মনোনয়ন পেশ নিয়ে হাঙ্গামা গোটা রাজ্যেই
প্রথম দফার মনোনয়ন জমা শেষ। দ্বিতীয় দফার মনোনয়ন তোলা ও জমার কাজ চলছে। তৃতীয় দফার মনোনয়নপত্র তোলার কাজ শুরু হল বুধবার। পঞ্চায়েত ভোটের মুখে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ, অশান্তি কিন্তু বেড়েই চলেছে। হামলার অভিযোগ উঠেছে কলকাতার কাছের পঞ্চায়েতেও।
বুধবার মহিষবাথান ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। তার পরেই পঞ্চায়েত-প্রধান সন্ধ্যা প্রামাণিক, প্রার্থী বিনতা পাত্র-সহ সিপিএম-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন লাগানো হয় বলে অভিযোগ। হত্যার হুমকিও দেওয়া হয়েছে। সিপিএম জানায়, গত কয়েক দিন ধরেই সন্ধ্যাদেবীকে কার্যত গৃহবন্দি করে রাখে তৃণমূল। তা সত্ত্বেও গ্রাম পঞ্চায়েতে সিপিএমের ১০ জন এবং পঞ্চায়েত সমিতিতে দু’জন মনোনয়ন জমা দেন। বিকেল থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে এলাকার সিপিএম-সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় বলে নিউ টাউন থানায় অভিযোগ করা হয়েছে। প্রাক্তন সিপিএম বিধায়ক রবীন মণ্ডলের অভিযোগ, তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের মদতেই হামলা হয়েছে। অভিযোগ অস্বীকার করে সব্যসাচীবাবু বলেন, “হাওড়ার ভোটে হেরে সিপিএম বুঝে গিয়েছে, তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই মিথ্যা গল্প সাজিয়ে প্রচারে নেমেছে।”
মঙ্গলবার রানিগঞ্জে খুন হন তৃণমূলকর্মী। মেদিনীপুরে তিরবিদ্ধ হন দুই তৃণমূল-সমর্থক। বুধবার কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দল। বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হবে না, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের এই ফরমানের পর থেকেই অশান্ত বীরভূম। বুধবার ইলামবাজার ও খয়রাশোলে সিপিএমের জোনাল কার্যালয়ে হামলা হয়েছে। মারধর করা হয় কর্মীদের। ইলামবাজারে মনোনয়ন দিতে যাওয়ার সময় বাম প্রার্থীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়।
খয়রাশোল সিপিএম অফিস ভাঙচুরের পর।
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ ইসলামের অভিযোগ, “আমাদের দুই প্রার্থীকে তুলে নিয়ে যায় তৃণমূল।” বাড়ি থেকে ইলামবাজার জোনাল অফিসে যাওয়ার পথে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায়ের গাড়ি আটকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি জাফরুল ইসলামের অবশ্য বলেন, “কাউকে মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে না। এই ব্লকে কেউ মনোনয়ন দিতে না পারলে আমাকে ফোন করতে পারেন। দলীয় কার্যালয়েও আসতে পারেন। কিন্তু মিথ্যা অভিযোগ করবেন না।”
অশান্ত উত্তরবঙ্গও। এ দিন মনোনয়ন পেশ নিয়ে কোচবিহারে বাম-তৃণমূল সংঘর্ষ হয়। কোতোয়ালি থানার ধলুয়াবাড়িতে ব্লক অফিস চত্বরে পুলিশের সামনেই বাম নেতা-কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক বিধায়ক অক্ষয় ঠাকুরের গাড়ি ভাঙচুর করা হয়েছে। অক্ষয়বাবু এবং সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মহানন্দ সাহাকে মারধরও করা হয়। বামেদের দাবি, কিছু মহিলা প্রার্থী-সহ অন্তত ২৫ জন জখম হন। প্রতিবাদে আজ, বৃহস্পতিবার মনোনয়ন জমা না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বামেরা। জেলাশাসকের দফতরের সামনে ধর্নায় বসেছেন তাঁরা। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “এ দিন মনোনয়ন পেশের সময় হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে।”
সিপিএম নেতা রবীন দেব এ দিন রাজ্য নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে দেখা করেন। রবীনবাবুর আবেদন, দ্বিতীয় ও তৃতীয় দফায় বীরভূমের সাতটি ও কোচবিহারের তিনটি ব্লকের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিতে পারেন, তার ব্যবস্থা করুক কমিশন।
আহত সিপিএম নেতা মহানন্দ সাহা।
মনোনয়ন নিয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয় হাড়োয়া ব্লক অফিস চত্বরে। ঘোলার বিলকান্দায় মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে সিপিএমের দু’বারের পঞ্চায়েত সদস্য সঞ্জয় ভট্টাচার্যকে তৃণমূল মারধর করে বলে অভিযোগ। অশান্তি আরামবাগেও। সোম-মঙ্গলবার সেখানে এসডিও অফিসের সামনে মনোনয়ন জমা নিয়ে তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ হয়েছিল। এ দিন জেলা পরিষদের সিপিআই প্রার্থী রামপ্রসাদ বাগকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুড়শুড়ায় বুধবার রাতে চার কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ।
মঙ্গলবার রাতে হলদিয়ার বাড়উত্তরহিংলি পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বিষ্ণুপদ রাউথকে ওই আসনেরই সিপিএম প্রার্থী সুব্রত দে ও তাঁর সঙ্গী মারধর করেন বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি করানো হয় বিষ্ণুবাবুকে। বুধবার ছাড়া পান তিনি।
বুধবার বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহের নেতৃত্বে প্রতিনিধিরা রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন পেশে বাধাদানের অভিযোগ জানান। এই প্রেক্ষিতে প্রথম পর্বের ভোটের মনোনয়ন পেশের সময়সীমা দু’দিন বাড়ানোর আর্জিও জানান তাঁরা। এর আগে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে চিঠি দিয়ে একই আর্জি জানিয়েছিলেন তাঁরা। ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনও রাজ্যপালকে ব্যাখ্যা করেছে বিজেপি।
এ দিন বিরাটি স্টেশনে সুজয় কুমার নামে এক ব্যক্তিকে একাধিক রিভলভার-সহ গ্রেফতার করে সিআইডি। ধৃতকে জেরার পরে সিআইডি-র ধারণা, ভোটে অশান্তি বাধানোর জন্য ওই অস্ত্র আনা হচ্ছিল।

—নিজস্ব চিত্র

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.