দূষণবিধি ভঙ্গের নালিশ,
মানতে নারাজ এসার |
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পরিবেশ বিধি ভঙ্গের অভিযোগ ওঠায় এসার অয়েল কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখা এবং পাঁচ লক্ষ টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা করার নির্দেশ দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদ। এক জমিমালিকের অভিযোগের তদন্ত করে গত ১৫ জুলাই এই নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার সংস্থা সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, কোনও বেনিয়ম হয়নি। যাবতীয় অনুমোদন নিয়েই কাজ হচ্ছে। |
|
গন্ধ ছড়ানোয় পুরকর্মীদের কাজে বাধা |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: কয়েক দিন বৃষ্টির পর দু’দিন ধরে রোদ হতেই ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। তার উপর পুর কর্মীরা ডাম্পার দিয়ে আবর্জনার স্তূপ ঘাটায় আরও বেশি করে দুর্গন্ধ ছড়াচ্ছে অভিযোগ তুলে কাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলা ১০টা নাগাদ ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া চয়নপাড়া, বৈকুন্ঠপল্লি-সহ আশপাশের এলাকার মহিলারা ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে কাজ করতে বাধা দেন। |
 |
|
 |
ট্রাক আটকে দু’টন
রক্তচন্দন উদ্ধার কাঁথিতে |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|