গোলের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স |
এই মরসুমে জয় দিয়ে শেষ করলেও পরের বছর বিশ্বকাপে পৌঁছনোই পর্তুগালের আসল লক্ষ্য, বলে দিলেন বেন্তো। তাঁর কথায়, “বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য পরের সব ম্যাচ জিততেই হবে। গ্রুপে প্রথম হয়ে শেষ করতে চাই যাতে প্লে অফ না খেলতে হয়।” যোগ্যতা অর্জন পর্বে পর্তুগালের পরের ম্যাচ উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
|
রুনিকে ছাড়ছে না ম্যান ইউ |
তাঁকে নেওয়ার দৌড়ে আর্সেনাল ও চেলসি থাকলেও, পরের মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতেই দেখা যাবে ওয়েন রুনিকে। ব্রিটিশ প্রচারমাধ্যমের অন্তত তেমনই দাবি।
রুনির দেশের প্রচারমাধ্যমের খবর, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ‘ট্রান্সফার পলিসি’-র নিয়ম অনুযায়ী কোনও ঘরের টিমকে তারা তাদের তারকা ফুটবলার বিক্রি করে না। ক্লাব সূত্রের খবর, রুনিকে নাকি সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি যদি ক্লাব ছাড়েন তা হলে দেশের বাইরে কোনও ক্লাবেই তাঁকে বিক্রি করা হবে। এখন পর্যন্ত অন্য ক্লাবদেরও ম্যান ইউ সিইও এড উডওয়ার্ড ইঙ্গিত দিয়েছেন যে, কোনও মতেই রুনিকে ঘরোয়া লিগের অন্য কোনও দলে ছাড়া হবে না। ২০০৮ সালে মিকেইল সিলভেস্ট্রে-কে আর্সেনালের কাছে ম্যান ইউ বিক্রি করলেও, ম্যাঞ্চেস্টারে প্রথম দলে নিয়মিত ফুটবলার ছিলেন না সিলভেস্ট্রে। ৩ জুলাই নতুন মরসুমের অনুশীলন শুরু করে দিচ্ছেন রুনি। |