দোলা, রাহুলরা ব্যর্থ
সংবাদসংস্থা • অ্যান্তালিয়া |
তুরস্কের অ্যান্তালিয়ায় বিশ্বকাপ তিরন্দাজির দ্বিতীয় পর্বে একটা রুপো নিশ্চিত ভারতের। তবে রিকার্ভের প্রি-কোয়ার্টারে ওঠা পাঁচ তিরন্দাজের অন্যতম দোলা ও রাহুল বন্দ্যোপাধ্যায় পদকের লড়াই থেকে ছিটকে গিয়েছেন। কম্পাউন্ড মিক্সড বিভাগের ফাইনালে উঠে সোনার আশা জিইয়ে রাখলেন রজত চৌহান-মঞ্জুধা সয় জুটি। রজত-মঞ্জুধা ফাইনালে ইতালিকে হারালে ভারতকে বিশ্বকাপে এই বিভাগে প্রথম সোনা এনে দেবেন।
|
ডিআরএস নিয়ে মত পাল্টাবে না বোর্ড |
আইসিসি-র বার্ষিক সন্মেলনে যতই ঝড় উঠুক, ডিআরএস নিয়ে নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সদ্যনিযুক্ত বোর্ড সচিব সঞ্জয় পটেল এই ব্যাপারটা পরিষ্কার করে দিলেও ২৩ জুন আইসিসি-র সভায় কে যাবেন, তা পরিষ্কার নয়। বোর্ডের যুগ্মসচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, “সুস্থ থাকলে ডালমিয়াই যাবেন।” বার্ষিক সন্মেলনে বিভিন্ন বোর্ডের সিইও-দের বৈঠকে সঞ্জয় পটেলের থাকার কথা। তাঁর কথায়, “ডিআরএস-এর বিরোধিতার সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির বৈঠকে নেওয়া। এখন সেই অবস্থান পাল্টাতে হলে ফের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকতে হবে। যা সম্ভব নয়। তা ছাড়া আমাদের অবস্থানের পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে।”
|
বৃষ্টিতে বন্ধ হওয়ার সময় ডাকওয়ার্থ-লুইস নিয়মে দু’ দলের রানই এক। ফলে ম্যাচ টাই। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজকে টপকে সেমিফাইনালে চলে গেল দক্ষিণ আফ্রিকা। ৩১ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা তোলে ২৩০-৬। জবাবে ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ২৬.১ ওভারে ১৯০-৬। বৃষ্টিতে শেষ বার ম্যাচ বন্ধ হওয়ার ঠিক আগে কায়রন পোলার্ড আউট না হলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জিতে সেমিফাইনালে চলে যেতেন গেইলরাই।
|
ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২০ রানে সব উইকেট পড়ে গেল এসেক্সের। ল্যাঙ্কাশায়ারের গ্লেন চ্যাপেল (৯-৫) আর কাইল হগ (৪-১১)-এর বিধ্বংসী বোলিংয়ের সামনে। ল্যাঙ্কাশায়ার জেতে এক ইনিংস ও ১০৫ রানে। ১৯৮৩ সালে এসেক্সের বিরুদ্ধে সারে ১৪ রানে অলআউট হওয়ার পর থেকে এ দিন এসেক্সের রানই কাউন্টিতে সবর্নিম্ন।
|
সমালোচকদের জবাব দিলেন উসেইন বোল্ট। অসলো মিটে ১৯.৭৯ সেকেন্ডে ২০০ মিটার ইভেন্ট জিতে। চলতি মরসুমে এটাই ২০০ মিটারের সেরা সময়। অসলোর নতুন রেকর্ডও। গত সপ্তাহে রোম মিটে ১০০ মিটার হেরে সমালোচনার মুখে পড়া বোল্ট বলেন, “যতটা ভেবেছিলাম মনে হচ্ছে ততটা খারাপ অবস্থা নেই আমি।”
|
সিএবি নকআউট টুর্নামেন্টে যুগ্ম-চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। শুক্রবার বৃষ্টির কারণে ফাইনাল সম্পূর্ণ ভেস্তে যাওয়ায় দুই প্রধানকে যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়। |