টুকরো খবর
গলসির খুনে হেফাজতে ৩
গলসির কেটনা গ্রামে সিপিএমের স্থানীয় নেতা মদন সোরেনের মৃতুর ঘটনায় ধৃত তিন জন তৃণমূলের সমর্থককে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠালেন সিজেএম আদালতের বিচারক সেলিম আহমেদ আনসারি। মঙ্গলবার তিন জনকে পুলিশ এজলাসে হাজির করায়। ধৃতদের সোমবার গলসি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল গোপাল বিশ্বাস, শ্যামসুন্দর পান ও নির্মল খাঁড়া। অভিযুক্তদের আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, “ওই ব্যক্তিকে কেউ খুন করেনি। তিনি দুই দলের সংঘর্ষের মধ্যে পড়ে গিয়েছিলেন।” উল্লেখ্য, জেলার এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেছেন, “ওই লোকটি মাঠে ইঁদুর ধরতে গিয়েছিল। দু’দলের মারপিটের মাঝে পড়ে যান তিনি। তবে তাঁর পায়ে যে ধরনের আঘাতের চিহ্ন দেখা গিয়েছে তাতে কারোরই মারা যাওয়ার কথা নয়। ময়নাতদন্তেই বোঝা যাবে কেন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।” মঙ্গলবার ময়নাতদন্তের পরে মদন সরেনের দেহ নিয়ে আসা হয় সিপিএমের জেলা কমিটির দফতরে। সেখানে দলের নেতারা মরদেহে মালা দেন। উপস্থিত ছিলেন পলিটবুরোর সদস্য নিরুপম সেন, দলের রাজ্য কমিটির সদস্য রথীন রায়, জেলা কমিটির সম্পাদক অমল হালদার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রাজ্জাক মণ্ডল, অচিন্ত্য মল্লিক-সহ অনেকে।

পুরনো খবর:
অপহরণের অভিযোগে ধৃত
নাবালিকাকে অপহরণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার। স্থানীয় নুরপুরের এক বাসিন্দা থানায় অভিযোগ করেন, তাঁর বছর পনেরোর মেয়েকে অপহরণ করেছে দুই যুবক। তাঁদের নাম শেখ রাজি ইফতিকার ও শেখ রাজেশ। প্রথম জনের বাড়ি হুগলির ডানকুনি ও অপর জনের বাড়ি বর্ধমানের বড়নীলপুর। তাঁদের বন্ধু রাজা দলুইকে দিয়ে দু’জনকে নুরপুর গ্রামে ডেকে পাঠানো হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোটরবাইক ও তিন রাউন্ড গুলি ভরা একটি দেশি পিস্তল। ধৃতদের জেরা করে দক্ষিণ ২৪ পরগনার বজবজের কালিপুর থেকে থেকে শেখ রাহুল নামের মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপহৃতাকেও উদ্ধার করেছে পুলিশ।

বিকম পার্ট ৩-র ফল
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের বিকম পার্ট-৩ অনার্সের ফল প্রকাশ হল। মোট ১৫৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৬২ জন। পাশের হার ৮৪.৭৬। গত বার পাশের হার ছিল ৮২.১৬। এবার প্রথম শ্রেণিতে উত্তীর্ণের সংখ্যা ২২১। গতবার ছিল ২১০।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.