টুকরো খবর
প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ করার সিদ্ধান্তেই অটল মইলি
প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ করার সিদ্ধান্তেই অটল তেল মন্ত্রক। অর্থ মন্ত্রকের সঙ্গে চাপান উতোরের মধ্যেই আজ তেলমন্ত্রী বীরাপ্পা মইলি জানিয়েছেন, পূর্ব ঘোষিত দর প্রতি ১০ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিটের জন্য ৮.৪ ডলার থেকে সরে আসছেন না তিনি। মূল্যবৃদ্ধি ফিরে দেখা নিয়ে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক দর এবং আমদানি খরচের সঙ্গে সঙ্গতি রাখতে গত ২৭ জুন প্রাকৃতিক গ্যাসের দাম বর্তমান ৪.২ থেকে দ্বিগুণ বাড়িয়ে ৮.৪ ডলার করার সিদ্ধান্তে সায় দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার অথর্র্নীতি বিষয়ক কমিটি। বিতর্কের শুরু গত ৪ জুলাই। ওই দিন অর্থ মন্ত্রকের তরফে চিঠি পাঠিয়ে দাম বাড়ানোর সীমা বেঁধে দেওয়ার আর্জি জানানো হয়। বর্ধিত দাম ৬.৮ ডলার করার ইঙ্গিতও দেওয়া হয়। দাম ৮.৪ ডলার হলে রিলায়্যান্স কেজি বেসিনের গ্যাস বিক্রি বাবদ অত্যধিক মুনাফা যাতে না-পেতে পারে, তার জন্য বাদবাকি গ্যাস তারা ৪.২ ডলারেই বিক্রি করুক, এটাই চায় অর্থ মন্ত্রক। দু’টি সংবাদপত্রের সম্পাদকীয় বর্ধিত দাম নিয়ে আশঙ্কা জানানোয় তা চিঠির সঙ্গে পাঠায় অর্থ মন্ত্রক। মইলি অবশ্য বলেছেন, সংবাদপত্রের বক্তব্য অর্থ মন্ত্রকের মত বলে ধরা যাবে না। বর্ধিত দর নিয়ে নতুন সিদ্ধান্তের অবকাশও নেই।

পুরনো খবর:

বিলগ্নিকরণে সায়
দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ট্রেডিং কর্পোরেশন (এসটিসি) ও আইটিডিসি-র বিলগ্নিকরণে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। আইটিডিসি-র ৫%, এসটিসি-র ১.০২% শেয়ার বেচা হবে। এর ফলে সরকারের ঘরে ৩০ কোটি টাকা আসবে, জানিয়েছে সরকারি সূত্র। সেবি-র শর্ত অনুযায়ী এর পরেই ৮ অগস্টের মধ্যে সরকারি মালিকানা ৯০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। প্রসঙ্গত, আগেও সংস্থা দু’টির বিলগ্নিকরণ হয়েছে।

বিমান পরিবহণ নিয়ে
বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের স্থান নেবে সিভিল এভিয়েশন অথরিটি (অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ)। সায় দিয়েছে মন্ত্রিসভাও। বিলটি আনা হতে পারে সংসদের বর্ষাকালীন অধিবেশনে।

প্রমোদতরী গড়তে
বিশ্বের সব থেকে দামি ও বিলাসবহুল প্রমোদতরী ‘সেভেন সিজ এক্সপ্লোরার’ তৈরির জন্য ইতালির জাহাজ নির্মাণ সংস্থা ফিনকানতিয়েরি-র সঙ্গে চুক্তি করল মার্কিন সংস্থা রিজেন্ট সেভেন সিজ ক্রুজেস। চুক্তিমূল্য প্রায় ৪৫ কোটি ডলার (প্রায় ২৬৭৭ কোটি টাকা)। আগামী ২০১৬-র গ্রীষ্মে সেটি রিজেন্ট সেভেন-এর হাতে আসবে। সংস্থা কর্তৃপক্ষের দাবি, “এই প্রমোদতরীতে পা দিলে যে অভিজ্ঞতা হবে, সেটা আগে কারও কোনও দিন হয়নি।”

নতুন নিয়োগ
বিশ্বদীপ (ববি) মিত্র টেক্সাস ইন্সট্রুমেন্টস (টিআই) ইন্ডিয়ার চেয়ারম্যান হয়েছেন। তিনি টিআই-এর ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম্স বিভাগের বিশ্বব্যাপী ডিরেক্টরও হয়েছেন। সন্তোষ কুমার টিআই ইন্ডিয়ার এমডি হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.