রবিবার রাতে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ফ্রান্সকে নিজেদের ঘরের মাঠে ৩-০ হারাল ব্রাজিল। বায়ার্ন তারকা ফ্র্যাঙ্ক রিবেরি ও ম্যান সিটির সমীর নাসরিকে বিশ্রাম দিয়ে ভ্যালবুয়েনা ও মাতুইদি সহ করিম বেঞ্জিমাকে নিয়ে ফরোয়ার্ড লাইন নামিয়েছিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশো। অন্য দিকে হাল্ক ও অস্কার-সহ নেইমারকে নিয়ে প্রথম দল গড়েন স্কোলারি। প্রথমার্ধে অনেক সুযোগ তৈরি করলেও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে অস্কারের গোলে ব্রাজিল ১-০ এগোয়। হার্নানেসের গোল ও লুকাস মৌরার পেনাল্টির সাহায্যে ১৯৯২-এর পরে প্রথম বার ফ্রান্সকে হারায় ব্রাজিল। |
ফ্রান্সের বিরুদ্ধে ২১ বছর পরে জয়ের স্বাদ পেয়েও ব্রাজিল কোচ স্কোলারি বলছেন, “আরও ভাল খেলতে হবে পরের ম্যাচগুলোয়।” কনফেডারেশন কাপ জেতার জন্য ব্রাজিল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে জানিয়ে স্কোলারি যোগ করেন, “সমর্থকদের সাহায্যে আমরা আজ ফ্রান্সের মতো বড় দলকে হারাতে পারলাম। কনফেডারেশন কাপেও এই জয়ের ধারা বজায় রাখতে চাই।” |