যুবকের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা |
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। মঙ্গলবার, দক্ষিণ-পূর্ব রেলের সদর কোয়ার্টার্সে। মৃতের নাম বলেন শর্মা (২১)। তিনি কোয়ার্টার্সের একটি বাংলোয় পরিচারকের কাজ করতেন। পুলিশ জানায়, এ দিন বাংলো সংলগ্ন ওই ব্যক্তির ঘর থেকে সাড়া না পেয়ে স্থানীয়েরা থানায় খবর দেন। পুলিশ দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। পুলিশ জেনেছে, বলেন তাঁর মাকে টাকা ধার দিয়েছিলেন। মা টাকা ফেরত না দেওয়ায় অবসাদে ভুগছিলেন বলেন। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। এ দিনই ক্যানাল ওয়েস্ট রোডের পাশের খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) দেহ মেলে।
|
যাদবপুরের রিজেন্ট কলোনির বাসিন্দা, শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী (২৯) খুনের ঘটনায় গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। সোমবার, বেলঘরিয়া থেকে। পুলিশ জানায়, ধৃত চৈতন্য সাহা স্থানীয় বাসিন্দা। ঘটনায় জড়িত সন্দেহে এই নিয়ে মোট পাঁচ জনকে গ্রেফতার করা হল। আরও দু’জনকে খুঁজছে পুলিশ। এর আগে শ্যামনগর থেকে ধৃত চার জনের থেকে ল্যাপটপ ও ইন্দ্রজিতের চুরি যাওয়া বিভিন্ন জিনিস মেলে। ৩ জুন রাতে ওই শিক্ষকের ফ্ল্যাট থেকেই তাঁর হাত-পা বাঁধা দেহ মেলে। পুলিশে জানায়, ইন্দ্রজিতের সাত বন্ধু তখন ফ্ল্যাটে ছিল। তারাই তাঁকে শ্বাসরোধ করে খুন করে বলে পুলিশের দাবি।
|
জাল নোট-সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার, নিউ মার্কেট এলাকায়। ধৃতদের নাম অম্পা মণ্ডল, হাফিজ মল্লিক এবং জাসির মল্লিক। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন বাজারে জাল নোট ছড়ানোর খবর ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরাম আর্কেডের সামনে থেকে ৭ লক্ষ ৮৯ হাজার টাকার জাল নোট-সহ ওই তিন ব্যক্তিকে ধরা হয়। অম্পা মালদহের বাসিন্দা। অন্য দু’জনের বাড়ি ঝাড়খন্ডে। অভিযুক্তদের সঙ্গে আর কারা যুক্ত তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের মঙ্গলবার আদালতে তোলা হয়েছে।
|
কবির বিজ্ঞান-দর্শন চর্চার কেন্দ্র |
রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞানমনস্কতা ও তাঁর বৈজ্ঞানিক দর্শন বিষয়ে গবেষণার জন্য একটি কেন্দ্র গড়া হচ্ছে কলকাতায়। সেন্টার ফর ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ফিলজফি (সিএনএসপি) এবং বোস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে টেগোর সেন্টার অফ ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ফিলজফি নামে ওই কেন্দ্র গড়ে তোলা হবে। রাজ্যপাল ১৯ জুন বোস ইনস্টিটিউটে এই কেন্দ্রের শিলান্যাস করবেন বলে সিএনএসপি-র চেয়ারম্যান, বিজ্ঞানী বিকাশ সিংহ মঙ্গলবার জানান। তাঁর দাবি, এমন কেন্দ্র এ দেশে কার্যত নজিরবিহীন। ১৯৩৭-এ রবীন্দ্রনাথের লেখা বিশ্বপরিচয় গ্রন্থটির অনুবাদ এবং সেটির পরিবর্ধনই হবে এই কেন্দ্রের প্রথম কাজ। পরিবর্ধন মানে? বিকাশবাবু বলেন, “বিশ্বপরিচয় লেখার পরেও বিজ্ঞানে যে-সব কাজ হয়েছে, বইটিতে তা সংযোজনের কথা ভাবা হয়েছে। বিশ্বভারতীর সহায়তায় কেন্দ্রের কাজ এগোবে।” তবে দরবার করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে কোনও অনুদান মেলেনি বলে আক্ষেপ করেন এই বিজ্ঞানী। তিনি বলেন, “সরকারি সাহায্যের বিষয়টি বারবার লাল ফিতের ফাঁসে বারবার আটকে যাচ্ছে। তাই বিদেশি সহায়তা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার কথা ভাবা হয়েছে।”
|
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী রেজিস্ট্রার অশোক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণীর মহকুমাশাসকের দায়ের করা এফআইআর ভিত্তিহীন। মঙ্গলবার এ কথা জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এফআইআরে বলা হয়েছিল, ওই রেজিস্ট্রারের মাধ্যমিকের শংসাপত্র জাল। আর মাধ্যমিকের শংসাপত্র জাল হলে পরবর্তী কালে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও মূল্যহীন হয়ে যায়। অশোকবাবুর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হয়। তিনি সাসপেন্ড হন। পরে অশোকবাবু হাইকোর্টে মামলা করেন। মধ্যশিক্ষা পর্ষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁর শংসাপত্রগুলি খতিয়ে দেখে জানায়, সেগুলি জাল নয়।
|
মেট্রোয় মহিলা যাত্রীকে কটূক্তি করায় এক যুবককে ধরে পুলিশে দিলেন সহযাত্রীরাই। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ বাবু। মঙ্গলবার রাতে যুবকটি ক্রমাগত এক মহিলাকে বিরক্ত ও কটূক্তি করতে থাকায় অন্য যাত্রীরা রুখে দাঁড়ান। কবি নজরুল স্টেশনে যুবকটিকে আটকে রেখে যাত্রীরা পুলিশ ডাকেন। শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে ধৃতের বিরুদ্ধে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার, বি টি রোডের কাশীপুরে। মৃতের নাম বিশাল সাউ (১৭)। পুলিশ জানায়, রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি ম্যাটাডর ধাক্কা মারে বিশালকে। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। ম্যাটাডরটি আটক হয়েছে। তবে চালক পলাতক। |