রাজধানীতে তিন সংবাদকর্মীর খুনের তদন্তে ‘গাফিলতির’ অভিযোগ তুলে পথে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
কংগ্রেসের দাবি, তদন্তের ‘জটিল এবং স্ববিরোধী’ ব্যাখ্যা রাজ্য পুলিশ নৃশংস ওই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। দৈনিক গণদূত পত্রিকা দফতরের সংবাদকর্মী খুনের তদন্ত তা-ই সিবিআই-য়ের হাতে তুলে দেওয়ার দাবি তুলেছে দলীয় নেতৃত্ব।
ত্রিপুরা কংগ্রেসের মুখপাত্র অশোক সিনহা জানিয়েছেন, তাঁদের দাবিগুলির সমর্থনে বুধবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য সপ্তাহ তিনেক আগে আগরতলায় তিন সংবাদকর্মীর খুনের কিনারা এখনও করতে পারেনি পুলিশ।
কংগ্রেসের অভিযোগ, ওই সংবাদপত্র দফতরে আততায়ী হানায় নিহত বলরাম ঘোষের স্ত্রীকে অভিযুক্ত সাজিয়ে গ্রেফতার করা হয়েছে। কী কারণে তাঁকে গ্রেফতার করা হল, তা নিয়ে পুলিশ কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। সংশ্লিষ্ট সংবাদপত্রের সম্পাদককেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আদালতে ‘কেস ডয়েরি’ই জমা দিতে পারেননি তদন্তকারী অফিসার।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য, “শাসক দলের চাপে আদালতে ওই মামলা লঘু করে দেওয়ার চেষ্টা চলছে। আততায়ীদের আড়াল করতেই এ কাজ করছে পুলিশ। সে কারণেই তার তদন্তভার সিবিআই-য়ের হাতে তুলে দেওয়ার দাবি জানাচ্ছি।”
কংগ্রেসের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর। সংবাদকর্মী হত্যাকাণ্ডে এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
|