গতকালের গ্রেনেড হামলা হয়েছে। তিনি আরও জানান, স্বাধীনতা দিবসের আগে আলফা (স্বাধীন) আরও নাশকতা ঘটানোর চেষ্টা করতে পারে। বিস্ফোরণস্থল ঘুরে দেখার পরে ওই পুলিশকর্তা বলেন, “মোটরসাইকেল থেকে গ্রেনেড ছোঁড়া হয়েছে কী না তা স্পষ্ট নয়।” বিস্ফোরণের জেরে গুয়াহাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোটরসাইকেলে দু’জন সওয়ারি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.