খসড়া নীতি ওয়েবসাইটে
শিল্পে জমির ঊর্ধ্বসীমা ১৫০ একর করার দাবি
শিল্পমহল চাইছে, নয়া নীতিতে শিল্পের জন্য জমির ঊর্ধ্বসীমা ২৪ একর থেকে বাড়িয়ে ১৫০ একর করুক রাজ্য।
শিল্পমহলের একাংশের দাবি, ঊর্ধ্বসীমা আইন বড় ও মাঝারি শিল্পের পথে বাধা। সংস্থা নিজে জমি কিনে শিল্প গড়তে চাইলেও তা ২৪ একরের বেশি হলে ওই আইনে ছাড়পত্র নিতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাদের।
নয়া শিল্পনীতি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও পরমার্শ চেয়ে শিল্পোন্নয়ন নিগমের ওয়েবসাইটে খসড়া নীতি প্রকাশ করেছে রাজ্য। এম সি সি চেম্বার অফ কমার্স তাদের মতামত জানাতে গিয়ে ওই সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। অন্যান্য বণিকসভাও শীঘ্রই তাদের পরামর্শ পাঠাবে বলে জানিয়েছে।
বস্তুত, সাম্প্রতিক কালে কোনও বড় অঙ্কের লগ্নির প্রস্তাবও পায়নি রাজ্য। কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণের বিরোধিতায় অনড়। তাদের বক্তব্য, লগ্নিকারীদের নিজেদেরই জমির কিনে নিতে হবে। রাজ্যের দাবি, সব কিছু ঠিকঠাক থাকলে এক একটি প্রকল্প বিবেচনা করে দ্রুত জমির ঊর্ধ্বসীমা আইনে ছাড় (১৪ ওয়াই) দেওয়া হচ্ছে। তবে শিল্পকর্তাদের মতে, ছাড়পত্র পাওয়াই সব নয়। হলদিয়ায় বেঙ্গল লিড্স-এর মঞ্চে তাঁদের অনেকের দাবি ছিল, এই প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ। ফলে ছাড়পত্র পেতে কত সময় লাগছে, সেটাই লগ্নিকারীদের কাছে মূল বিবেচ্য। এমসিসি-ও স্পষ্ট বলেছে, এতে অনেক সময় লাগে। ফলে ১৪ ওয়াই ধারা বড় শিল্পের পক্ষে একটা বাধা। কারণ এ ধরনের শিল্পে মাত্র ২৪ একরের সীমা খুবই কম।
বণিকসভার দাবি, ছাড়পত্র পেতে সময় লাগলে জমি কেনার খরচও বাড়ে। কারণ সংশ্লিষ্ট অঞ্চলে শিল্প গড়ার কথা ছড়ালে বাড়তি দামের আশায় অনেক সময়ে জমি নিয়ে ফাটকাবাজি চলে।
সার্বিক ভাবে অবশ্য নতুন শিল্পনীতির প্রয়াসকে স্বাগত জানিয়েছে এমসিসি। তবে একই সঙ্গে আরও কিছু বিষয়ে নির্দিষ্ট পরামর্শ দিয়েছে তারা। যেমন রাজ্য বারবার ল্যান্ড ব্যাঙ্কের কথা বললেও তার ছবিটা স্পষ্ট নয়। এমসিসি-র আরও দাবি, লগ্নি প্রস্তাবের প্রতিটি স্তরে ছাড়পত্রের সময়সীমা বেঁধে দিক রাজ্য। অন্যথায় সংশ্লিষ্ট দফতরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথাও থাকুক নয়া নীতিতে।
এ দিকে, বর্গাদারের বিষয়টি নিয়েও সমস্যা রয়েছে। নয়া নীতিতে জমি কেনার সময়ে মালিকের পাশাপাশি বর্গাদারদের সঙ্গেও লগ্নিকারীদের চুক্তির কথা বলছে রাজ্য। শিল্পমহলের আশঙ্কা, সে ক্ষেত্রে জমি পাওয়ার জটিলতা আরও বাড়বে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.