ক্রিকেটার হলেও তিনি ফুটবলের ফ্যান। পুণে এফসি ফুটবল দলের অংশীদারও বটে। সেই রোহন গাওস্করও এ বার মুখ খুললেন ফুটবলের আইপিএল-এর বিরুদ্ধে। বলছেন, “ফুটবলের আইপিএল এ দেশে কতটা জনপ্রিয় হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।”
এখানেই না থেমে ফুটবলের আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে গাভাসকার পুত্র আরও বলেছেন, “ক্রিকেটের আইপিএল-এর জন্য যে পরিকাঠামো রয়েছে এ দেশে, তা ফুটবলের আইপিএল-এর জন্য কোথায়? তা ছাড়া ক্রিকেটের আইপিএল খেলার মধ্যে থাকা ক্রিকেটারদের নিয়ে চলছে। কিন্তু ফুটবলের আইপিএল-এ তো অবসরপ্রাপ্তদের ভিড়!”
মহারাষ্ট্রের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ শহরে ইনিংস শুরু করতে চলেছে। যারা বাঙালি ফুটবলারদের বিপণনের ব্যাপারটা দেখভাল করবে। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে রহিম নবিসহ বেশ কয়েকজন ফুটবলারের চুক্তি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যার সঙ্গে জড়িত আবার জুনিয়র গাওস্কর। শুক্রবার মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে রোহন বলেন, “ক্রিকেটের কলঙ্ক দূর করতে অভিযুক্ত ক্রিকেটারদের কড়া শাস্তি দেওয়া হোক কিন্তু আইপিএল বন্ধ করা সঠিক রাস্তা নয়। তবে জগমোহন ডালমিয়া আপাতত ঠিক রাস্তাতেই চলেছেন।” অনুষ্ঠানে স্কলারশিপ দেওয়া হয়, ১২ জন সম্ভাবনাময় ফুটবলারকে। এদের মধ্যে চার জন বাংলার।
|
পিএলএস করতে ফের উদ্যোগী আইএফএ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিদেশি ফুটবলার এনে ফের প্রিমিয়ার লিগ সকার বা পিএলএস করার চেষ্টা শুরু করল আইএফএ। এ বার যদিও পিএলএস নামটা থাকছে না। নতুন নামে হবে লিগ। বছর দু’য়েক আগে পিএলএস শুরু হওয়ার কথা ছিল। ফুটবলার নিলাম হয়ে যাওয়ার পরও মাঠ সমস্যায় সে বার অপমৃত্যু ঘটেছিল টুর্নামেন্টের। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় শুক্রবার অবশ্য দাবি করলেন, “২০১৩-তেই এই টুর্নামেন্ট করব। কোনও সমস্যা হবে না।” জানা গেছে, জেলা ভিত্তিক ফ্রাঞ্চাইজি দল নিয়ে হবে লিগ। কলকাতায় খেলা হলেও এখানকার কোনও টিম থাকছে না। গত বারের পিএলএসের মতোই বিদেশি ফুটবলারদের আনারও চেষ্টা চলছে। কোনও বিশ্বকাপার খেলতে আসবে কি না তা নিয়ে অবশ্য এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন আইএফএ সচিব। কতগুলি দল খেলবে তা-ও জানাতে চাননি। বললেন, “বিদেশি ফুটবলাররা থাকছেন। কিন্তু সেখানে বিশ্বকাপার খেলবে কি না এখনই বলা সম্ভব নয়। ক’টি দল খেলবে তা নিয়ে আলোচনা চলছে।” |