টুকরো খবর
যোগাসনে চতুর্থ সৌগতা
মার্কিন যুক্তরাস্ট্রের লস অ্যাঞ্জেলেস-এ আয়োজিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা ২০১৩-য় অনুর্ধ্ব ১৭ বিভাগে চতুর্থ স্থান অর্জন করল কাঁথির শিশুমহলের সৌগতা জানা। রবিবার রাতে আয়োজিত ওই প্রতিযোগিতায় সৌগতা মাত্র ১৫ সেকেন্ডের ব্যবধানে তৃতীয় স্থানের ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত হয়। গত এপ্রিল মাসেও সৌগতা বেঙ্গালুরুতে স্বামী বিবেকানন্দ যোগ বিশ্ববিদ্যালয়ে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৭ বিভাগে জাতীয় সেরার শিরোপা অর্জন করে। অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হলেও সৌগতার সাফল্যে দারুন খুশি সৌগতার বাবা-মা থেকে শিশুমহলের প্রশিক্ষক অলোক পাল। সৌগতা বাড়ি ফিরলে কাঁথির শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কাঁথি ক্লাব ও শিশুমহলের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন কাঁথি ক্লাবের সমাজকল্যাণ বিভাগের সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি। কৃষ্ণেন্দুবাবুর কথায়, কাঁথির ছোট্ট মেয়ে সৌগতার বিশ্বে চতুর্থ হওয়াও কম গৌরবের নয়। কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সৌগতার কৃতিত্বে খুশি স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা সরকার জানান, সৌগতা ফিরলে স্কুলের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হবে।

সাঁতারে সোনা
রাজ্য বয়স ভিত্তিক সাঁতারে ৩টি সোনা, ২টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পদক পেল বর্ধমান জেলা। ৭-৯ জুন হুগলির রিষড়া স্পোটিং ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। বর্ধমানের দলে ছিলেন মোট ২৯ জন প্রতিযোগী।

কষ্টার্জিত জয়
ইন্দোনেশিয়ান ব্যাডমিন্টন সুপার সিরিজের শুরুটাও ভাল হল না সাইনা নেহওয়ালের। প্রথম রাউন্ডে বিশ্বের ১৪ নম্বর লিনডাওয়েনি ফানেত্রি-র বিরুদ্ধে তিন গেমে কষ্টার্জিত জয় পেলেন হায়দরাবাদি তারকা। ফল সাইনার পক্ষে ২১-১৭, ২৭-২৯, ২১-১৩। এক ঘণ্টা ১৪ মিনিটের ম্যাচে স্থানীয় প্লেয়ার ফানেত্রি নেট প্লে-তে বিশ্বের দু’নম্বর ভারতীয় তারকাকে চাপে রেখে দেন। গত সপ্তাহে তাইল্যান্ড ওপেনে কোয়ার্টার ফাইনালে ছিটকে গিয়েছিলেন সাইনা। এ ছাড়া তরুণ কোনা আর অশ্বিনী পোনাপ্পার মিক্সড ডাবলস জুটিও একই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন।

ক্লার্ক ভুগেই চলেছেন
পিঠের চোটে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও মাঠে নামতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়া শিবির সূত্রে জানানো হয়েছে, লন্ডনে চিকিৎসাধীন ক্লার্ক গত কয়েক দিনে বেশ কিছুটা উন্নতি করলেও এখনও ম্যাচ ফিট নন। এই চোটের কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও খেলতে পারেননি অজি অধিনায়ক। ইংল্যান্ডের কাছে হারের পর গত বারের চ্যাম্পিয়নরা এখন বেশ বেকায়দায়। তাই ‘ক্যাপ্টেন’-কে আগামী সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপের তৃতীয় ম্যাচে খেলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

অশান্ত এজবাস্টন
ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে দর্শকদের মধ্যে মারামারিতে অশান্ত এজবাস্টন স্টেডিয়াম। সোমবার পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা ম্যাচে দু’দলের সমর্থকরা স্টেডিয়ামে কথা কাটাকাটি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই একই স্টেডিয়ামে শনিবার ভারত এবং পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচেও অশান্তির আশঙ্কায় তাই আগাম সতর্ক প্রশাসন। বাড়িয়ে দেওয়া হয়েছে স্টেডিয়ামের নিরাপত্তাও।

জয়ী সায়ন
প্রথম এইচডিসিএ আন্তর্জাতিক ফিডে রেটেড স্কুল দাবা টুর্নামেন্ট জিতল সায়ন সেন। এক লক্ষ টাকা পুরস্কার মূল্যের টুর্নামেন্টে দ্বিতীয় স্থানে দেবর্ষি মুখোপাধ্যায় এবং তিনে রাজদীপ সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় এবং এইচডিসিএ-র ভাইস প্রেসিডেন্ট নিমাই দত্ত।

তিহাড় জেল থেকে ছাড়া পেলেন শ্রীসন্ত
ছবি: পিটিআই




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.