ইস্টবেঙ্গলের কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভবত আজ মঙ্গলবারই হয়ে যাবে। সভাপতি প্রণব দাশগুপ্তের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনায় বসছেন ইস্টবেঙ্গল কর্তারা। সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত করা হবে। এ দিন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, “আমরা প্রণবদা-র সঙ্গে কথা বলব। উনি যাঁকে সবুজ সঙ্কেত দেবেন, তিনি কোচ হবেন।” তবে কে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে বা কোচের নাম কবে ঘোষণা করা হবে, তা নিয়ে ধোঁয়াশা থাকছেই।
ব্রাজিলের মার্কোস ফালোপা, আর্জেন্তিনার রুডলফ, নেদারল্যান্ডসের জন ফান লোয়েনের নাম লাল-হলুদ কর্তাদের তালিকায় রয়েছে। তবে ইউবি-র পছন্দ ও আর্থিক দিকের কথা মাথায় রেখেই কোচ বাছা হবে। এই জল্পনার মাঝেই ইস্টবেঙ্গলের থেকে রিলিজ চাইলেন রবিন সিংহ। এ দিকে, সোমবার মহমেডানে সই করলেন স্টিফেন জাস্টিন।
|
শেষ পর্যন্ত আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের পাঠানো উকিলের নোটিসের উত্তর দিলেন ইউনাইটেড স্পোর্টসের দুই কর্তা নবাব ভট্টাচার্য এবং আলোকেশ কুণ্ডু। কলকাতা লিগ ফাইনাল রাউন্ডে মোহনবাগান-ইউনাইটেড ভেস্তে যাওয়া ম্যাচের রিপ্লের দিন আইএফএ সচিবের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে তাঁর চূড়ান্ত সমালোচনা করেছিলেন দুই ইউনাইটেড কর্তা। |