|
|
|
|
চেটিয়াকে প্রত্যর্পণ, বাংলাদেশের শর্তে ক্ষুব্ধ আলফার খোলা চিঠি |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দলের সাধারণ সম্পাদককে প্রত্যর্পণের বদলে ভারতে বন্দি বাংলাদেশি অপরাধীদের ফেরত নেওয়ার হাসিনা সরকারের পরিকল্পনায় ক্ষুব্ধ আলফা স্বাধীন।
আজ এ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি পাঠালেন ওই জঙ্গি সংগঠনের সভাপতি অভিজিৎ। চিঠিতে তিনি লিখেছেন, ‘সম্প্রতি খবর দেখে মনে হচ্ছে, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অনুুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। আপনি জানেন, অনুপ অসমের স্বাধীনতা যোদ্ধা। শেখ মুজিব-সহ আপনার দেশের বীরেরা অসমের মাটিতে আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তির জন্য লড়াই চালিয়েছিলেন। আলফা নেতা চেটিয়া সে ভাবেই আপনাদের কাছে রাজনৈতিক আশ্রয় চান।’
খোলা চিঠিতে লেখা রয়েছে, ‘আমরা বিশ্বাস করি, চেটিয়া স্বেচ্ছায় আপনাদের সরকারের কাছে ভারতে ফিরে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন। তার বিনিময়ে আপনারা কয়েকজন বাংলাদেশের অপরাধীকে ফেরত চেয়েছেন বলে খবরে প্রকাশ হয়েছে। তা সত্যি হলে দুঃখের কথা।’ অভিজিতের যুক্তি, চেটিয়া কোনও অপরাধী নন। তাই বন্দিদের বিনিময়ের শর্তে চেটিয়াকে ফেরত পাঠানো উচিত নয়। তা চেটিয়া এবং তাঁর সংগঠনের আদর্শ ও ভাবমূর্তির পক্ষে নিন্দনীয়।
বড়ো জঙ্গি সংগঠন এনডিএফবি একটি বিবৃতিতে জানিয়েছে, গতকাল চিরাং-ভুটান সীমান্ত সংলগ্ন লালাই গ্রামে রয়্যাল ভুটান সেনার উপরে গুলি চালানোর ঘটনায় তাদের সংগঠনের সদস্যরা যুক্ত নয়। বিবৃতিতে তিনি বলেছে, “বড়োভূমি এবং ভুটানের মধ্যে বরাবরই সৌর্হাদ্যের সম্পর্ক ছিল। ১৯৪৯ সালের পর আমাদের শত্রুরাষ্ট্র ভারতের হস্তক্ষেপে তা খারাপ হয়েছে।” |
পুরনো খবর: ভারতে ফিরতে চেয়ে ঢাকাকে চিঠি চেটিয়ার
|
|
|
|
|
|