নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান। আজ, বৃহস্পতিবার সকালে অণ্ডাল বিমানবন্দরে প্রথম উড়ান নামতে চলেছে। তবে কোনও বড় বিমান নয়। ওই বিমানবন্দরে প্রথম নামতে চলেছে পবনহংসের হেলিকপ্টার। কলকাতায় বিনোদন-উড়ানের জন্য আনা কপ্টারটি আজ বেলা ১১টায় বেহালা থেকে উড়ে অণ্ডাল বিমানবন্দরে নামবে। সেখানে ঘণ্টাখানেক থাকার পরে সেটি ফিরে আসবে কলকাতায়।
রাজ্যের পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, শিল্প ও বাণিজ্য সচিব চঞ্চলমল বাচাওয়াত-সহ কিছু অফিসার যাচ্ছেন ওই কপ্টারে। আলাপনবাবু বলেন, “ওই হেলিকপ্টার ইতিমধ্যেই কলকাতায় উড়তে শুরু করেছে। তবে অণ্ডাল বিমানবন্দরে এটিই প্রথম উড়ান। তাই বেশি গুরুত্বপূর্ণ।”
সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে অণ্ডালে ওই বিমানবন্দর তৈরি হয়েছে। এখনও কিছু কাজ বাকি থাকলেও হেলিকপ্টার নামার মতো পরিষেবা চালু হয়েছে সেখানে। বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর শীর্ষ কর্তা অরুণ মিশ্র সম্প্রতি ওই বিমানবন্দর ঘুরে কাজকর্ম ও প্রস্তুতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। অণ্ডাল বিমানবন্দর ঘিরে বিমাননগরী তৈরির পরিকল্পনা করেছে বেঙ্গল অ্যারোট্রপলিস প্রাইভেট লিমিটেড (বিএপিএল)। ওই সংস্থার কর্তা পার্থ ঘোষ বলেন, “অণ্ডাল থেকে যাতে বাণিজ্যিক ভাবে নিয়মিত হেলিকপ্টার পরিষেবা চালু করা যায়, সেই জন্য সমস্ত পরিকাঠামো নিয়ে আমরা তৈরি আছি। নিয়মিত বিমান ওঠানামার ক্ষেত্রে কিছু সমস্যা এখনও রয়েছে। কিছু দিনের মধ্যেই তা মিটে যাবে বলে আশা করা হচ্ছে।”
পবনহংস সংস্থার জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার এ দিন দিল্লি থেকে ফোনে বলেন, “শুনেছি, দুর্গাপুর-কলকাতা রুটে নিয়মিত বিমান বা হেলিকপ্টারে যাতায়াত করার জন্য অনেক শিল্পপতি বা অফিসার মুখিয়ে রয়েছেন। আমরা পরীক্ষামূলক ভাবে উড়ান চালিয়ে দেখছি, কত সময় লাগে। অণ্ডালে কী কী সুবিধা রয়েছে এবং অণ্ডাল ও বেহালার মধ্যে হেলিকপ্টার পরিষেবা কতটা সফল হতে পারে, সবই দেখতে হবে।” সব দিক যাচাইয়ের পরে বাণিজ্যিক ভাবে দুই শহরের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করার ব্যবস্থা হবে।
সঞ্জয় জানান, এখন সোম ও বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন বেহালা থেকে ওই হেলিকপ্টারে প্রমোদ-উড়ান চলছে। বিরতির দু’দিনে তার যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হয়েছে। তবে ওই দু’দিন কোনও সংস্থা চাইলে হেলিকপ্টার ভাড়া দেওয়া যেতে পারে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই হেলিকপ্টার ভাড়া নেওয়ার জন্য অনেকে উৎসাহ দেখিয়েছেন বলে দাবি করেছেন সঞ্জয়বাবু। |