গানের বাজার বাঁচানোর আর্জি
ব্যবসা মার খাচ্ছে বলে কিছুদিন আগেই পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত নিয়েছে একটি গানের সিডি-ক্যাসেটের বিপণি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রেস ক্লাবে বাংলা গানের বাজার বাঁচাতে সরব হলেন সঙ্গীতশিল্পীদের একাংশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী-সহ অনেকে। তাঁদের দাবি, বাংলা গানের বাজার বাঁচাতে কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশের মতো এ রাজ্যেও কড়া আইন আনতে হবে। আরও শক্তিশালী করতে হবে ‘সাইবার ক্রাইম’ আইনকে।
বাংলা গানের ভবিষ্যৎ রক্ষায় সরব শিল্পীরা। রয়েছেন সৌমিত্র, সুরজিৎ, রাঘব চট্টোপাধ্যায়,
মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর, শ্রীকান্ত আচার্য প্রমুখ। বৃহস্পতিবার, প্রেস ক্লাবে। —নিজস্ব চিত্র
কী ভাবে বিপদের মুখে পড়ছে বাংলা গানের বাজার? শিল্পী শ্রীকান্ত আচার্য বলেন, ‘‘এখন আর কেউ গানের আসল সিডি কেনেন না। ইন্টারনেটে বিভিন্ন সাইট থেকে পছন্দের শিল্পীর গান নিখরচায় ডাউনলোড করেন। কেউ বা মোবাইলের ব্লু-টুথের মাধ্যমে গান নিয়ে নেন। ফলে মার খাচ্ছে গানের সিডির ব্যবসা। গানের সিডি-র বিক্রি ভাল না হলে পরবর্তীকালে এই ব্যবসা পুরোপুরি উঠে যাবে। সমস্যায় পড়বেন সঙ্গীতশিল্পীরা।” আর এক শিল্পী মনোময় ভট্টাচার্য জানান, কলকাতার রাস্তায়-রাস্তায় এ ভাবে মাত্র দশ-বারো টাকায় গানের জাল সিডি বিক্রি হচ্ছে। তাঁর মতে, প্রশাসনকে এ বিষয়ে অনেক সচেতন হতে হবে। একমাত্র কড়া আইনের মাধ্যমেই বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব। এ নিয়ে পরবর্তীকালে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানিয়েছেন সঙ্গীতশিল্পীরা।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.