এনডিআরএফ |
অবশেষে ডিজির নেতৃত্বে উদ্ধারকাজ, মুখরক্ষা কেন্দ্রের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কেদারনাথ থেকে গৌরীকুণ্ড, বদ্রীনাথ থেকে জঙ্গলচটি---এত দিন নেতা ছাড়াই উদ্ধারকাজ চালাচ্ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি নামার দশ দিন পরে টনক নড়ল কেন্দ্রের। আজ বিহার ক্যাডারের আইপিএস কৃষ্ণ চৌধুরিকে ওই পদে নিয়োগ করল কেন্দ্র।
গত ৩১ মে এনডিআরএফ-এর ডিজি-র পদ থেকে পি এম নায়ার অবসর নেওয়ার পর পদটি খালিই পড়ে ছিল। এনডিআরএফ-এর অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন আইটিবিপি-র ডিজি অজয় চাড্ডা। এর মধ্যেই ঘটে যায় উত্তরাখণ্ডের বিপর্যয়। এত গুরুত্বপূর্ণ একটি বাহিনীর শীর্ষ পদ কেন খালি রাখা হয়েছে, প্রশ্ন তোলে বিজেপি। তার পরেই যোগ্য অফিসারের খোঁজ শুরু হয়। কৃষ্ণ চৌধুরি বর্তমানে বিহারের ডিজি (ট্রেনিং) পদে কর্মরত। সরকারি ভাবে আজ তাঁকে এই পদে নিয়োগ করা হল মানেই তিনি যে আগামিকাল নতুন দায়িত্ব নিতে পারবেন, এমন নয়। স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারাও মানছেন, উদ্ধারকাজের মাঝপথে দায়িত্ব নিয়ে সব কিছু বুঝে উঠতে তাঁরও যথেষ্ট সময় লাগবে। তবে অন্তত শূন্য পদে কাউকে খাতায়-কলমে নিয়োগ করে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা সরকার করল বলে মনে করা হচ্ছে। |
|
একটি বাচ্চা মেয়েকে উদ্ধার করে আনছেন জওয়ানরা।
মঙ্গলবার বদ্রীনাথের কাছে তোলা এএফপি-র ছবি। |
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, নতুন ডিজি-র প্রাথমিক কাজের মধ্যে থাকবে যত দ্রুত সম্ভব উত্তরাখণ্ড সরকারের সাহায্য নিয়ে হরিদ্বারে এনডিআরএফের একটি ব্যাটেলিয়ন হেডকোয়ার্টার তৈরি করা, যাতে ওই পার্বত্য রাজ্যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে তারা দ্রুত মাঠে নামতে পারে। এ বারের ঘটনার সময় হরিদ্বারে এনডিআরএফ-এর মাত্র ৩২ জনের একটি দল মোতায়েন ছিল। এখন অবশ্য এনডিআরএফ-এর ১৪টি দল উত্তরাখণ্ডে উদ্ধারকাজ চালাচ্ছে। কিন্তু তাদের গাজিয়াবাদ থেকে আনতে আনতে যথেষ্ট সময় নষ্ট হয়েছে। এই কারণে উত্তরাখণ্ডেই একটি ব্যাটেলিয়নের সদর দফতর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ দশটি রাজ্যে বর্তমানে এনডিআরএফ-এর এমন সদর দফতর রয়েছে।
|
পুরনো খবর: দুর্যোগ সামাল দিতে নিধিরাম জাতীয় কর্তৃপক্ষ |
|