ফের এক মহিলার গলার হার ছিনতাই করে পালাল মোটরবাইক-দুষ্কৃতীরা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে কড়েয়া থানার ওল্ড বালিগঞ্জ ফার্স্ট লেনে। সোমবারও যাদবপুরে একই কায়দায় হার ছিনতাই করে পালায় টরবাইকআরোহী দুষ্কৃতীরা। দু’টি ঘটনায় একই দল জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন কড়েয়া বামুনপাড়ার বাসিন্দা পাপিয়া গঙ্গোপাধ্যায় হেঁটে বাড়ি ফিরছিলেন। ওই সময়ে একটি মোটরবাইক তাঁর গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। কিছু বোঝার আগেই বাইকে থাকা দুষ্কৃতীরা ছিনিয়ে নেয় তাঁর হার। ওই মহিলা পুলিশকে জানান, বাইকে দুই দুষ্কৃতী ছিল এবং দু’জনেরই মাথায় ছিল হেলমেট। পুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের পরে দুষ্কৃতীরা বালিগঞ্জের দিকে পালিয়ে যায়।
গত বছর যাদবপুর ও ঢাকুরিয়া-সহ শহর ও শহরতলির একাধিক জায়গায় একই কায়দায় পর পর ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এমনকী বেশ কিছু জায়গায় ছিনতাইয়ের পরে গুলিও চালায় দুষ্কৃতীরা। যাদবপুর ও ঢাকুরিয়ার ঘটনার কিনারা না হলেও দক্ষিণ ২৪ পরগনা থেকে কয়েক জন ছিনতাইবাইজকে গ্রেফতার করে পুলিশ। তবে মূল পাণ্ডাকে এখনও ধরা যায়নি।
|