ভাল শিক্ষক নিয়োগ করার পাশাপাশি তাঁদের কী করে ধরে রাখা যায়, সে ব্যাপারে আজ, সোমবার বৈঠকে বসছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপ। ওই বৈঠকে থাকবেন প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও।
প্রেসিডেন্সি থেকে গত চার মাসে সাত জন শিক্ষক ইস্তফা দিয়েছেন। কর্তৃপক্ষের সঙ্গে গোলমালে চাকরি খুইয়েছেন এক জন। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিকাঠামো যথাযথ কি না, সেই প্রশ্ন উঠছে।
এই পরিস্থিতিতে মেন্টর গ্রুপের এই বৈঠক অত্যন্ত জরুরি বলে মনে করছেন প্রেসিডেন্সির শিক্ষকেরা। মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু বলেন, “ইতিমধ্যেই ১৫০ জন শিক্ষক-শিক্ষিকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন, তাঁদের বড় অংশ নবীন প্রজন্মের। সেই সব মেধাবী, নবীন শিক্ষকরা কী করে ভাল শিক্ষকতা এবং গবেষণার কাজ করতে পারেন, কী সুবিধা তাঁদের দেওয়া যায়, তা নিয়ে সোমবার আলোচনা হবে।”
২০১৭ সালের জানুয়ারি মাসে এই সাবেক ‘হিন্দু কলেজে’র ২০০ বছর হবে। হাতে সময় রয়েছে সাড়ে তিন বছর। ওই সময়ের মধ্যে পরিকাঠামো ও শিক্ষাগত দিক দিয়ে প্রেসিডেন্সিকে বিশ্বমানের উৎকর্ষের জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে মেন্টর গ্রুপের। সুগতবাবু বলেন, “এর জন্য একটি পথ নির্দেশিকা তৈরি করব আমরা। সোমবারের বৈঠকে সেই বিষয়টিও গুরুত্ব পাবে।” তা ছাড়া বিশ্ববিদ্যালয় হওয়ার পরে গত দু’বছরে কী কী কাজ করা গিয়েছে, তা নিয়েও কথা হবে বলে তিনি জানিয়েছেন।
সোমবার প্রেসিডেন্সির কাউন্সিলের বৈঠকও রয়েছে। অমর্ত্যবাবু মেন্টর গ্রুপের বৈঠকে যা যা পরামর্শ দেবেন, তা নিয়ে কাউন্সিলের বৈঠকে কথা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার জানান, অর্মত্য সেনের সঙ্গে ওঁর নিজের আলাদা করে কোনও আলোচনার পরিকল্পনা এখনও পর্যন্ত নেই। কিন্তু সুযোগ পেলে বিদেশি শিক্ষকদের কী করে প্রেসিডেন্সিতে আনা যায়, তা নিয়ে তিনি আলোচনা করতে ইচ্ছুক তিনি। মালবিকাদেবী বলেন, “ইতিমধ্যেই বেশ কয়েক জন বিদেশি শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু আইনি জটিলতায় তাঁদের আনা যাচ্ছে না। কী করে সেই জটিলতা কাটানো যায়, সুযোগ পেলে অর্মত্যবাবুর সামনে আমি সেই প্রসঙ্গ তুলে ধরব।”
কলেজ সূত্রের খবর, অর্মত্য সেনের সঙ্গে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন সুগতবাবু।
সোমবার প্রেসিডেন্সিতে অর্মত্যবাবুর আরও একটি কর্মসূচি রয়েছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রধান দীপক বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা দেবেন তিনি। গত বছর এই বক্তৃতা করেছিলেন আর এক নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজ। |