ইউনিলিভারের খোলা প্রস্তাব আজ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মূল ব্রিটিশ-ডাচ সংস্থা ইউনিলিভার তাদের ভারতীয় শাখা হিন্দুস্তান ইউনিলিভারে (এইচইউএল) নিজেদের অংশীদারি বাড়াতে খোলা প্রস্তাব দিচ্ছে আগামী কাল, শুক্রবার। প্রস্তাবের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত। মোট মূল্য ৫৪০ কোটি ডলার (৩২,৩৬২.২ কোটি টাকা)। সংস্থা জানিয়েছে, প্রতি শেয়ারে পূর্ব ঘোষিত ৬০০ টাকা দেবে তারা। এই ভাবে এইচইউএলে তাদের মালিকানা ৫২.৪৮% থেকে বাড়িয়ে ৭৫% পর্যন্ত করবে ইউনিলিভার।
|
ইন্টারনেট খরচ কমাল আইডিয়া-ও
নিজস্ব প্রতিবেদন |
এয়ারটেল ও ভোডাফোনের পরে ইন্টারনেট ব্যবহারের মাসুল (টুজি) ৯০% কমাল আইডিয়া সেলুলার। ১ জুলাই থেকে কলকাতা, পশ্চিমবঙ্গ-সহ দেশের ৮ সার্কেলে প্রতি ১০ কেবি তথ্য দেখা যাবে ২ পয়সায়। এখন তা কেবি পিছু ২ পয়সা। প্রি-পেড ও পোস্ট-পেড গ্রাহকরা এই সুযোগ পাবেন। এর আগে দু’টি সার্কেলে প্রি-পেড গ্রাহকদের জন্য এয়ারটেলও ওই মাসুল কমিয়ে ১০ কেবিতে ১ পয়সা করেছে। |