পরের মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন জার্সির পোস্টারে রবিন ফান পার্সির সঙ্গে ছিলেন তিনি। কিন্তু আগামী মরসুমে ম্যাঞ্চেস্টারের নতুন জার্সিতে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়েই চলছে জল্পনা। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, রুনিকে নেওয়ার ব্যাপারে আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারকে সম্মতি জানিয়ে দিয়েছেন ক্লাবের সিইও ইভান গাজিদিস। রুনিকে সই করানো হবে কি না সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ওয়েঙ্গারই। তবে গাজিদিস জানিয়ে দিয়েছেন যে, নতুন মরসুমে বড় ফুটবলার সই করানোর জন্য সব রকম আর্থিক সাহায্য পাবেন ওয়েঙ্গার।
“জানি না রুনির জন্য ম্যাঞ্চেস্টার কত দাম চাইবে। তবে বেশি টাকা চাইলেও আমরা সেটা দিতে রাজি আছি,” বলছেন গাজিদিস। সঙ্গে তিনি যোগ করেন, “আর্সেনাল সমর্থকরা ট্রফি চায়। আর আমার বিশ্বাস আগামী মরসুমে লিগ জেতার দৌড়ে থাকবে আর্সেনাল।” এ ছাড়াও আর এক ম্যাঞ্চেস্টার টার্গেটকে পরের মরসুমে সম্ভবত আর্সেনাল জার্সিতেই দেখা যেতে পারে। এভার্টন মিডফিল্ডার মারুয়ান ফেলাইনিকে সই করানোর দৌড়ে ঢুকে পড়ল আর্সেনাল। এভার্টনের বেলজিয়ান মিডফিল্ডার ডেভিড মোয়েসের সঙ্গে ম্যাঞ্চেস্টারে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেও, আর্সেনাল তাঁকে ‘হাইজ্যাক’ করতে তৈরি। এমনকী ফেলাইনির এজেন্টকে বাড়তি টাকা দিতেও রাজি ওয়েঙ্গার। |
আর্সেনালের চিরপ্রতিদ্বন্দ্বী চেলসিও ঢুকে পড়ল দলবদলের বাজারে। পুরনো ক্লাবে ফিরে টিমে নতুন মুখ আনতে মরিয়া হয়ে পড়েছেন নতুন চেলসি কোচ হোসে মোরিনহো। তাঁর তালিকায় সর্বপ্রথম রয়েছেন ফিওরেন্তিনার স্টেফান জোভেটিচ ও নাপোলির এডিনসন কাভানি। অন্য দিকে জেনিটের ব্রাজিলিয়ান তারকা হাল্কের জন্যও ৩৫ মিলিয়ন পাউন্ড ‘বিড’ করেছে চেলসি।
ইপিএল দলবদলের সবচেয়ে বড় চমক অবশ্য দিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। স্প্যানিশ ক্লাব সেভিয়ার জেসুস নাভাসকে সই করানো ছাড়াও শাখতার দোনেত্সক মাঝমাঠের তারকা ফার্নান্দিনহো নতুন মরসুমে সিটি-তে খেলবেন। ফার্নান্দিনহোকে সই করানোর দৌড়ে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের মতো ক্লাব থাকলেও ইংলিশ ফুটবলের প্রতি ভালবাসার জন্যই ম্যান সিটিতে সই করেন শাখতারের ২৮ বছরের মিডফিল্ডার। |