ইস্টবেঙ্গলে জোয়াকিম,
ঝুলে রইল কোচ নির্বাচন
ল বদলের ভরা মরসুমে বড় চমক ইস্টবেঙ্গলের। মঙ্গলবার জাতীয় দল ও ডেম্পোর অন্যতম নামী স্ট্রাইকার জোয়াকিম আব্রাঞ্চেসের সঙ্গে দু’বছরের চুক্তি করে ফেললেন ইস্টবেঙ্গল কর্তারা। বহু দিন ধরে তাঁরা চেষ্টা চালাচ্ছিলেন জোয়াকিমকে দলে নেওয়ার। এ বার সফল তাঁরা। জোয়াকিমকে পেয়ে যাওয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে গতবারের দুই স্ট্রাইকার রবিন সিংহ এবং মননদীপ সিংহকে। ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, “জোয়াকিমকে নেওয়া হয়েছে এ এফ সি কাপের কথা ভেবে। ক্লাবে আর্থিক সমস্যা আছে। তাই আয়ত্তের মধ্যেই কাজ করছি। কোনও স্বদেশি ফুটবলারকে ৪০ লক্ষ টাকার বেশি দেওয়া হচ্ছে না। বিদেশিদের ৭০ লক্ষ।”
জোয়াকিমকে নেওয়ার দিনেও ট্রেভর জেমস মর্গ্যানের উত্তরসূরি কে হবেন তা অবশ্য ঠিক হয়নি। কোচের বিষয়টি চূড়ান্ত করতে মঙ্গলবার ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্তর সঙ্গে আলোচনায় বসেছিলেন লাল-হলুদ কর্তারা। সভার পরে দেবব্রতবাবু বললেন, “প্রেসিডেন্ট চব্বিশ ঘণ্টা সময় নিয়েছেন। কোচের পিছনে কত টাকা খরচ করা সম্ভব, সেটা ভাবনা চিন্তা করে উনি জানাবেন। আশা করছি, দু’একদিনের মধ্যেই কোচ ঠিক হয়ে যাবে।” ইস্টবেঙ্গলে যখন আব্রাঞ্চেসের মতো স্ট্রাইকার সই করাচ্ছে, তখন মোহনবাগান ছেড়ে দিতে চাইছে নির্মল ছেত্রী, মণীশ মৈথানি, রাকেশ মাশি ও স্নেহাশিস চক্রবর্তীর মতো ফুটবলারকে। এঁদের প্রতেক্যের সঙ্গে দু’বছরের চুক্তি থাকলেও আর্থিক মন্দার কারণ দেখিয়ে তাদের অর্ধেক টাকায় খেলতে বলা হচ্ছে। এই চার ফুটবলার ছাড়া গত বারের প্রায় প্রত্যেক ফুটবলারেরই কমবেশি দু’তিন মাসের বেতন বকেয়া। সেই টাকার জন্য ফুটবলাররা নিয়মিত দরবার করছেন কর্তাদের কাছে। এ দিকে মূল দলের স্পনসর নিয়ে সমস্যার মধ্যেই প্রয়াগ ইউনাইটেড তাদের জুনিয়র টিম পাঠচক্রের ট্রায়াল শুরু করে দিচ্ছে। আজ বুধবার থেকে কল্যাণীতে শুরু হচ্ছে দল তৈরির কাজ। গত বার এই দল থেকেই তিন জনকে নেওয়া হয়েছিল সিনিয়র দলে।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.