টুকরো খবর |
আসামি ছিনতাই করতে আদালতে বোমা হাজিপুরে
নিজস্ব সংবাদদাতা • পটনা |
একেবারে ফিল্মি কায়দায় আদালত চত্বরে বোমা ফাটিয়ে বিচারাধীন আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তার শাগরেদরা। তবে শেষ পর্যন্ত পালাতে পালাতেও ফের পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত আসামি। আজ সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে হাজিপুর জেলা আদালত চত্বরে। পুলিশ জানিয়েছে, আজ শান্তলাল শাহ নামে ওই অপরাধীকে আদালতে হাজির করার দিন ছিল। সকাল ১১টা নাগাদ অভিযুক্ত আদালত চত্বরে হাজির হওয়ার পরেই সেখানে পর পর দু’টি বোমা ফাটায় অভিযুক্তের শাগরেদরা। গোটা এলাকা ধোয়ায় ভরে যায়। আতঙ্কে লোকজন ছুটোছুটি করতে থাকে। সেই সুযোগে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ওই অপরাধী পুলিশ হেফাজত থেকে পালাতে যায়। কিন্তু সতর্ক পুলিশকর্মীরা তাকে ধরে ফেলে। এখানেই ফিল্মি চিত্রনাট্যের সঙ্গে ঘটনার অমিল। তার শাগরেদ, দুষ্কৃতীরা অবশ্য পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় অতিরিক্ত পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে উদ্ধার হয় আরও দু’টি তাজা বোমা। অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ গুপ্ত বলেন, “ওই অভিযুক্তকে বের করে নিয়ে যাওয়ার জন্যই তার শাগরেদরা এই পরিকল্পনা করেছিল। দুষ্কৃতীদের খোঁজে অভিযুক্তকে জেরা করা হবে।”
|
পটনায় উদ্ধার বোমা তৈরির মশলা, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • পটনা |
গাঁজা বিক্রির সন্দেহে দু’জনকে ধরেছিল পুলিশ। পটনার মালাসালামি এলাকার একটি গুদাম থেকে ৬০-৬৫টি বস্তাও উদ্ধার করা হয়। কিন্তু বস্তা খুলে অবাক তদন্তকারীরা। গাঁজা নয়, তাতে ভরে রয়েছে গন্ধক। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা জানায়, বোমা তৈরির মশলা পাচার করে তারা। তাদের কাছ থেকে ‘জিনিসপত্র’ কেনে মাওবাদীরাও। তদন্তকারীরা জানান, গাঁজা বিক্রি করার অভিযোগে আজ সকালে রাজু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। সত্যিটা জানার পর বখতিয়ারপুর এলাকায় রাজুর ঘর থেকে তিনটি বস্তা উদ্ধার হয়। এরপর মালসালামির গুদামে হানা দেয় পুলিশ। সেখানে খোঁজ মেলে আরও ৬১টি বস্তার। গ্রেফতার করা হয় আরও একজনকে। সব মিলিয়ে প্রায় ৩২ কুইন্টাল গন্ধক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিহারের জামুইয়ের মাওবাদী ডেরা এবং ঝাড়খণ্ডেও বোমার মশলা পাচারের ‘ব্যবসা’ ছড়িয়েছিল রাজুরা। তাদের সঙ্গে অন্য কারও যোগসাজস রয়েছে কি না, তা দেখছে পুলিশ।
|
ইশরাত জঙ্গি কি না, উত্তর এড়ালেন শিন্দে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ইশরাত জহানকে নিয়ে বিতর্ক কাটছে না কিছুতেই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি তার রিপোর্টে আগেই দাবি করেছিল, ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী ডেভিড হেডলি জেরায় স্বীকার করে নিয়েছিল যে ইশরাত লস্কর-ই-তইবা জঙ্গি। এনআইয়ের ফাঁস হয়ে যাওয়া একটি নথিতেও এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো এক রিপোর্টে আবার এনআইএ দাবি করেছে, জেরায় ইশরাতের কোনও উল্লেখ করেনি হেডলি। ইশরাত সত্যিই জঙ্গি ছিলেন কি না তা জানতে আজ শেষমেশ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চেয়ে বসেন কংগ্রেসেরই সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ। তবে স্পষ্ট উত্তর মিলল না। এ দিন বিষয়টি এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে। মঙ্গলবার তিনি বলেন, “রিপোর্ট এখনও দেখিনি। হেডলিকে জেরা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তথ্য গোপন রাখার শর্তেই শুধু এনআইএ-র সঙ্গে তথ্য আদানপ্রদান করে তারা। ফলে এখনই কিছু বলা সম্ভব নয়।” |
পুরনো খবর: সিবিআই, আইবি-র ঝগড়া প্রধানমন্ত্রীর দরবারে
|
স্ত্রী, সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • পটনা |
স্ত্রী, সন্তানদের ছেড়ে শালীকে বিয়ে করেছিলেন পটনার শহরতলি এলাকার এক বাসিন্দা। পারিবারিক অশান্তির জেরে দুই স্ত্রী, পাঁচ ছেলেমেয়ের খাবারে বিষ মেশালেন ওই যুবক। গত রাতে ঘটনাটি ঘটে বাঢ় থানার বুড়াইচকে। বিষাক্ত খাবার খেয়ে চারটি শিশুর মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি সুজিতের দুই স্ত্রী এবং আরও এক সন্তান। বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই যুবকও। তারও চিকিৎসা চলছে। তদন্তকারীরা জানান, দিল্লিতে কাজ করেন সুজিত। কয়েক বছর আগে বাঢ়েরই বাসিন্দা সরোজদেবীর সঙ্গে তার বিয়ে হয়। ৪ সন্তান ছিল ওই দম্পতির। বছরখানেক আগে সরোজের বোন ইন্দুকে নিয়ে পালান সুজিত। তাকেও বিয়ে করেন। তাদের একটি সন্তানও হয়। প্রথম স্ত্রী সরোজের সঙ্গেও মনোমালিন্য চলছিল। কয়েকদিন আগে নিজের গ্রামে ফেরেন সুজিত। এরপরই অশান্তি চরমে ওঠে।
|
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুর্ঘটনায় জখম ৬ বাসযাত্রী
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
মঙ্গল বার দুপুরে ধুবুরি জেলার শালকোচার হরিরদল গ্রামে যাত্রীবাহী মিনিবাস গাছে ধাক্কা মারলে চালক, খালাসি সহ ওই মিনি বাসে থাকা তিন বিএসএফ জওয়ান ও এক পুলিশ সাব ইন্সপেক্টর গুরুতর জখম হন। তাঁদের শালকোচা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখমদের মধ্যে বিএসএফ-এর এক জওয়ান, খালাসির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা নাগাদ ধুবুরির চাপর থানার শালকোচার হরিরদল গ্রামে ঘটনাটি ঘটে। গ্রামে মামলার তদন্তের জন্য কোকরাঝাড় থানার এক সাব ইন্সপেক্টর সহ বিএসএফ-র তিন জন জওয়ান একটি মিনি বাসে চেপে করে শালকোচার হরিরদল গ্রামে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। ওই গ্রামের কাছেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। সাব ইন্সপেক্টর হেমন্ত হালই, জওয়ান বলরাম সিং, ধীরেন্দ্র কুমার এবং সমশের মুসাহারি দুর্ঘটনায় জখম হয়েছেন।
|
বুদ্ধগয়া-কাণ্ডে জঙ্গির স্কেচ
নিজস্ব সংবাদদাতা • পটনা |
|
মহাবোধি মহাবিহারে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করল এনআইএ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, জঙ্গি হানার তদন্ত শুরুর পর কয়েক জনকে জেরা করা হয়। তারই ভিত্তিতে ওই স্কেচ প্রকাশ করা হয়েছে। ৭ জুলাই বুদ্ধগয়ার মহাবিহারে বিস্ফোরণের পরপরই সেখানে পৌঁছন এনআইএ অফিসাররা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অনুরোধে দু’দিন পর তাঁরা সরকারি ভাবে তদন্ত শুরু করেন। |
পুরনো খবর: তথ্য দিলে পুরস্কার দশ লক্ষ, ঘোষণা এনআইএ-র
|
ধসে বিচ্ছিন্ন মণিপুর, নাগাল্যান্ডের সড়ক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস নেমে মণিপুর-নাগাল্যান্ডের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসনিক সূত্রের খবর, চারদিন ধরে ২ নম্বর জাতীয় সড়কে শতাধিক যাত্রী এবং পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কোহিমার ফেসামা গ্রামে ধসে প্রায় ২০০ ফুট রাস্তা ভেঙে গিয়েছে। একই কারণে মণিপুরের সঙ্গে দেশের অন্য প্রান্তের সড়ক যোগাযোগ বিপর্যস্ত। প্রতিদিন ওই রাস্তায় প্রায় দু’ডজন যাত্রীবাহী বাস যাতায়াত করে। তবে, ছোট গাড়ি যাওয়ার রাস্তা তৈরি হয়ে গিয়েছে। প্রশাসনের আশঙ্কা, একটানা বৃষ্টি, ভূমিক্ষয়ে অরুণাচলের পাসিঘাটে সিকু নদীর উপরে আয়েং ও মেবোর মধ্যবর্তী সেতু ভাঙতে চলেছে।
|
পাকুড়-ধর্ষণে ধৃত ৯
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
পাকুড় গণধর্ষণ কাণ্ডে নয় যুবককে গ্রেফতার করল পুলিশ। আজ সকালে লিট্টিপাড়ার লোবদা গ্রাম ও তার আশপাশ থেকেই ওই যুবকদের গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার বলেন, “গ্রেফতারের পরে দুষ্কৃতীরা দোষ স্বীকারও করেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় দুষ্কৃতীদের সকলকেই ধরা সম্ভব হয়েছে।” রবিবার রাতে পাকুড়ের লোবদা গ্রামে একটি মিশনারি স্কুলের হস্টেলে ঢুকে এক দল দুষ্কৃতী ৪ ছাত্রীকে তুলে নিয়ে যায়। পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে তাদের গণধর্ষণও করে। গুরুতর অবস্থায় ওই ছাত্রীরা মহকুমা হাসপাতালে ভর্তি। |
পুরনো খবর: হস্টেল থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ৪ ছাত্রীকে
|
অসমে চিহ্নিত ৭১৫২ অনুপ্রবেশকারী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সন্দেহজনক ভোটার বা ‘ডি-ভোটার’ সংক্রান্ত ২,৩১,৬৫৭টি মামলার মধ্যে ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ৯১,১৫৯টি মামলার বিচার হয়েছে। ৭১৫২ জনকে বাংলাদেশের নাগরিক বলে চিহ্নিত করে
আদালত। চলতি বিধানসভা অধিবেশনে এ তথ্য জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রকিবুল হুসেন। সরকারের তরফে জানানো হয়, ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ১ লক্ষ ১৮ হাজার ৪৭২ জনকে ‘সন্দেহজনক নাগরিক’ হিসাবে নোটিস পাঠানো হয়েছে।
|
মুম্বইয়ে ডান্স বার চালুর নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সরকারি লাইসেন্স মিললেই নিজেদের পুরনো জীবিকায় ফিরতে পারবেন মুম্বই তথা মহারাষ্ট্রের বার ডান্সাররা। মঙ্গলবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে বম্বে হাইকোর্টও একই রায় দিয়েছিল। তাতে বলা হয়, বার ডান্সারদের উপর সরকারি নিষেধাজ্ঞা জীবিকার্জনের অধিকারের পরিপন্থী। মঙ্গলবার শীর্ষ আদালতের রায়ে সেই সাংবিধানিক অধিকারই ফের এক বার স্বীকৃতি পেল বলে ধারণা আইনজীবীমহলের একাংশের। তবে বার চালুর আগে পুলিশের কাছ থেকে লাইসেন্স পেতে হবে বলে সরকারি সূত্রে খবর।
|
যৌন নিগ্রহের পর খুন কিশোরী
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ত্রিপুরার প্রত্যন্ত একটি গ্রামের প্রাথমিক স্কুল চত্বর থেকে উদ্ধার হল এক কিশোরীর দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, যৌন নিগ্রহের পর তাকে খুন করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরার বাইখোরা এলাকার কলসীমুখ গ্রামে থাকত ওই কিশোরী। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
|
কেদারনাথ মন্দিরে বড় ফাটল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
উত্তরাখণ্ডে বন্যা বিপর্যয়ের পরে কেদারনাথ মন্দিরে বড় বড় ফাটল দেখা দিয়েছে। তবে গর্ভগৃহের কোনও ক্ষতি হয়নি। এ কথা জানিয়েছেন পুরাতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) বিশেষজ্ঞরা। কেদারনাথের মন্দির মেরামতির কাজ এএসআই-কে দেওয়া হয়েছে। ১১ জুলাই মন্দিরের অবস্থা খতিয়ে দেখেও এসেছেন ওই সংস্থার দেহরাদূন শাখার সদস্যরা।
|
হাফলঙে ধৃত দুই জঙ্গি |
হাফলঙে এনএসসিএন (আইএম) সংগঠনের দুই জঙ্গি ধরা পড়েছে। ধৃতদের কাছ থেকে পিস্তল, কার্তুজ, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। |
|