তাঁকে প্রার্থী করার ব্যাপারে প্রাথমিক চিন্তাভাবনা করেও পরে পিছিয়ে এসেছিল দল। তার পরেও সিপিএম নেতা প্রদীপ সাহার পঞ্চায়েত এলাকায় নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় এল তাঁর দল। পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে সব ক’টিতেই জয়ী হয়েছেন সিপিএম প্রার্থীরা, যা এ বার অন্তত পক্ষে কালনা মহকুমায় একেবারে ব্যতিক্রমী ঘটনা। জেলে থাকায় প্রদীপবাবুর প্রতিক্রিয়া মেলেনি, তবে তাঁর দলের নেতাদের দাবি, প্রদীপবাবুর প্রতি ‘অন্যায়’-এর প্রতিবাদ ব্যালটের মাধ্যমে দিয়েছেন এলাকাবাসী। তৃণমূলের অবশ্য এই হারের পিছনে প্রদীপবাবু কারণ বলে মানতে চায়নি।
পূর্বস্থলী ২ ব্লকের দশটি পঞ্চায়েতের মধ্যে গত বার তৃণমূল ছ’টি, সিপিএম দু’টি এবং বিজেপি দু’টি পঞ্চায়েত দখল করেছিল। এ বার সেখানে তৃণমূল পাঁচটি, সিপিএম তিনটি এবং বিজেপি একটি পঞ্চায়েত দখল করেছে। বাকি একটি পঞ্চায়েতে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয়েছে। কালেখাঁতলা ২ পঞ্চায়েত গত বারও সিপিএমের দখলে ছিল। সে বার ১২টি আসনের মধ্যে তৃণমূল এবং বিজেপি একটি করে জিতেছিল। গত বিধানসভা ভোটে পূর্বস্থলী উত্তর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায় জয়ী হলেও এই পঞ্চায়েত এলাকায় সিপিএম-ই বেশি ভোট পেয়েছিল। এ বার এই পঞ্চায়েতের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। কিন্তু সিপিএম ছাড়া কেউ কোনও আসনে জেতেনি। |
লাল উচ্ছ্বাস। —নিজস্ব চিত্র। |
২০১২-এর ১০ জানুয়ারি নবদ্বীপের হাসপাতালে প্রহৃত টিএমসিপি নেতাকে দেখতে গিয়ে খুন হন পূর্বস্থলীর তৃণমূল নেতা সজল ঘোষ। সেই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয় পূর্বস্থলীর কুলকামিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা পূর্বস্থলী ২ লোকাল সম্পাদক প্রদীপবাবুকে। তার পর থেকেই তিনি জেলে। বেশ কয়েক বার জামিনের আবেদন করলেও তা নাকচ করেছে আদালত। তারই মধ্যে এ বার পঞ্চায়েত ভোটের আগে প্রদীপবাবুকে প্রার্থী করার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছিল সিপিএম। পরে অবশ্য তাঁর পরিজনেরা রাজি না হওয়ায় দল আর এগোয়নি।
প্রদীপবাবুকে গ্রেফতার করার পরে তাঁর স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বড় ব্যবধানে জেতেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। এ দিন ফল বেরোতে দেখা যায়, প্রদীপবাবুর পঞ্চায়েত এলাকায়, সব ক’টি আসনই দখল করেছে সিপিএম। প্রদীপবাবুর আদি বাড়ি পারুলিয়ায়। সেখানে রয়েছে ৫টি বুথ। সব ক’টি বুথেই সিপিএম প্রার্থীরা জিতেছেন দু’শোর বেশি ভোটে। পূর্বস্থলী জোনাল সম্পাদক সুব্রত ভাওয়ালের দাবি, “পারুলিয়া এলাকায় তৃণমূল পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে প্রচারে এনেছিল। কালেখাঁতলা ২ পঞ্চায়েতে জেতার ব্যাপারে মরিয়া ছিল তৃণমূল। তা সত্ত্বেও এই পঞ্চায়েতে তৃণমূলকে ধুয়েমুছে সাফ করে দিয়েছেন এলাকাবাসী। এতেই প্রমাণিত, প্রদীপের উপরে যে অন্যায় হয়েছিল ব্যালট বাক্সে তার জবাব দিলেন মানুষ।”
তৃণমূল অবশ্য কালেখাঁতলা ২ পঞ্চায়েতে হারের নেপথ্যে প্রদীপবাবুর কোনও ভূমিকার কথা মানতে চায়নি। বিধায়ক তপনবাবুর বক্তব্য, “ওই পঞ্চায়েতে আমরা ভাল ফল করিনি ঠিকই। তবে কেন বিপর্যয় তা খতিয়ে না দেখা পর্যন্ত বলা যাবে না।” পূর্বস্থলী ২ পঞ্চায়েতের সামগ্রিক ফলে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি।
|
মেমারিতে গোনা বন্ধ, ফের ভোট
নিজস্ব সংবাদদাতা • মেমারি |
মেমারি ২ ব্লকের বেশ কয়েকটি বুথে নতুন করে ভোট নেওয়া হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ফের ভোট গ্রহণ হবে ১ অগস্ট। ৩ অগস্ট হবে গণনা। সোমবার ওই ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গণনা বন্ধ করে দেওয়া হয়। পাহাড়হাটি গোলাপমণি হাইস্কুলে দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে এক দল লোক গণনাকেন্দ্রে ঢুকে পড়ে। অতিরিক্ত জেলাশাসক অমিত দত্ত জানান, বেশ কিছু ব্যালট তারা ছিনিয়ে নেয়। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “এখানে অন্তত ৫০টি বুথে নতুন করে ভোট নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে। অন্তত ৪টি গ্রাম পঞ্চায়েতে প্রথম রাউন্ডের গণনা শেষ হওয়ার পরে গোলমাল বাধে। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ব্যালট বাক্সগুলি রাখা ছিল স্ট্রং রুমে।” এই ঘটনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রের সামনে সিপিএম এবং তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তিন জন তৃণমূল কর্মী আহত হয়ে বর্ধমান মেডিক্যালে ভর্তি আছেন। |