|
|
|
|
সেমিফাইনালে উঠেও বোর্ডের বিরাগভাজন ধোনি
নিজস্ব প্রতিবেদন |
চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে তাঁর দল সেমিফাইনালের টিকিট পেয়ে গেলে কী হবে, জগমোহন ডালমিয়ার বোর্ডের ‘গুড বুক’-এ যেন এখনও আসতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনি।
লন্ডনে তাঁর দল যখন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করছে, তখনই দেশে ধোনির বিরুদ্ধে মুখ খুললেন এক বোর্ড কর্তা।
চব্বিশ ঘণ্টা আগেই ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে বোর্ডের অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট ডালমিয়া জানিয়ে দিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ বিতর্কে ধোনির সঙ্গে কথা বলা হবে। আর মঙ্গলবার বোর্ডের নতুন কোষাধ্যক্ষ রবি সবন্ত তোপ দাগলেন ভারত অধিনায়কের বিরুদ্ধে।
একটি টিভি চ্যানেলে সবন্ত এ দিন বলেছেন, “ধোনির উচিত এখনই প্লেয়ার ম্যানেজমেন্ট কোম্পানি থেকে নিজেকে সরিয়ে নেওয়া।” এখানেই থেমে না থেকে তাঁর আরও প্রস্তাব, এই নিয়ে নোটিস দেওয়া হোক ভারত অধিনায়ককে। “ধোনির আগের চুক্তিতে যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কিছু থেকে না থাকে, তা হলে ওকে একটা নোটিস পাঠানো উচিত,” বলেছেন সবন্ত। |
|
‘রিতি স্পোর্টস ম্যানেজমেন্ট’ সংস্থার পনেরো শতাংশ শেয়ার ধোনির নামে আছে বলে খবর। যা নিয়ে গত কয়েক দিন ধরে জোর বিতর্ক চলছে ভারতীয় ক্রিকেট মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কী ভাবে ভারত অধিনায়ক নিজেকে একটা স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে জড়িয়ে রাখতে পারেন, যে সংস্থা আবার কয়েক জন ক্রিকেটারের ব্যবসায়িক দিকটাও দেখে। এই ব্যপারটা যে বোর্ড সহজ ভাবে নিচ্ছে না, তা বোঝা গিয়েছিল ডালমিয়ার কথাতেও। তবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই ধোনিকে এ নিয়ে প্রশ্ন করা হবে। তবে এ দিন দেখা গেল, টুর্নামেন্টের মাঝেই অধিনায়ককে নিয়ে মুখ খুললেন বোর্ডের কোষাধ্যক্ষ।
ধোনি অবশ্য এখনও এই বিতর্ক নিয়ে এখনও কিছু বলেননি। উল্টে তাঁর সাফ কথা, বাইরে যা চলছে, তার প্রভাব টিমের মধ্যে পড়ছে না।
এত দিন পর্যন্ত যাবতীয় ঝড় ঝাপটা ভাল মতোই সামলে দিয়েছেন ভারত অধিনায়ক। এখন দেখার, এ দিনের পরেও ‘ক্যাপ্টেন কুল’ কতটা ‘কুল’ থাকতে পারেন।
|
পুরনো খবর: ক্ষুব্ধ ধোনি হিন্দি সাংবাদিক সম্মেলন করলেন না |
|
|
|
|
|