ট্রেভর জেমস মর্গ্যানের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে পরের সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ইস্টবেঙ্গল। শুক্রবার ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, “আমরা ১২-১৪ জুনের মধ্যে কোচের নাম সরকারি ভাবে ঘোষণা করব। এখনও পর্যন্ত চার জনের নাম নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এঁদের মধ্য থেকেই এক জনকে বাছা হবে।” ময়দানের ফুটবল এই মুহূর্তে যে আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে, তা মাথায় রেখেই কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে ইস্টবেঙ্গল। তবে ক্লাব-সচিব কল্যাণ মজুমদারকে পাশে নিয়ে দেবব্রতবাবুর দাবি, “ব্রাজিলের ফালোপা-র আমাদের ক্লাবের কোচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ নেই।”
কোচ নির্বাচনের মধ্যেই আবার ইস্টবেঙ্গলের প্রাক-শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত কর্তারা। দেবব্রতবাবুর কথায়, “ডিসেম্বরের ১৪ এবং ২১ তারিখ অক্ষয়কুমার সময় দিয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দেখব, কোন তারিখে করা যায়।” লাল-হলুদ সমর্থকদের কাছে খুশির খবর, শুধু অক্ষয়-ই নন, সোনাক্ষী সিংহ, শান এবং সঙ্গীত পরিচালক প্রীতমও পাকা কথা দিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গলকে। অনুষ্কা শর্মার সঙ্গে এখনও যোগাযোগ করা না গেলেও, তাঁরও অনুষ্ঠানে থাকার সম্ভাবনা প্রবল। এ দিকে, গত মরসুমে ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেডে লিয়েনে যাওয়া ফুটবলার অভিষেক দাস ফের সই করলেন ইস্টবেঙ্গলে।
এ দিকে আইএফএ-র চতুর্থ ডিভিশন লিগে এ দিন রেঞ্জার্স-ওয়াইএমসিএ ম্যাচে মাথায় গুরতর চোট পান রেঞ্জার্সের স্ট্রাইকার ক্রিমডো বোথা। মাঠে অ্যাম্বুল্যান্স না থাকায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। |