প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ করায় সায় দিল কেন্দ্র। আগামী বছর ১ এপ্রিল থেকে পাঁচ বছরের জন্য এই গ্যাসের দাম প্রতি ১০ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিটে ৮.৪ ডলারে বেঁধে দিল তারা। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে বিদ্যুৎ মাসুল, ইউরিয়া এবং সিএনজি-র দাম বাড়তে চলেছে বলে সরকারি সূত্রের ইঙ্গিত। সরকারি, বেসরকারি, সব সংস্থার ক্ষেত্রেই নয়া দর কার্যকর হচ্ছে। প্রতিবাদ জানিয়ে সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত বলেন, “মন্ত্রিসভা এ নিয়ে দ্বিধাবিভক্ত হলেও, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হল। এতে মানুষের উপর চাপ বাড়বে। পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যকে বলব যেন তারা এই সিদ্ধান্ত মেনে না-নেয়।”
|
মমতার মুরগির দাম পাঁচ টাকা কমল। আজ, শুক্রবার থেকে সরকারি কেন্দ্রগুলিতে ১৪৫ টাকা কেজি দরে মুরগি মিলবে। প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের এমডি বৃহস্পতিবার পুরসভায় বাজার দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এ কথা জানান। আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুরগির মাংসের দাম ১৫০ টাকায় বেঁধে দিয়েছিলেন। মেয়র পারিষদ (বাজার) তারক সিংহ জানান, ইতিমধ্যে শহরে মুরগি বিক্রির জন্য ৯টি কেন্দ্র খুলেছে পুরসভা। রাজ্যও কয়েকটি কেন্দ্র খুলেছে। শহরের অন্যত্র এখনও মুরগির দাম ১৭০-১৮০ টাকা। পুর সূত্রের খবর, শীঘ্রই তা নিয়ন্ত্রণে নামবে পুলিশ।
|
ধানের সহায়ক মূল্য কুইন্টলে ৬০ টাকা বেড়ে হচ্ছে ১,৩১০ টাকা। ডাল, তুলো এবং তৈলবীজের ক্ষেত্রেও প্রতি কুইন্টলে তা বাড়ছে যথাক্রমে ৪৫০ টাকা, ১০০ টাকা এবং ৩২০ টাকা। |