কারখানা আধুনিকীকরণের জন্য কর্মীদের সঙ্গে চুক্তি সই বাটার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাটা কারখানার আধুনিকীকরণের জন্য ইউনিয়নের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন কর্তৃপক্ষ। প্রায় ৩৬ কোটি টাকা খরচে বাটানগর কারখানাটির আধুনিকীকরণ করা হবে। প্রকল্পটি সম্পন্ন হবে আগামী ২০১৫ সালের মধ্যেই। পাশাপাশি কারখানার আর কোনও জমি যাতে প্রোমোটারকে দেওয়া না-হয়, তা নিয়েও কর্তৃপক্ষ ও ইউনিয়নের মধ্যে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বাটা মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী। উল্লেখ্য, কারখানাটির ২৬২ একর জমিতে ইতিমধ্যেই প্রোমোটিং হয়েছে। প্রোমোটিং করতেই ওই জমি কর্তৃপক্ষ বিক্রি করেছিলেন। নতুন চুক্তির ফলে কারখানার কর্মীদের ৮ শতাংশ বেতন বৃদ্ধি হবে বলে দাবি করেন তাপসবাবু। তিনি বলেন, “আধুনিকীকরণের জন্য কোনও কর্মী যাতে কাজ না-হারান, চুক্তির মাধ্যমে সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।”
|
গ্যাসের দাম নিয়ে মামলা গুরুদাসের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে মনমোহন সিংহ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জনস্বার্থ মামলা করলেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত। কৃষ্ণা-গোদাবরী অববাহিকা থেকে রিলায়্যান্সের উত্তোলিত গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ৩ বার মনমোহন সিংহকে চিঠি লিখেছেন তিনি। কিন্তু প্রাপ্তিস্বীকার ছাড়া কোনও জবাব মেলেনি।
পুরনো খবর: প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ করার সিদ্ধান্তেই অটল মইলি |
মরিশাসে লগ্নি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মরিশাসের মাধ্যমে আফ্রিকায় ভারতীয় সংস্থাগুলিকে লগ্নির আহ্বান জানালেন সেখানকার শিল্পপতিরা। মঙ্গলবার দিল্লিতে ভারতীয় শিল্পমহলের সঙ্গে বৈঠকের পর মরিশাসের আর্থিক নিয়ন্ত্রকের চেয়ারম্যান মার্ক হিন বলেন, অনেক বহুজাতিক সংস্থাই সেখানে লগ্নি করেছে।
|
জেট এয়ারের শেয়ার কিনতে গেলে আবু ধাবির এতিহাদকে খোলা প্রস্তাব দিতেই হবে। সেবি কর্তা ইউ কে সিংহ ওই দুই সংস্থার নাম না-করেও এই ইঙ্গিত দেন। বিদেশি সংস্থা যদি ভারতীয় সংস্থার অল্প শেয়ার কিনতে চায় (২৫%-এর কম), তা হলেও।
পুরনো খবর: জেট-এতিহাদ চুক্তি ঘিরে রাজনৈতিক চাপানউতোর |
সোনা আমদানি নিষিদ্ধ করার সম্ভাবনা উড়িয়ে দিলেন চিদম্বরম। চলতি খাতে লেনদেন ঘাটতি লাগামছাড়া হওয়ার অন্যতম কারণ যদিও সোনা আমদানি, তবুও তা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। অর্থমন্ত্রী বলেন, “সোনার প্রতি এ দেশের মানুষের আকর্ষণ দীর্ঘ দিনের। আমার অনুরোধ, অন্তত কিছু দিনের জন্য সেই চাহিদা কমান।” উল্লেখ্য, চলতি খাতে লেনদেন ঘাটতির মধ্যে ৫ হাজার কোটি ডলারই সোনা আমদানির খরচ। |